ঈদ আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে নতুন পোশাক কেনাকাটা। ঈদের নতুন সব আয়োজন নিয়ে এসেছে আমাদের দেশীয় ফ্যাশনহাউজগুলো। বর্তমানে অনলাইন মাধ্যমেও ঈদের কেনাকাটা চলছে। শাড়ি থেকে জুতা, গয়না থেকে কসমেটিকস—সবই পাওয়া যাচ্ছে ভার্চ্যুয়াল শপে। অনেকে এখন ঝক্কিঝামেলা এড়াতে অনলাইনেই কেনাকাটা সারছেন। বিভিন্ন পোশাক ও বাহারি বিজ্ঞাপন আর অফারে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিনতে পারেন পছন্দের পোশাকটি।

সারা লাইফস্টাইল
প্রতিবছর ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন থাকে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তে। সারা লাইফস্টাইল তাদের ওয়েবসাইটে রেখেছে মেয়েদের জন্য পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রি-পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস এবং ডেনিম। সারার এ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। অনলাইনে সারা’র নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক
.jpg)
অঞ্জন’স
ঈদকে আরও বেশি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে দেশের ফ্যাশন হাউজের অন্যতম অঞ্জন’স প্রতি বছর পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন। ইসলামিক, জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন। পোশাক প্যার্টানে চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে। ঢাকায় অঞ্জন’স-এর শাখা আছে উত্তরা, বেইলি রোড, মালিবাগ, বনানী, মিরপুর, ধানমন্ডি, এবং ওয়ারিতে। ওয়েবসাইট লিঙ্ক

টুয়েলভ ক্লদিং
এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে টুয়েলভ ক্লদিং। এথনিক ও ওয়েস্টার্ন– এই দুই ভাগে। পোশাকের ডিজাইনে রয়েছে একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সাইটের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচার। এর মাধ্যমে যে কোনও পোশাকের পেজে ঢুকে নিজের ছবি আপলোড করে ভার্চুয়াল ট্রায়াল দেওয়া যাবে। এছাড়াও রয়েছে কাঙ্ক্ষিত ড্রেসটির তুলনামূলক যাচাইয়ের সুবিধা। বেইলি রোড, বনশ্রী, খিলগাঁও, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, ওয়ারি, উত্তরা, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা, এবং গুলশান সব শাখায় পেয়ে যাবেন এবারের ঈদের পোশাক। ওয়েবসাইট লিঙ্ক

বিশ্বরঙ
ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইনের পোশাক। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে ঈদ আয়োজনে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে। ওয়েবসাইট লিঙ্ক
.jpg)
কে ক্র্যাফট
ঈদুল ফিতরকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সব বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের নতুন কিছু দেওয়ার জন্য কে-ক্র্যাফট ইতোমধ্যে নানা ধরনের পোশাক নিয়ে হাজির হয়েছে। মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলের সমন্বয় করেছে কে-ক্র্যাফট এবারের ঈদ আয়োজনে।আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, কাফতান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। ওয়েবসাইট লিঙ্ক

রঙ বাংলাদেশ
প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিম ভিত্তিক কালেশনের দিকেই মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’,‘টি’নালক উইভিং’ও ‘ডিলাইট ইন ডিজাইন - ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’,থিমগুলো নিয়ে কাজ করেছেন । রাজধানী জুড়ে রঙ বাংলাদেশ এর বর্ণীল অবস্থিতি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকলের জন্য পোশাক রয়েছে। রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে। ওয়েবসাইট লিঙ্ক
.jpg)
সেইলর
এবারের ঈদে সেইলরের কিডস এবং নিউবর্ন কালেকশনে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। ফ্যামিলি কালেকশন এবং সিবেলিং কালেকশনের সাথে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে থ্রি-পিস,টু-পিস কুর্তি, ঘাগরা চোলি নানা ধরনের পোশাক আনা হয়েছে। পোশাকগুলোতে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। ওয়েবসাইট লিঙ্ক
কলি