ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মশা-মাছির উপদ্রবও বাড়ে। মাছির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য সচেতনতা প্রয়োজন। মাছির উপদ্রব থেকে বাঁচতে অনেকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন। তাতে আপাতদৃষ্টিতে মাছি নিধন হলেও তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়াভাবে কোনোরকম রাসায়নিক ব্যবহার না করেও মাছি তাড়াতে পারেন।
পরিষ্কার রাখা
মাছি তাড়াতে ঘর পরিষ্কার রাখতে হবে। ফল, শাকসবজি ভালোভাবে ধুয়ে রাখতে হবে। ঘরে বেশি পাকা ফল থাকলে তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে, সামান্য পচন ধরলেও বাড়িতে না রেখে তা ফেলে দিতে হবে। অধিক পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এ ছাড়া ফ্রিজের নিচে বা আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এখানে কোনোভাবে খাবার পড়ে থেকে মাছিদের আকৃষ্ট করতে না পারে।
ভিনেগার
মাছি তাড়াতে ভিনেগার বেশ কার্যকর। ঘরের কোনায় নিয়ম করে ভিনেগার স্প্রে করলে মাছি দূর হবে। এ ছাড়া ঘর মোছার পানিতে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে ঘর মুছলেও মাছির উপদ্রব কমবে। চাইলে একটি স্বচ্ছ কাচের বয়ামে অ্যাপল সিডার ভিনেগার সেলোফেন পেপারে লাগিয়ে নিন। এর পর পেপারের মাঝে একটি ফুটো করে নিলে সেখানে ভিনেগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ভেতরে ঢুকে আটকে যাবে, আর বের হতে পারবে না। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা থাকে, সেখানে এটি রাখে দিন।
অয়েল
ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত অ্যাসেনশিয়াল অয়েল সপ্তাহে এক দিন স্প্রে করলে ঘরের মাছি দূর হয়।
কর্পূর
মাছি তাড়াতে কর্পূর বেশ উপকারী। অনেক সময় ঘরে মাছির উপদ্রব বেশ বেড়ে যায়। তখন ঘরের চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে মাছি আর আসবে না।
বেকিং সোডা
মাছি থেকে মুক্তি পেতে এক চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি বোতলে পরিমাণমতো পানি নিয়ে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সে পানি বাড়ির যেকোনো পাশে রেখে দিন। বেকিং সোডার গন্ধে মশা-মাছি কখনোই বাড়িতে আসবে না।
রসুন
বাড়িতে মশা-মাছির উৎপাত ঠেকাতে রসুন ব্যবহার করতে পারেন। একটি রসুন ও লবঙ্গ ভালোভাবে সিদ্ধ করে, সেই পানি একটি বোতলে নিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করলে দ্রুতই মাছি ঘর থেকে বিদায় নেবে।
নিমপাতা ও তুলসী পাতা
নিমপাতাও মাছির হাত থেকে বাঁচাতে পারে। নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছলে ঘরে রোগজীবাণুর সঙ্গে মাছিও দূর হবে। এ ছাড়া তুলসী পাতা ঘরের পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এর ঝাঁজালো গন্ধ মাছি দূর করে। এ ছাড়া তুলসীর রস প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়।
দারুচিনি
দারুচিনির তাজা গন্ধে মাছি দূরে থাকবে। ঘরের জানালায় দুই টুকরো দারুচিনি ছড়িয়ে রেখে দিলে সহজেই মাছি তাড়াতে পারবেন।
কলি