ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

মাতৃভাষা দিবসে অঞ্জন’স

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম
মাতৃভাষা দিবসে অঞ্জন’স
ছবি: অঞ্জন’স

২১ শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনকে কেন্দ্র করে অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে।

কালো, সাদা, লাল এই তিন রঙ প্রাধান্য দিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। সব বয়সীদের জন্য পোশাক করা হয়েছে এবারের আয়োজনে। ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও শিশু কিশোরদের জন্য পাঞ্জাবি ও ফ্রক করা হয়েছে এবারের মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজনে। পোশাকগুলো অঞ্জন’স এর সকল শোরুম ও অঞ্জন’স অনলাইন ষ্টোর এ পাওয়া যাচ্ছে।

কলি 

খুলনাতে টুয়েলভের নতুন আউটলেট উদ্বোধন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
খুলনাতে টুয়েলভের নতুন আউটলেট উদ্বোধন
ছবি: সংগৃহীত


ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। গেলো ২০ মার্চ, বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় নতুন করে আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে পুরোদমে যাত্রা শুরু করে। 

এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউলেটের নতুন করে উদ্বোধন করা হয়। এসময় টুয়েলভের মজিদ স্মরনী সংলগ্ন এই আউটলেটে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়। 

এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোষাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোষাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। খুলনা মহানগরী এবং এর আশেপাশের এলাকাগুলোতে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধার কথা  মাথায় রেখেই এই আউটলেটটি খুলেছে টুয়েলভ কতৃপক্ষ।
 
এসময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মোঃ মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আউটলেটের শুভ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নতুন করে উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কতৃপক্ষ। মাত্র ১০,০০০ টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন ১,০০০ টাকার গিফট ভাউচার। অর্থাৎ গিফট ভাউচারের ১,০০০ টাকা দিয়ে ক্রেতারা অতিরিক্ত কেনাকাটা করে নিতে পারবেন খুব সহজেই।

/রিয়াজ

 

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় বই ‘হজ ও ওমরাহ গাইড’

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় বই ‘হজ ও ওমরাহ গাইড’
ছবি: সংগৃহীত

যারা হজ ও ওমরাহ করবেন, তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি বই ‘হজ ও ওমরাহ গাইড’। লিখেছেন গাজী মুনছুর আজিজ। প্রকাশ করেছে বাবাই পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটিতে হজ ও ওমরাহর যাবতীয় তথ্য রয়েছে। এ ছাড়া মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবিসহ বর্ণনা আছে। সঙ্গে আছে মক্কা ও মদিনার প্রয়োজনীয় নানা তথ্য।

বইটি সম্পর্কে অভিমত দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি, সাবেক মহাসচিব ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ সরদার। তাদের অভিমত, বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় যাবেন, তাদের জন্য সহায়ক হিসেবে বইটি কাজে আসবে।

বইটির দাম ২৫০ টাকা। 
প্রাপ্তিস্থান: আল-ইসলাম ব্রাদার্স, ১নং উত্তর গেট, দোকান-১, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ঢাকা।

অনলাইনে পাবেন: রকমারি ডটকম এবং বাতিঘর ডটকম 

 কলি 

অনলাইনে ঈদের পোশাক কোথায় কিনবেন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইনে ঈদের পোশাক কোথায় কিনবেন
ছবি: সংগৃহীত

ঈদ আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে নতুন পোশাক কেনাকাটা। ঈদের নতুন সব আয়োজন নিয়ে এসেছে আমাদের দেশীয় ফ্যাশনহাউজগুলো। বর্তমানে অনলাইন মাধ্যমেও ঈদের কেনাকাটা চলছে। শাড়ি থেকে জুতা, গয়না থেকে কসমেটিকস—সবই পাওয়া যাচ্ছে ভার্চ্যুয়াল শপে। অনেকে এখন ঝক্কিঝামেলা এড়াতে অনলাইনেই কেনাকাটা সারছেন। বিভিন্ন পোশাক ও বাহারি বিজ্ঞাপন আর অফারে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিনতে পারেন পছন্দের পোশাকটি।

সারা লাইফস্টাইল
প্রতিবছর ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন থাকে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তে। সারা লাইফস্টাইল তাদের ওয়েবসাইটে রেখেছে মেয়েদের জন্য পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রি-পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস এবং ডেনিম। সারার এ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। অনলাইনে সারা’র নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার  করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক 

অঞ্জন’স 
ঈদকে আরও বেশি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে দেশের ফ্যাশন হাউজের অন্যতম অঞ্জন’স প্রতি বছর পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন। ইসলামিক, জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন। পোশাক প্যার্টানে চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে।  ঢাকায় অঞ্জন’স-এর শাখা আছে উত্তরা, বেইলি রোড, মালিবাগ, বনানী, মিরপুর, ধানমন্ডি, এবং ওয়ারিতে। ওয়েবসাইট লিঙ্ক 

টুয়েলভ ক্লদিং  
এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে টুয়েলভ ক্লদিং। এথনিক ও ওয়েস্টার্ন– এই দুই ভাগে। পোশাকের ডিজাইনে রয়েছে একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সাইটের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচার। এর মাধ্যমে যে কোনও পোশাকের পেজে ঢুকে নিজের ছবি আপলোড করে ভার্চুয়াল ট্রায়াল দেওয়া যাবে। এছাড়াও রয়েছে কাঙ্ক্ষিত ড্রেসটির তুলনামূলক যাচাইয়ের সুবিধা। বেইলি রোড, বনশ্রী, খিলগাঁও, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, ওয়ারি, উত্তরা, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা, এবং গুলশান সব শাখায় পেয়ে যাবেন এবারের ঈদের পোশাক। ওয়েবসাইট লিঙ্ক

বিশ্বরঙ
ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইনের পোশাক। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে ঈদ আয়োজনে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে। ওয়েবসাইট লিঙ্ক

কে ক্র্যাফট 
ঈদুল ফিতরকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সব বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের নতুন কিছু দেওয়ার জন্য কে-ক্র্যাফট ইতোমধ্যে নানা ধরনের পোশাক নিয়ে হাজির হয়েছে। মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলের সমন্বয় করেছে কে-ক্র্যাফট এবারের ঈদ আয়োজনে।আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, কাফতান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। ওয়েবসাইট লিঙ্ক

রঙ বাংলাদেশ 
প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিম ভিত্তিক কালেশনের দিকেই মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’,‘টি’নালক উইভিং’ও ‘ডিলাইট ইন ডিজাইন - ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’,থিমগুলো নিয়ে  কাজ করেছেন । রাজধানী জুড়ে রঙ বাংলাদেশ এর বর্ণীল অবস্থিতি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকলের জন্য পোশাক রয়েছে।  রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে। ওয়েবসাইট লিঙ্ক 

সেইলর
এবারের ঈদে সেইলরের কিডস এবং নিউবর্ন কালেকশনে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। ফ্যামিলি কালেকশন এবং সিবেলিং কালেকশনের সাথে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে থ্রি-পিস,টু-পিস কুর্তি, ঘাগরা চোলি নানা ধরনের পোশাক আনা হয়েছে।  পোশাকগুলোতে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফ্যাব্রিক  ব্যবহার করা হয়েছে।  পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। ওয়েবসাইট লিঙ্ক

 কলি

ঈদে পরিপাটি ঘর

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম
ঈদে পরিপাটি ঘর
ছবি: সংগৃহীত

ঈদের সময় অনেকেই ঘরের সাজে পরিবর্তন আনেন। অল্প খরচে টুকটাক কিছু জিনিস যোগ-বিয়োগ করেই ঘরে আনা যায় নতুনত্ব। মনের হাওয়া বদল নির্ভর করে ঘরবাড়ির সৌন্দর্যের ওপর। কাজেই ঈদের পবিত্র দিনটিতে বাড়ি সুন্দর থাকুক, সেই সঙ্গে মনও থাকুক ভালো। 

ঘর পরিষ্কার 
ঈদ উপলক্ষে গৃহসজ্জার শুরুটা হতে পারে ঘরের পরিচ্ছন্নতা দিয়ে। আসবাবের ধুলোবালি পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন ফার্নিচার ক্লিনার। সুপারশপে এখন লিকুইড ফার্নিচার ক্লিনার পাওয়া যায়। আর আসবাব বেশি পুরোনো হলে ঈদ উপলক্ষে আরেকবার পলিশ করে নিতে পারেন। ঘরের ইনডোর প্ল্যান্টসগুলো দু-চার দিন আগেই ধুয়ে বা মুছে পরিষ্কার করে নিন। বেসিনে সাবানের পরিবর্তে লিকুইড হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। অবশ্যই একটি পরিষ্কার তোয়ালে রাখতে ভুলবেন না। 

ঘরে সুগন্ধি ব্যবহার করুন
বাড়িতে আনন্দদায়ক পরিবেশ আনতে সুগন্ধ দিয়ে ভরে ফেলুন। গোলাপ, জুঁই বা চন্দনের মতো সুগন্ধি বেছে নিন। পরিবেশের কথা মাথায় রেখে সুগন্ধি মোমবাতি ব্যবহার না করে ব্যবহার করতে পারেন আর্টিফিশিয়াল ক্যান্ডেল। সুগন্ধযুক্ত ক্যান্ডেল ব্যবহারে ঘরজুড়ে সুগন্ধ ছড়িয়ে পড়বে।

ড্রয়িং রুম
ঈদের দিনে অতিথিরা অন্য ঘরের তুলনায় বসার ঘরেই বেশি সময় থাকেন। তাই অন্দরসজ্জায় বসার ঘরকেই বেশি গুরুত্ব দিতে হবে। ঈদের দিন ড্রয়িং রুমের টেবিলে একটি বড় ক্রিস্টালের পাত্রে পানি রেখে তাজা ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। এর সঙ্গে ফ্লোটিং ক্যান্ডেল রাখতে পারেন। বসার ঘর উজ্জ্বল ও হালকা রঙের মিশেলে সাজাতে পারেন। রুমে চমক আনতে বদলে নিন আপনার সোফার কুশন কভারগুলো। সোফার গদির রং হালকা হলে কুশন কভারের রং গাঢ় নিতে পারেন।

সিকুইনের কুশনের ব্যবহার করতে পারেন। চাঁদ, তারা বা মিনারের ডিজাইন করা কুশন কভার পাওয়া যায়। বাড়ির সব রুমের সব পর্দা একই রকম না করে কয়েকটি প্যাস্টেল শেড মিলিয়ে সাজাতে পারেন। এতে নরম ও কোমল ভাব আসবে। এ ছাড়া রুমে নতুন রূপ দিতে ডেকোরেটিভ লাইট ঝুলিয়ে দিতে পারেন। কর্নারে শেলফে বা শো কেসে নতুন শোপিস যোগ করুন।

বড় অ্যাকুরিয়াম যদি দেখাশোনা করতে ঝামেলা হয়, তাহলে ছোট গ্লাসের জারে দু-একটি মাছ রাখতে পারেন। কিংবা সুন্দর কোনো জারে একটু পানি দিয়ে ভাসিয়ে রাখতে পারেন কৃত্রিম পদ্মফুল। কয়েকটি গাছ এনে রাখতে পারেন রুমে। বাথরুমের সামনে রাখা পাপোশ পরিবর্তন করতে পারেন। 

শোবারঘর 
বেডরুম সাজাতে আসবাবপত্র একটু এদিক-ওদিক সরিয়ে নতুনভাবে সাজিয়ে নিতে পারেন। বিছানার চাদর, পর্দা, কুশন কভার ইত্যাদি পরিবর্তন করে নিলে আপনার শোবার ঘরটি হয়ে উঠবে বেশ আকর্ষণীয়। বিছানার পাশের সাইড টেবিলে কিছু তাজা ফুল রেখে দিলে সুগন্ধ ছড়িয়ে পড়বে ঘরজুড়ে। ঘরে ঢুকলে সবার প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো বিছানার চাদর। তাই বিছানার চাদরটি যদি হয় আপনার ঘর, ঘরের আসবাব, বিছানা সবকিছুর সঙ্গে মানানসই এবং রুচিসম্মত তাহলে দেখবেন ঘরে ঢুকলেই সুন্দর এক অনুভূতি হবে।

বিছানায় হালকা ও চোখের আরাম দেবে, এমন রঙের চাদর ভালো লাগবে। আবার গাঢ় রং ব্যবহারে আসে উৎসবের ভাব। শোবার ঘরের বিছানার চাদরগুলোয় সুতি কাপড়ের প্রাধান্য দিন, এতে নতুনত্বের পাশাপাশি স্বস্তি ও আরাম পাবেন। ঈদের আগেই আপনার বেড রুমের জন্য বিছানার চাদরের সঙ্গে মিলিয়ে পর্দা কিনে ফেলতে পারেন। অথবা এক রুমের পর্দা আরেক রুমে দিয়েও পুরো বাসার চেহারায় নতুনত্ব আনা যায়।

দেয়াল
ঘরের দেয়ালে রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। তা ছাড়া ঈদের সাজে ঘরের দেয়ালেও আনতে পারেন ভিন্নতা। ওয়ালপেপার দিয়ে মুড়ে দিতে পারেন আপনার পুরোনো দেয়াল। তবে পুরো ঘর ওয়াল পেপার দিয়ে ঢেকে দেওয়াটা ভালো দেখাবে না। ঈদের আগে বসার ঘর, সামনের রুমের দেয়াল টেক্সচার কিংবা এম্বোস জাতীয় ওয়ালপেপার দিয়ে মুড়ে দিতে পারেন। দেয়ালে টাঙান প্রাকৃতিক কোনো ছবি, পছন্দসই ওয়ালমেট, কারুকাজ করা কোনো নকশিকাঁথা অথবা এরকম কোনো ভাস্কর্য।

 এ ছাড়া ঘরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ঘরের দেয়ালের এক কোণায় নিজেদের ফ্যামিলি ছবির ফ্রেম দিয়ে ছবির গ্যালারি তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যা-ই করেন না কেন সেটা যেন আপনার রুচি আর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।

ডাইনিং রুম
ঈদের দিন শুধু খাবার পরিবেশনই নয়, আশপাশের আয়োজনও করতে হয় আকর্ষণীয়। খাবার ঘরের পর্দা হালকা সবুজ রং খুব ভালো মানায়। খাবার টেবিলে বিছিয়ে দিন টেবিল রানার, টেবিল ম্যাট এবং ম্যাচিং ন্যাপকিন। আর টেবিলের মাঝখানে রেখে দিতে পারেন আকর্ষণীয় ফলের ঝুড়িতে কিছু তাজা কিছু ফল। প্লেট, গ্লাসসহ যাবতীয় তৈজসপত্রে রাখুন নান্দনিকতার ছোঁয়া। ঈদের আমেজ ধরে রাখতে বেছে নিতে পারেন মোগল ও পারস্যের নকশা করা তৈজসপত্র। বিভিন্ন জ্যামিতিক প্যাটার্নের তৈজসপত্রও ইদানীং বেশ চলছে।

আর আপনি যদি হন দেশীয় পণ্য প্রিয় বাঙালি, তবে প্রাচীন ঐতিহ্য টেরাকোটার তৈজসপত্রে ভিন্ন আঙ্গিকে অতিথিদের খাবার পরিবেশন করুন। টেরাকোটার তৈজসপত্র বেশ পরিবেশবান্ধব।

নানা ঢংয়ের আলো 
ডাইনিং টেবিলের ওপরে পেন্ড্যান্ট কিংবা শ্যান্ডেলেয়ার ধরনের লাইট ব্যবহার করতে পারেন। সবচেয়ে ট্রেন্ডি ডেকোর হচ্ছে ফেইরি লাইট। মাল্টি কালার লাইটের সঙ্গে সাদা এবং হলুদ ওয়ার্ম লাইট ব্যবহার করতে পারেন। রুমকে ঈদে স্পেশাল লুক দিতে একটি বোতলে কর্ক ফেইরি লাইট দিয়ে রেখে দিতে পারেন একটা সাইড টেবিলে, কিংবা সেন্টার টেবিলে অথবা ডাইনিং টেবিলে।

এ ছাড়া চাঁদ ও তারা আকারের ফেইরি লাইট জানালার সঙ্গে টাঙিয়ে দিতে পারেন। ছোট ইরানি ঝাড়বাতি বা টার্কিশ লাইট দিয়ে বসার ঘর বা খাবার ঘর সাজাতে পারেন। বাজেট কম হলে হ্যান্ডপেইন্ট করা লাইট ও বাঁশ দিয়ে তৈরি টেবিল ল্যাম্পে ঘরের আবহ পরিবর্তন করতে পারেন।

কলি

ঈদে সেইলরের কিডস কালেকশনে নতুন মাত্রা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম
ঈদে সেইলরের কিডস কালেকশনে নতুন মাত্রা
ছবিঃ সেইলর

এবারের ঈদে সেইলরের কিডস এবং নিউবর্ন কালেকশনে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। ফ্যামিলি কালেকশন এবং সিবেলিং কালেকশনের সাথে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে থ্রি-পিস,টু-পিস কুর্তি, ঘাগরা চোলি নানা ধরনের পোশাক আনা হয়েছে।  পোশাকগুলোতে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফ্যাব্রিক  ব্যবহার করা হয়েছে । 

এছাড়াও ভিসকস ফ্যাব্রিক, রেয়ন, রেয়ন জ্যাকার্ড, সেইলর ক্রাফটেড ব্লেন্ডেড কালেকশনের শর্ট টপস,পাঞ্জাবি ও আধুনিক প্যাটার্নের শার্ট রয়েছে।

ঈদে পার্টিসাজে সাজাতে শিশুদের জন্য পার্টি ফ্রক ও টিনএজদের জন্য পার্টি স্যুটের কালেকশন রয়েছে। সেইসঙ্গে ডেকোরেটিভ নেট, প্রিন্টেড কটন সাটিন, সেইলর প্রিমিয়াম জ্যাকার্ড, কটন রেয়ন জ্যাকার্ড, সেইলর গ্রিড লাক্সারিয়াস, সেইলর লুম জ্যাকার্ড, সেইলর মিলাঞ্জ ব্লেন্ড ব্লিস, থ্রিডি এপ্লিক ফ্লাওয়ার নেট এবং সিকুয়েন্স নেট ফ্যাব্রিক পার্টি কালেকশন, যুক্ত করেছে নতুন মাত্রা। 

এই ফ্যাব্রিকগুলো শিশুদের ঈদসাজে দিবে ট্রেন্ডিলুক। আরাম এবং স্থায়ীত্বের নিশ্চয়তা সাথে থাকছে গুণগত মান আর স্টাইলের পরিপূর্ণতা। সেইলরের ঈদের সকল কিডস এবং নিউবর্ন কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেটে ও অনলাইনে।

/ফারজানা ফাহমি