গরুর মাংস আমাদের সবার খুব প্রিয়। বাংলাদেশে অঞ্চলভেদে নানাভাবে গরুর মাংস রান্না হয়। সেসব রান্নার জনপ্রিয় তিন রেসিপি দিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কুকিংয়ের ট্রেইনার এবং অ্যাসেসর শেফ আলভী রহমান শোভন।
সাতকরা দিয়ে গরুর মাংস (সিলেট)
উপকরণ
গরুর মাংস ১ কেজি (টুকরো করে কাটা), সাতকরা ১টি, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়া ২ চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেজপাতা লবঙ্গ দারুচিনি কয়েক টুকরো, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।
প্রণালি
প্রথমে সাতকরা ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর হাঁড়ি গরম করে তেল দিন। গরম তেলে দিন তেজপাতা, লবঙ্গ এবং দারুচিনি কিছুক্ষণ ভাজুন। এবার পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরও ২০ মিনিট। এরপর সাতকরার টুকরো কষানো মাংসে দিন। ১ কাপ গরম পানি দিয়ে কম আঁচে রান্না করুন আরও ৪০ মিনিট। তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করুন।
গরুর মাংসের কালাভুনা (চট্টগ্রাম)
উপকরণ
গরুর মাংস ২ কেজি, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, ধনে গুঁড়া দেড় টেবিল চামচ, জিরার গুঁড়া দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, কাঁচা পেঁয়াজ কুচি ১ কাপ, সরিষার তেল আধা কাপ, তেজপাতা ৩টি, দারুচিনি ৪টি, গোল মরিচ ৭-৮টি, এলাচ ৪টি, লবঙ্গ ৪-৫টি, কাঁচা মরিচ ৬-৭টি, আদা কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি দেড় টেবিল চামচ, শুকনো মরিচ ৭-৮টি, লবণ স্বাদমতো, প্রয়োজনমতো গরম পানি।
প্রণালি
প্রথমে মাংসগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিন। তারপর একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, গরম মসলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি, সরিষার তেল, তেজপাতা, দারুচিনি, গোল মরিচ, এলাচ, লবঙ্গ মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এক ঘণ্টা ঢেকে রেখে মেরিনেট করে নিন। যে পাত্রে রান্না করবেন; ওই পাত্রেই মাংস মেরিনেট করবেন। এরপর পাত্রটি চুলায় হাই হিটে ৫ মিনিট ঢেকে রান্না করুন।
যখন দেখবেন মাংস থেকে পানি ছাড়ছে, ওই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচ করে দিন। মাংস ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে। আবারও ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে মাংস। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিন। কালাভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা। এক থেকে দেড় ঘণ্টা একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে এবার। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়তে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কষাতে কষাতে দেখবেন একসময় মাংসের রং কালচে হয়ে এসেছে। যখন দেখবেন পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন এবার পেঁয়াজ-আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপর তেলসহ মসলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মসলা ছিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে আস্ত কাঁচা মরিচ ৩-৪টি দিয়ে দিন মাংসে। এভাবে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গরম গরম পরিবেশ করুন সুস্বাদু কালা ভুনা।
গরুর মাংসের কালিয়া (পুরান ঢাকা)
উপকরণ
গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, টকদই আধা কাপ, শাহি জিরা বাটা ১ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া সামান্য, আলুবোখারা ৭-৮টি, শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো, কাঁচা মরিচ পরিমাণমতো, লবণ পরিমাণমতো।
প্রণালি
গরুর মাংস একটি বাটিতে নিয়ে এতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, টক দই, শাহি জিরা বাটা, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, শুকনা মরিচ টালা গুঁড়া দিয়ে ভালোমতো মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। পেঁয়াজ কুঁচি ১ কাপ একটি কড়াইয়ে ঢেলে তেলসহ গরম করুন। মসলা মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে দুই-তিনবার কষিয়ে ৬ কাপ গরম পানি দিয়ে রান্না করুন। তেল উপরে উঠে আসলে বেরেস্তা, আলু বোখারা ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। এরপর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন।
কলি