
ত্বক বা চুলের যত্নে নিমপাতা অতুলনীয়। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। নিমপাতায় রয়েছে প্রচুর ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিডের উপাদান, যা আপনার ত্বককে ভালো রাখে; সেই সঙ্গে ত্বককে ফিরিয়ে দেয় হারানো উজ্জ্বলতা। রক্ত পরিশোধন করে ত্বক পরিষ্কার করে উপকারী ভূমিকা পালন করে।
নিমপাতার ক্লিনজার
অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকায় নিমপাতা ত্বকের লোমকূপে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। নিমপাতার ক্লিনজার ব্যবহারে মিলবে নানা উপকার। ক্লিনজার তৈরির জন্য কয়েকটি নিমপাতা পানিতে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি সবুজ না হয়ে যায়; এর পর পানি ছেঁকে ঠান্ডা করে নিতে হবে। এই মিশ্রণ একটি পরিষ্কার ও শুকনো বোতলে সংরক্ষণ করতে হবে। প্রতি রাতে পরিষ্কার তুলার সাহায্যে মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে। তৈলাক্ত ত্বক হলে এর সঙ্গে গোলাপ জল মেশাতে পারেন। পরের দিন সুন্দরভাবে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক নানাভাবে উপকৃত হবে।

ব্রণ দূর করে
ত্বকের সিবাকাস গ্রন্থিতে অতিরিক্ত এবং ময়লা ও ব্যাকটেরিয়া থেকে ব্রণের সৃষ্টি হয়। নিমপাতা এগুলো সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিমপাতা সেদ্ধ করে সেই পানিতে একটি তুলার বল ডুবিয়ে পুরো মুখটা মুছে ফেলুন। আপনি মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে চাইলে শসা-নিমের ফেসপ্যাক কিংবা নিম-টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এ ছাড়া নিমপাতা, তুলসীপাতা এবং অ্যালোভেরা সমপরিমাণে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখলে ব্রণের সমস্যা দূর হবে, ত্বক হবে মসৃণ।
বলিরেখা দূর করতে
বলিরেখা দূর করতেও নিমপাতা অতুলনীয়। নিমপাতার পেস্টের সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাকটি তৈরি করে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারের ফলে মুখের বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক টানটান থাকবে।
দাগ দূর করতে
ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাগের ওপর লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এ ছাড়া নিমপাতা ত্বকের মেছতার দাগ দূর করে এবং ত্বক নরম করে। এক চা-চামচ নিমপাতা বাটার সঙ্গে এক টেবিল-চামচ টক দই ও সামান্য হলুদ গুঁড়া এক সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের শুষ্কতা দূর করতে
শীতে যাদের ত্বক শুষ্ক হয়ে যায়, এই প্যাকটি তাদের জন্য অনেক কার্যকর। ১ চা-চামচ বেসন, ১ চামচ টক দইয়ের সঙ্গে নিম পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও ঘাড়ে ভালো করে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন বা দুদিন এ ফেসপ্যাক ব্যবহার করতে হবে।
ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে
এটি ত্বকের ব্ল্যাকহেডস দূর করে। নিমপাতা গুঁড়োর সঙ্গে কমলালেবু খোসার গুঁড়ো মেশাতে হবে। দুই ধরনের গুঁড়ো মিশিয়ে মিশ্রণ তৈরি করে এর সঙ্গে অল্প মধু, দুধ এবং টক দই মেশান। সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন ভালো ফলের জন্যে। আপনার শুধু ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে আক্রান্ত স্থানে নিম তেল মালিশ করুন।
ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে
ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন নিমপাতার ফেসপ্যাক। নিম পাউডারের সঙ্গে তরল দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। মুখ ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
ত্বকের রোগজীবাণু থেকে মুক্তি
নিমপাতা মেশানো পানিতে গোসল করলে ত্বকের রোগজীবাণু থেকে মুক্তি পাওয়া সম্ভব। বালতির পানিতে কিছু নিমপাতা মিশিয়ে নিয়ে গোসল শেষে পুরো পানিটুকু মাথায় ও শরীরে ঢেলে নিন। ত্বকে সমস্যা না থাকলেও সপ্তাহে একবার এভাবে নিমপাতা মেশানো পানি ব্যবহার করতে পারেন গোসলের সময়।
কলি