
ভালোবাসা দিবসকে একটু স্মরণীয় করে রাখতে অনেকে উপহার দিয়ে থাকেন। এই দিনে প্রিয়জনকে এমন কিছু উপহার দিন, যা তার কাছে স্পেশাল হয়ে থাকবে। উপহারের তালিকায় রাখুন এমন কিছু, যা আপনার অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক বড় এবং দামি উপহার দিতে হবে এমন নয়, ছোট ছোট উপহার দিয়ে প্রিয়জনকে খুশি করতে পারেন।
চিঠি
প্রাচীনকালে চিঠিই ছিল ভালোবাসার মানুষকে দেওয়ার একমাত্র উপহার। কিন্তু প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় সহজে কেউ কাউকে চিঠি লেখে না। আপনি আপনার প্রিয়জনকে যদি সম্পূর্ণ ভিন্নকিছু দিতে চান, তা হলে হাতে লিখে একটা চিঠি দিতে পারেন। চাইলে প্রিয়জনকে নিয়ে আপনার নিজের রচিত কবিতার দুই-একটা লাইনও লিখে দিতে পারেন। চিঠিটা রঙিন খামে ভরে নিয়ে দিতে পারেন। হাতের লেখা আর চিঠির ভাষা সুন্দর হলে ভালোবাসার মানুষ আজীবন সংরক্ষণ করে রাখবে।
বই
প্রিয়জন যদি বই পড়তে ভালোবাসেন, তা হলে তার পছন্দের লেখক সম্পর্কে জানুন। কোন বইগুলো তার প্রিয়র তালিকায় আছে তা কৌশলে জেনে নিন। এর পর ভালোবাসার দিনে তাকে সেই বইগুলোই উপহার দিন। এতে সে দারুণ চমকে যাবে।
গিফট বক্স
বিশেষ দিনের উপহার নিয়ে সৃজনশীল কিছু হবে না তা তো হতে পারে না। ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গিফট বক্স পাওয়া যায়, সেগুলোয় শাড়ি, চুড়ি, চকলেট অথবা ছেলেদের জন্য পাঞ্জাবি, ঘড়ি চকলেট থাকে। আবার কিছু কিছু গিফট বক্সে আর্টিফিশিয়াল লাল গোলাপসহ অন্যান্য উপহার থাকে। এসব বক্স আবার নিজের পছন্দমতো কাস্টমাইজ করানো যায়। চকলেটের প্যাকেটে ভালোবাসার মানুষের পছন্দের বাক্য অথবা কবিতা লিখিয়ে নেওয়া যায়। এতে উপহারটি আরও আকর্ষণীয় হয়।

পারফিউম
উপহার হিসেবে পারফিউম খুবই জনপ্রিয়। সব সম্পর্কে উপহার হিসেবে পারফিউম মানিয়ে যায়। প্রিয় মানুষের পছন্দের সুগন্ধি সম্পর্কে জেনে তাকে তার পছন্দের পারফিউম উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এটা শুধু উপহার হিসেবে নয়, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। তা ছাড়া প্রিয় গন্ধ প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেয় সবসময়।
হাতে তৈরি কার্ড
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের এই যুগে এখন গ্রিটিংস কার্ডের চল আর নেই বললেই চলে। নতুন প্রজন্মের কাছে হয়তো গ্রিটিংস কার্ড বিষয়টিই খুব একটা পরিষ্কার নয়। ভালোবাসার এই দিবসে সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারেন। দোকান থেকে কিনে দেওয়ার বদলে হাতে তৈরি করে দিতে পারেন কার্ড।
চকলেট
চকলেট খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। আর সে চকলেট যদি আসে প্রিয়জনের কাছ থেকে, তা হলে তো চকলেটের স্বাদ আরও বেড়ে যাবে।
শাড়ি
ভালোবাসা দিবসের উপহার হিসেবে একটা পছন্দের শাড়ি আপনি আপনার প্রিয় মানুষকে দিতে পারেন। যে রঙটা তার ভালো লাগে, সে রঙের একটা শাড়ি কিনে দেবেন। ভীষণ খুশি হবেন।
ছবির অ্যালবাম
একটা ছবির অ্যালবামে নিজেদের চমৎকার ছবিগুলো রেখে উপহার দিতে পারেন। অসাধারণ এই উপহারটি নিঃসন্দেহে ভালোবাসার মানুষটিকে মনে করিয়ে দেবে আপনাদের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি।
ঘড়ি
ঘড়ি খুবই চমৎকার একটি উপহার। পরিবারের সদস্যদের এটি উপহার হিসেবে দেওয়া যায়। বিশেষ করে পুরুষরা এটাতে বেশ আনন্দিত হয়। আজকাল নারীরাও ঘড়ি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভালোবাসা দিবসে স্বামী-স্ত্রী উভয়ে চাইলে একজন অন্যজনকে উপহার দিতে পারেন দৃষ্টিনন্দন ঘড়ি।
মগ
মগ একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। তবে বর্তমানে প্রিয় মানুষের ছবি প্রিন্ট করা মগ তৈরি করা সম্ভব। একরঙা মগটিতে গরম পানীয় ঢাললেই ধীরে ধীরে ভেসে উঠবে আপনাদের ছবিটি। এ ধরনের মগ এখন ঘরে বসেই কিনতে পারবেন অনলাইন শপগুলোতে। সে জন্য শুধু দরকার আপনার সঙ্গে ভালোবাসার মানুষের চমৎকার একটি ছবি।
এ ছাড়া ছেলেদের ওয়ালেট, মেয়েদের পার্সব্যাগও দিতে দেখা যায়। তবে উপহার হিসেবে যা-ই দিন না কেন, মনকে স্থির রাখবেন। যাকে উপহার দিচ্ছেন সে আপনার ভালোবাসার মানুষ। তার কাছে আপনার উপস্থিতি আন্তরিকতার চেয়ে বড় উপহার আর কিছু নেই। তবু আপনি ভালোবেসে যা দেবেন, তাই তার আনন্দের অনুষঙ্গ হয়ে যাবে।
কলি