
নিজেকে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ একটু বেশিই। দেশের ফ্যাশন হাউসগুলোও তাই ট্রেন্ডি ফ্যাশনের দিকটি মাথায় রেখে সাজায় তাদের পোশাকের সংগ্রহ। দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভও এর ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের সংগ্রহ একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে তারা।
টুয়েলভ ঈদের কালেকশনে সবসময়ই ঋতুবৈচিত্র্যের বিষয়কে প্রাধান্য দিয়ে পোশাক নকশা করে। এথনিক ও ওয়েস্টার্ন—এ দুটি ভাগে নতুনত্ব এনেছে ব্র্যান্ডটি।
এবারের ঈদপোশাকের ডিজাইনের মধ্যে রাজকীয় ছোঁয়াও রয়েছে। ঈদকে মাথায় রেখে পুরো কালেকশনকেজামদানি মোটিফ ইন্সপায়ার্ড কালেকশন, পিক্সেল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, মুঘল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, ফ্লোরাল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন ভাগে ভাগ করা হয়েছে।
আদি মুঘল আমলের বিভিন্ন তৈজসপত্রের উপর অলংকৃত নকশা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্ জামদানির কারিগরদের সুনিপুণ দক্ষতায় রচিত নকশাগুলো থেকে এবারের ঈদের কালেকশনে দেখা যাবে। মুঘল আমলের নকশা থেকে একটা ফ্লোরাল কালেকশনে মধ্য দিয়ে পিক্সেলের জ্যামিতিক নকশাই রূপান্তরিত হয়েছে।।
নারী, পুরুষ ও কিডস—এই তিন ক্যাটাগরিতে কালেকশন সাজানো হয়েছে। মেয়েদের সেলোয়ার কামিজ, কুর্তির পাশাপাশি কো অর্ড সেট, থ্রি পিস সেট, এথনিক গাউন, টু পিস সেট, এথনিক টপ, ফিউশন কুর্তি সহ আর বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে। ছেলেদের পায়জামা-পাঞ্জাবির সম্পূর্ণ সেটসহ সামঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কটিও বাজারে এনেছে তারা।এছাড়া ছেলে শিশুদের পাঞ্জাবি, মেয়ে শিশুদের ফ্রক, টু পিস, সেলোয়ার কামিজ'র পাওয়া যাবে। মেয়েদের বিভিন্ন রেঞ্জের কুর্তির পাশাপাশি কো–অর্ড সেট, টপ, ফিউশন কুর্তিসহ বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে টুয়েলভের পুরো ঈদ আয়োজন।
গরমের কথা মাথায় রেখে পুরো ঈদ কালেকশনে সুতি কাপড়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে জর্জেট, শিফন, হাফ সিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মিক্স কটন, জর্জেট, ডাবল জর্জেট, ব্রেন্ডেড সিল্ক, জ্যাকার্ডেসহ বিভিন্ন ফেব্রিকও রয়েছে। নানা ধরনের প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণ রয়েছে পোশাকগুলোতে।
শিশুদের জন্য বড় কালেকশন সাজানো হয়েছে। নবজাতক থেকে শুরু করে টিনেজার ছেলে ও মেয়ের জন্য রয়েছে আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক। এবারের ঈদে অন্যতম আকর্ষণ হলো টুয়েলভের কম্বো প্যাকেজ; যেখানে মা–মেয়ে ও বাবা–ছেলের জন্য একই ধরনের কাপড় নিয়ে এসেছে তারা। পরিবারের কাছের মানুষদের সঙ্গে একই নকশার পোশাক পরার আনন্দটা আলাদা। টুয়েলভের সব আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে ঈদ কালেকশন।
কলি