
ক্যালেন্ডারের পাতায় প্রতিদিনই কোনো না কোনো দিবস থাকে। বিশেষ করে ফেব্রুয়ারি মাস মানেই অদ্ভুত, মজার দিবসের মাস। আজ গ্যালেন্টাইন ডে। শব্দটি আপনি ঠিকই পড়ছেন ‘গ্যালেন্টাইন’। প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি গ্যালেন্টাইন ডে পালন করা হয়। গ্যালেন্টাইন ডে অনেকটা ভ্যালেন্টাইনের মতো। এদিনটি মূলত নারীরা উদযাপন করেন। ‘গার্লস’ ও ‘ভ্যালেন্টাইন ডে’র সংমিশ্রণে গ্যালেন্টাইন ডে।
মার্কিন কৌতুকাভিনেতা অ্যামি পোহলার প্রথম গ্যালেন্টাইন ডে’র ধারণা দেন। তাই তাকে গ্যালেন্টাইন ডে’র স্রষ্টা বলা হয়। পার্কস অ্যান্ড রিক্রিয়েশন নামে একটি কমেডি শো করতেন। ওই শোর কাল্পনিক চরিত্র লেসলি নোপ ২০১০ সালে একটি সিজনে গ্যালেনটাইনস শব্দটি সামনে আনেন। পর্বটি প্রচারিত হওয়ার গ্যালেন্টাইন ডে নারীদের মধ্যে দারুণ সাড়া ফেলে। ধীরে ধীরে অনেক দেশে ছড়িয়ে পড়ে। যদিও আমাদের দেশে পরিচিত নয়।
গ্যালেনটাইন ডে বিশ্বব্যাপী মূলত নারীদের বন্ধুত্বের প্রতীক হিসেবে উদযাপন করা হয়। নারীরা তাদের নারী বন্ধুদের বিপদে পাশে দাঁড়াতে পারে, সেই বার্তা নিয়ে এই দিনটি পালিত হয়। পুরোনো বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়।
আপনি চাইলে এই দিনটিতে নারীদের শুভেচ্ছা জানাতে পারেন। বোন, মা, দাদি, নানি, বান্ধবী যে কেউ হতে পারে। যদিও তাদের প্রতিদিন শুভেচ্ছা জানানো যায়, এ জন্য নির্দিষ্ট দিন লাগে না। তারপরও তাদের উৎসর্গ করে একটি দিন আছে, তাই উদযাপন করতেই পারেন। নারীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বান্ধবীদের বা আত্মীয়দের সঙ্গে আড্ডা দিতে চাইলে বাড়িতে একটি পার্টির আয়োজন করতে পারেন। তারপর সেখানে বান্ধবী বা অফিস কলিগদের আমন্ত্রণ জানান এবং সবাই মিলে গ্যালেন্টাইন ডে উদযাপন করতে পারেন।
সংসার, চাকরির চাপে যাদের সঙ্গে দেখা করতে পারছিলেন না, এই সুযোগে তাদের সঙ্গে দেখাও হয়ে যাবে। এ ছাড়া তাদের পছন্দের উপহার দিতে পারেন। সিনেমা দেখা, প্রিয় খাবার খেয়ে আনন্দময় সময় কাটাতে পারেন। সবাই একই রঙের শাড়ি পরতে পারেন। বিশেষ দিনটি ক্যামেরাবন্দি করে ফ্রেমে বাঁধাই করে রাখতে পারেন।
কলি