ইনফিনিটি মেগা মল এবারের শীতে নিয়ে এসেছে নান্দনিক সব পোশাক। তাদের সব আউটলেটে মিলবে ট্রেন্ড ও ফ্যাশনের মিশ্রণে স্টাইলিশ শীত পোশাক।
সব বয়সের ক্রেতাদের কথা মাথায় রেখে তারা এনেছে বৈচিত্র্যময় পোশাক। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে পরিবাবের সবার জন্য এসব পোশাক ডিজাইন করা হয়েছে। তবে সব কালেকশনে রয়েছে দেশীয় ছোঁয়া।
শীতে ফ্যাশনসচেতন ক্রেতাদের চাহিদা মেটাতে পুরুষদের জন্য নিয়ে এসেছে বাহারি ডিজাইনের ব্লেজার, স্যুট, জ্যাকেট, সোয়াটার, সোয়াট শার্ট, জগার্স, জিন্স, শাল, মাফলার। তারা ফরমাল ব্লেজারের সঙ্গে ক্যাজুয়াল ব্লেজাররেও নতুনত্ব এনেছে। রঙ ও কাটিংয়েও গুরুত্ব দেয়া হয়েছে।
পাশাপাশি লং ও হাফ-স্লিভ ক্যাজুয়াল শার্ট, পোলো, হেনলি ও টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট, জিম ভেস্ট, সোয়েটপ্যান্টস ও ম্যাচিং বটমওয়ারসহ হালকা শীতে পরার জন্য ফুল-স্লিভ টিশার্ট ও সোয়েটার পোলোর নতুন স্টাইলের আরামদায়ক পোশাক ডিজাইন করেছে। যা ক্রেতাকে স্টাইল ও আরাম দেবে।
মেয়েদের জন্য শাল, পঞ্চ, সোয়াটের, জ্যাকেট, ওভারকোট, ব্লেজার পাশাপাশি জমকালো শীতের পার্টির পোশাক। এছাড়া মেয়েদের পোশাকে ডিজাইনে চলতি ট্রেন্ড থেকে বাছাই করে ল্যাপেল কলার, শল কলার, স্টেটমেন্ট কলার, লুজ স্লিভস, ভি-নেক বোটনেক ও স্টেটমেন্ট কলার, রেট্রো ফ্লেয়ারের মতো ট্রেন্ডি প্যাটার্নেও বিশেষ নজর দিয়েছে।
শিশুদের জন্য রয়েছে নানা ডিজাইনের শীতের পোশাক। শীত আয়োজনের পাশাপাশি ওয়েডিং কালেকশন থাকছে শেরওয়ানি, পাঞ্জাবি, শাড়িসহ নান্দনিক সব পোশাক।
দেশ জুড়ে ইনফিনিটির রয়েছে ৫৫টি শপ। এসব আউটলেট ছাড়াও আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকেই অনলাইনে অর্ডার করে ফ্রি ফেলিভেরির সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন
কলি