হেমন্তের সময় প্রকৃতিতে ধূসর ভাব থাকে। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক শুষ্ক থাকার ফলে সাজ ভালো দেখায় না। এ জন্য মেকআপের আগে কিছু বিষয় খেয়াল করা জরুরি, যাতে আপনার মেকআপ হয়ে উঠতে পারে আরও নিখুঁত ও সুন্দর।
ত্বক পরিষ্কার করা
মেকআপ শুরু করার আগে ত্বক পরিষ্কার করে নিন। মুখে ধুলোবালি, তেল ও ময়লা থাকলে মেকআপ সহজে বসে না। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক সহজে পরিষ্কার হয়ে যাবে। এ ছাড়া যাদের ত্বক শুষ্ক তারা মেকআপ করার আগে হালকা কুসুম গরম পানিতে দিয়ে মুখ মুছে পরিষ্কার করতে পারেন। ত্বক তৈলাক্ত বা মিশ্র হলে ক্লিনজার ব্যবহার করতে পারেন। অবশ্যই ত্বকের ধরন বুঝে ব্র্যান্ডের ফেসওয়াশ কিংবা ক্লিনজার ব্যবহার করতে হবে।
বরফ ঘষুন
মুখ ধোওয়ার পর বরফ ব্যবহার করুন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখে বরফ ঘষার বেশ কিছু বাড়তি উপকারিতাও রয়েছে। বরফ মুখে রক্ত সংবহন বাড়িয়ে তুলে একটা বাড়তি আভা এনে দেয়, পাশাপাশি চোখের ক্লান্তভাবও কাটিয়ে তোলে।
এক্সফোলিয়েট করা
ত্বকে মৃত কোষ, ব্ল্যাক বা হোয়াইট হেডসের মতো সমস্যা থাকলে মেকআপ করলেও দেখতে ভালো লাগবে না। তাই ত্বকের মসৃণতা বজায় রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। এতে লোমকূপে জমে থাকা ময়লা ও তেল পরিষ্কার হবে। পাশাপাশি ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ দূর করে। স্ক্রাবার দিয়ে সার্কুলার মোশনে আস্তে আস্তে ঘষে ত্বকের মৃতকোষগুলো পরিষ্কার করতে হবে। স্ক্রাবার ব্যবহার করার পর টোনার ব্যবহার করতে পারেন। ত্বকে ক্লান্তির ছাপ থাকলে দূর হবে এবং কোনোরকম ময়লা অবশিষ্ট থাকলে তাও পুরোপুরি দূর হয়ে ত্বক অনেক বেশি সতেজ হয়ে উঠবে। ঘরে বসে এই সময় স্বাভাবিক ত্বকের জন্য দুধ ও মধুর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাবিং করা যেতে পারে। তৈলাক্ত ত্বক স্ক্রাব করতে টক দইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজার করা
ত্বক পরিষ্কার করার পর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যেকোনো ঋতুতেই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ফাউন্ডেশন ও অন্যান্য বেজ মেকআপ প্রোডাক্ট ত্বকের ওপর সুন্দরভাবে বসার জন্য ময়েশ্চারাইজিং করা প্রয়োজন। শুষ্ক হলে লাইট-ওয়েট ক্রিম ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। তৈলাক্ত বা মিশ্র ত্বকে জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বকের রুক্ষতা দূর হবে। ত্বক ভেতর থেকে নরম হয়ে উঠবে। মেকআপ শুরু করার আগে কিছুক্ষণ ময়েশ্চারাইজার মেখে অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে।
প্রাইমার ব্যবহার করুন
মেকআপের আগে অনেকে ময়েশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকলেও মেকআপ ভালোভাবে বসে না। এক্ষেত্রে মেকআপের আগে প্রাইমার ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন, ব্লাশন, ব্রোঞ্জার ও অন্যান্য ফেস প্রোডাক্টের স্থায়িত্ব বাড়াবে। প্রাইমার ব্যবহার করলে মেকআপ অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর মেকআপের মসৃণতা বজায় থাকবে। বিভিন্ন ব্র্যান্ডের ও দামের প্রাইমার পাওয়া যায়। নিজের ত্বকের ধরন বুঝে প্রাইমার ব্যবহার করতে হবে। মেকআপ করার পর যাদের ত্বক কয়েক ঘণ্টার মধ্যে তৈলাক্ত হয়ে যায়, তাদের জন্য ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করা উচিত। অন্যদিকে শুষ্ক ত্বক যাদের, তারা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করতে পারেন।
সানস্ক্রিনের ব্যবহার
সব ঋতুতে মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এতে ত্বক সুরক্ষিত থাকে। সানস্ক্রিন ব্যবহারের পর ১৫ মিনিট পর মেকআপ শুরু করতে হবে। বাজারে এখন নানা ব্র্যান্ডের, নানা ধরনের, নানা ফর্মুলার সানস্ক্রিন পাওয়া যায়। তাই ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
কনসিলার ও লুজ পাউডার
ত্বকে হাইপারপিগমেন্টেশন বা দাগ ছোপ থাকলেই কনসিলার ব্যবহার করতে হবে। ত্বকের যে অংশে দাগ আছে, ওই জায়গা ছাড়া অন্য কোথাও কনসিলার লাগানোর প্রয়োজন নেই। বেজ মেকআপের শেষে ফাউন্ডেশন ও কনসিলার সেট করতে লুজ পাউডার ব্যবহার করুন।
লিপ বাম
এ সময় ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, কয়েক মিনিট সময় দিন। এতে লিপ বাম সেট করে গিয়ে ঠোঁট কোমল থাকবে, লিপস্টিকের রং ও দীর্ঘস্থায়ী হবে।
কলি