![অন্য স্বাদে সবজি](uploads/2024/12/01/Un-d-2-1733034270.jpg)
বাজারে শীতের সবজি চলে এসেছে। মাছ বা মাংস রান্নায় ফুলকপি, বাঁধাকপি, শিমের মতো সবজি খাবারে আনবে বাড়তি স্বাদ। এ সময় সবজি দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন স্বাদের খাবার।
শালগম ও নতুন আলু দিয়ে মুরগির ঝোল
উপকরণ
বড় মুরগি ১টি, নতুন আলু মাঝারি সাইজের ৩টি, মাঝারি সাইজের শালগম ২টি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ৩-৪টি করে, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ পাতা ১ আঁটি, কাঁচা মরিচ ৩-৪টি।
প্রণালি
প্রথমে মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু ও শালগম কিউব করে কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরম মসলা একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে সব বাটা ও গুঁড়া মসলা ভালো করে কষিয়ে নিন। এবার মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে শালগম ও আলু দিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন। এরপর পেঁয়াজ পাতা, কাঁচা মরিচ দিয়ে, ওপরে ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না করুন। হয়ে গেলে একটু ঝোল রেখে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
বাসমতি চাল দিয়ে সবজি বিরিয়ানি
উপকরণ
বাসমতি চাল ৫০০ গ্রাম, সবজি কিউব ২ কাপ (আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ কলি), পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জায়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ ২-৩টি, টকদই আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, শাহী জিরা সামান্য, কাঁচা মরিচ ৪-৫টি, ঘি/তেল পরিমাণমতো।
প্রণালি
বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি পাত্রে তেল/ঘি দিয়ে ফুলকপি, আলু ও গাজর ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিয়ে একে একে আস্ত গরম মসলা, শাহি জিরা, রসুন বাটা, বাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী বাটা, মরিচ গুঁড়া দিয়ে পরিমাণমতো পানিযোগে মসলা কষিয়ে নিন। মসলা তেল ছেড়ে দিলে টকদই, সামান্য চিনি ও স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে এতে ভেজে রাখা সবজি ও পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ৪ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে চালের গা মাখা হয়ে আসলে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট দমে রাখুন। মাঝে একবার ঢাকনা খুলে পেঁয়াজ কলি, কাঁচা মরিচ দিয়ে দিন। ১৫ মিনিট পরে চুলা বন্ধ করে দিন। এরপর নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বাসমতি চাল দিয়ে সবজি বিরিয়ানি।
শোল মাছের মাথা দিয়ে লাউশাক
উপকরণ
শোল মাছের মাথা ও লেজ ২টি, লাউ শাক ১ আঁটি, আলু ২টি (কিউব করে কাটা), শিম ৫-৬টি, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি (আধা ফালি করা), লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি
একটি পাত্রে মসলা কষিয়ে তাতে শোল মাছের মাথা ও লেজ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মসলা ছাড়া শুধু মাছের মাথা ও লেজ তুলে অন্য একটি পাত্রে রাখুন। পাত্রে থাকা মসলাতে লাউশাক, শিম ও আলু দিয়ে ভালো করে কষান। কষানো হয়ে গেলে প্রয়োজনমতো পানি দিন। এবার কষানো মাছের মাথা, লেজ ও কাঁচা মরিচ দিন (মাছ দেওয়ার পর আর নাড়বেন না)। ঢেকে রান্না করুন। পছন্দ মাফিক ঝোল রেখে নামিয়ে নিন। এরপর সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শোল মাছের মাথা দিয়ে লাউশাক।
কলি