ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঈদে নতুন কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিং

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
ঈদে নতুন কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিং
ছবি: টুয়েলভ ক্লদিং

নিজেকে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ একটু বেশিই। দেশের ফ্যাশন হাউসগুলোও তাই ট্রেন্ডি ফ্যাশনের দিকটি মাথায় রেখে সাজায় তাদের পোশাকের সংগ্রহ। দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভও এর ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের সংগ্রহ একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে তারা।

টুয়েলভ ঈদের কালেকশনে সবসময়ই ঋতুবৈচিত্র্যের বিষয়কে প্রাধান্য দিয়ে পোশাক নকশা করে। এথনিক ও ওয়েস্টার্ন—এ দুটি ভাগে নতুনত্ব এনেছে ব্র্যান্ডটি।

এবারের ঈদপোশাকের ডিজাইনের মধ্যে রাজকীয় ছোঁয়াও রয়েছে। ঈদকে মাথায় রেখে পুরো কালেকশনকেজামদানি মোটিফ ইন্সপায়ার্ড কালেকশন, পিক্সেল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, মুঘল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, ফ্লোরাল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন ভাগে ভাগ করা হয়েছে।

আদি মুঘল আমলের বিভিন্ন তৈজসপত্রের উপর অলংকৃত নকশা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্ জামদানির কারিগরদের সুনিপুণ দক্ষতায় রচিত নকশাগুলো থেকে এবারের ঈদের কালেকশনে দেখা যাবে। মুঘল আমলের নকশা থেকে একটা ফ্লোরাল কালেকশনে মধ্য দিয়ে পিক্সেলের জ্যামিতিক নকশাই রূপান্তরিত হয়েছে।।

 

নারী, পুরুষ ও কিডস—এই তিন ক্যাটাগরিতে কালেকশন সাজানো হয়েছে। মেয়েদের সেলোয়ার কামিজ, কুর্তির পাশাপাশি কো অর্ড সেট, থ্রি পিস সেট, এথনিক গাউন, টু পিস সেট, এথনিক টপ, ফিউশন কুর্তি সহ আর বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে।  ছেলেদের পায়জামা-পাঞ্জাবির সম্পূর্ণ সেটসহ সামঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কটিও বাজারে এনেছে তারা।এছাড়া ছেলে শিশুদের পাঞ্জাবি, মেয়ে শিশুদের ফ্রক, টু পিস, সেলোয়ার কামিজ'র পাওয়া যাবে।  মেয়েদের বিভিন্ন রেঞ্জের কুর্তির পাশাপাশি কো–অর্ড সেট, টপ, ফিউশন কুর্তিসহ বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে টুয়েলভের পুরো ঈদ আয়োজন।


 
গরমের কথা মাথায় রেখে পুরো ঈদ কালেকশনে সুতি কাপড়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে জর্জেট, শিফন, হাফ সিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মিক্স কটন, জর্জেট, ডাবল জর্জেট, ব্রেন্ডেড সিল্ক, জ্যাকার্ডেসহ বিভিন্ন ফেব্রিকও রয়েছে। নানা ধরনের প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণ রয়েছে পোশাকগুলোতে।

শিশুদের জন্য বড় কালেকশন সাজানো হয়েছে। নবজাতক থেকে শুরু করে টিনেজার ছেলে ও মেয়ের জন্য রয়েছে আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক। এবারের ঈদে অন্যতম আকর্ষণ হলো টুয়েলভের কম্বো প্যাকেজ; যেখানে মা–মেয়ে ও বাবা–ছেলের জন্য একই ধরনের কাপড় নিয়ে এসেছে তারা। পরিবারের কাছের মানুষদের সঙ্গে একই নকশার পোশাক পরার আনন্দটা আলাদা। টুয়েলভের সব আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে ঈদ কালেকশন।

 কলি

 

ছোলা খাওয়ার উপকারিতা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৬:০৪ পিএম
ছোলা খাওয়ার উপকারিতা
ছোলা খাওয়ার উপকারিতা অনেক। ছবি: আদিব আহমেদ

রোজার মাসে ইফতারের পাতে ছোলা থাকবেই। স্বাস্থ্যসচেতন অনেক মানুষের কাছেই ছোলার একটা আলাদা কদর রয়েছে। পুষ্টিগুণে ভরপুর ছোলাকে সিদ্ধ ও কাঁচা দুভাবেই খাওয়া যায়। তবে বহুল প্রচলিত এই খাবারের পুষ্টিমান, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকের।
 
ছোলার পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম ছোলায় আছে প্রায় ১৮ গ্রাম প্রোটিন, ৬৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৫ গ্রাম ফ্যাট, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৯২ মাইক্রোগ্রাম ভিটামিন এ। আর আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি১, বি২, বি৬। এ ছাড়া ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার ও আয়রন রয়েছে।

যেভাবে খাবেন 
ছোলা কাঁচা অথবা সিদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। খাওয়ার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ছোলা সারারাত ভিজিয়ে রাখতে হবে বা অন্তত ৬ ঘণ্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে। এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে। না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া ছোলা থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যাবে তা নির্ভর করে সেটি কীভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার ওপর। ছোলায় তেল, মসলা দিয়ে যেভাবে রান্না করা হয়, সেটা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। তাই ছোলা ভুনা করে পুষ্টিগুণ নষ্ট না করে বরং সিদ্ধ করে এর সঙ্গে টমেটো, শসা, চাটমসলা এবং অল্প অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে মিশিয়ে খেতে পারেন। ছোলার সঙ্গে টকদই এবং বিভিন্ন সালাদ মিশিয়ে খেলে উপকার পাবেন।

উপকারিতা 
ছোলায় রয়েছে ‘বিউটারেট’নামক ফ্যাটি অ্যাসিড। এই ‘ফ্যাটি অ্যাসিড’ মানুষের শরীরের রোগাক্রান্ত ও মৃতপ্রায় কোষ দমন করে, যাতে সুস্থ কোষগুলো সুরক্ষিত থাকে। এভাবেই ‘কলোরেক্টাল ক্যানসার’ দমন করে ছোলা। ছোলার বিভিন্ন রাসায়নিক উপাদান ক্যানসার ও টিউমারের বৃদ্ধি রোধ করে।

ছোলায় রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। যা হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। বয়সকালে হাড়ের নমনীয়তা ধরে রাখতেও এই উপাদানগুলোর গুরুত্ব অনেক। আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসের সমস্যা প্রতিরোধ করতে চাইলে নিয়মিত ভেজানো ছোলা খেতে হবে।

নারীদের মধ্যে অনেকেই রক্তস্বল্পতায় ভোগেন। কাঁচা ছোলার আয়রন লোহিত রক্তকণিকা উৎপাদন করে, এনিমিয়ার সমস্যা রোধ করে। তাই নিয়মিত ভেজানো ছোলা খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে।
সিদ্ধ ছোলা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়।

উচ্চ প্রোটিন-সমৃদ্ধ হওয়ায় এটি মাংসপেশি গঠনে সাহায্য করে। ফাইবার থাকার কারণে হজমের সমস্যা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর। এটি শক্তি বৃদ্ধি করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।

 কলি

 

রোজার মাসে অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে বিরত রাখার উপায়

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
রোজার মাসে অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে বিরত রাখার উপায়
ছবি: আদিব আহমেদ

রমজান মাসে সুস্থ থাকার গুরুত্ব অনেক বেশি। রমজানে আমাদের খাবার বেশি খাওয়া হয়। অতিরিক্ত খাদ্যগ্রহণের অভ্যাসের কারণে বেড়ে যেতে পারে শরীরের ওজন, দেখা দিতে পারে অন্যান্য শারীরিক সমস্যা। অলস সময় বা পরিস্থিতির কারণে এমন হলে নিয়ন্ত্রণ করতে হবে খাদ্যাভ্যাস।

পরিমাণে কম নেওয়া
একসঙ্গে সব খাবার প্লেটে নেওয়া থেকে বিরত থাকুন। আর যদি সব আইটেম খেতে চান, তবে পরিমাণে অল্প নেবেন। সম্ভব হলে ছোট প্লেটে খাবার খাবেন।

খেতে হবে সময়মতো
খাদ্যগ্রহণের সময় যেন নির্দিষ্ট থাকে। নিয়মে অভ্যস্ত না হলে স্বাভাবিকের চেয়ে বেশি খাবার গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। শরীর সময়মতো খাবার না পেলে নিজেই অতিরিক্ত চাহিদা তৈরি করে রাখে। ফলে খাবার সামনে এলে আপনি মানসিকভাবেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেশি খেতে চাইবেন। ফলে প্রতিদিন ইফতার ও সাহরিতে নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে।

ধীরে ধীরে খাবার খাওয়া 
লোভনীয় সব খাবার এড়াতে ধীরে ধীরে খান। খাবার ভালোভাবে চিবিয়ে খান। এতে খাওয়া শেষে তৃপ্তি পাবেন, পাশাপাশি বাড়তি খাবার খাওয়ার সুযোগও থাকবে না।

খাবারকে না বলুন
আমরা সাধারণত যে খাবার পছন্দ করি বা খেতে ভালোবাসি, সেটাই একটু বেশি খাই। ক্ষতিকর খাওয়ার ক্ষেত্রে ‘না’ বলতে শিখুন। ভাজাভুজি, রিচ ফুড, ফাস্টফুড আর অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ করা থেকে রিবত থাকুন।

সাহরি খাওয়া
সাহরির খাবার দীর্ঘসময়ের জন্য শরীরে শক্তি সরবরাহ করে। এ সময়  ফল, সবজি, বাদাম এবং কিশমিশ, ওটস ইত্যাদি উচ্চ ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট খাবার বেছে নিন। এ ছাড়া  ডিম, দুধ, মুরগির মাংস বা ডাল দিয়ে প্রোটিন পূরণ করার চেষ্টা করুন। এসব খাবার রোগপ্রতিরোধ ক্ষমতাকে যেমন করবে শক্তিশালী, তেমনি আপনার সুগার লেভেলকে ঠিক রাখবে। খাদ্য হজমে সহায়তা করবে। সারাদিন সতেজ রাখবে। 

বাড়িতে ইফতার করুন
ইফতারের জন্য বাড়িতে রান্না করা খাবার বেছে নিন। অতিরিক্ত খাওয়া রোধ করার সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকে ইফতারে কী খাবেন তা ঠিক করে রাখা। খেজুরের মতো হালকা কিছু দিয়ে ইফতার খাওয়া শুরু করুন। বেশি করে পানি খান। রেস্টুরেন্টগুলোর অফারে প্ল্যাটার দিয়ে ইফতার করা থেকে বিরত থাকুন।

খাওয়ায় হতে হবে মনোযোগী
খাবার গ্রহণে মনোযোগী হতে হবে। অধিকাংশ সময় দেখা যায়, কম্পিউটার-ল্যাপটপে কোনো কাজ করতে করতে, টিভি দেখতে দেখতে বা মুঠোফোনে কথা বলতে বলতে খাই। এমনটা কোনোমতেই করা যাবে না। খাওয়ায় মন না দিয়ে বেশি সময় ব্যয় করে যখন খাবেন, তখন বেশিই খেতে মন চাইবে। নির্দিষ্ট টেবিলে বা জায়গায় বসে মন দিয়ে সময় নিয়ে খেতে হবে।

খাওয়ার আগে পানি পান করুন
ইফতার ও সাহরি যেকোনো খাবারের আগে এক গ্লাস পানি পান করুন। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়িয়ে নিন। দুই-তিন গ্লাস পানি পানের অভ্যাস গড়ে তোলা ভালো। এটি অতিরিক্ত খাওয়া থেকে রক্ষা করবে।

পরিমিত ও সুষম খাবার 
অতিরিক্ত খাবার খাওয়া থেকে মুক্তির পথ হলো ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার। সুতরাং সব খাবার বাদ না দিয়ে বরং প্রয়োজনীয় খাবারগুলো চাহিদার অতিরিক্ত না খাওয়াই ভালো। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, নিজে সিদ্ধান্ত না নিয়ে বরং একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন। তিনিই দিতে পারেন সুষম খাবারের তালিকা।
 
বেঁচে যাওয়া খাবার না খাওয়া 
খাবার নষ্ট করা মোটেও ভালো না। তবে তার মানে এই না যে, আপনি আপনার শিশুদের ফেলে রাখা খাবারও খেয়ে ফেলবেন। কম রান্না করুন। এতে করে খাবার নষ্ট হবে না। এর পরও যদি খাবার থেকে যায়, সেগুলো পশুপাখিকে খাওয়াতে পারেন।

 কলি

খুলনাতে টুয়েলভের নতুন আউটলেট উদ্বোধন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
খুলনাতে টুয়েলভের নতুন আউটলেট উদ্বোধন
ছবি: সংগৃহীত


ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। গেলো ২০ মার্চ, বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় নতুন করে আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে পুরোদমে যাত্রা শুরু করে। 

এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউলেটের নতুন করে উদ্বোধন করা হয়। এসময় টুয়েলভের মজিদ স্মরনী সংলগ্ন এই আউটলেটে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়। 

এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোষাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোষাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। খুলনা মহানগরী এবং এর আশেপাশের এলাকাগুলোতে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধার কথা  মাথায় রেখেই এই আউটলেটটি খুলেছে টুয়েলভ কতৃপক্ষ।
 
এসময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মোঃ মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আউটলেটের শুভ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নতুন করে উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কতৃপক্ষ। মাত্র ১০,০০০ টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন ১,০০০ টাকার গিফট ভাউচার। অর্থাৎ গিফট ভাউচারের ১,০০০ টাকা দিয়ে ক্রেতারা অতিরিক্ত কেনাকাটা করে নিতে পারবেন খুব সহজেই।

/রিয়াজ

 

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় বই ‘হজ ও ওমরাহ গাইড’

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় বই ‘হজ ও ওমরাহ গাইড’
ছবি: সংগৃহীত

যারা হজ ও ওমরাহ করবেন, তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি বই ‘হজ ও ওমরাহ গাইড’। লিখেছেন গাজী মুনছুর আজিজ। প্রকাশ করেছে বাবাই পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটিতে হজ ও ওমরাহর যাবতীয় তথ্য রয়েছে। এ ছাড়া মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবিসহ বর্ণনা আছে। সঙ্গে আছে মক্কা ও মদিনার প্রয়োজনীয় নানা তথ্য।

বইটি সম্পর্কে অভিমত দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি, সাবেক মহাসচিব ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ সরদার। তাদের অভিমত, বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় যাবেন, তাদের জন্য সহায়ক হিসেবে বইটি কাজে আসবে।

বইটির দাম ২৫০ টাকা। 
প্রাপ্তিস্থান: আল-ইসলাম ব্রাদার্স, ১নং উত্তর গেট, দোকান-১, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ঢাকা।

অনলাইনে পাবেন: রকমারি ডটকম এবং বাতিঘর ডটকম 

 কলি 

অনলাইনে ঈদের পোশাক কোথায় কিনবেন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইনে ঈদের পোশাক কোথায় কিনবেন
ছবি: সংগৃহীত

ঈদ আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে নতুন পোশাক কেনাকাটা। ঈদের নতুন সব আয়োজন নিয়ে এসেছে আমাদের দেশীয় ফ্যাশনহাউজগুলো। বর্তমানে অনলাইন মাধ্যমেও ঈদের কেনাকাটা চলছে। শাড়ি থেকে জুতা, গয়না থেকে কসমেটিকস—সবই পাওয়া যাচ্ছে ভার্চ্যুয়াল শপে। অনেকে এখন ঝক্কিঝামেলা এড়াতে অনলাইনেই কেনাকাটা সারছেন। বিভিন্ন পোশাক ও বাহারি বিজ্ঞাপন আর অফারে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিনতে পারেন পছন্দের পোশাকটি।

সারা লাইফস্টাইল
প্রতিবছর ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন থাকে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তে। সারা লাইফস্টাইল তাদের ওয়েবসাইটে রেখেছে মেয়েদের জন্য পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রি-পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস এবং ডেনিম। সারার এ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। অনলাইনে সারা’র নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার  করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক 

অঞ্জন’স 
ঈদকে আরও বেশি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে দেশের ফ্যাশন হাউজের অন্যতম অঞ্জন’স প্রতি বছর পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন। ইসলামিক, জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন। পোশাক প্যার্টানে চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে।  ঢাকায় অঞ্জন’স-এর শাখা আছে উত্তরা, বেইলি রোড, মালিবাগ, বনানী, মিরপুর, ধানমন্ডি, এবং ওয়ারিতে। ওয়েবসাইট লিঙ্ক 

টুয়েলভ ক্লদিং  
এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে টুয়েলভ ক্লদিং। এথনিক ও ওয়েস্টার্ন– এই দুই ভাগে। পোশাকের ডিজাইনে রয়েছে একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সাইটের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচার। এর মাধ্যমে যে কোনও পোশাকের পেজে ঢুকে নিজের ছবি আপলোড করে ভার্চুয়াল ট্রায়াল দেওয়া যাবে। এছাড়াও রয়েছে কাঙ্ক্ষিত ড্রেসটির তুলনামূলক যাচাইয়ের সুবিধা। বেইলি রোড, বনশ্রী, খিলগাঁও, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, ওয়ারি, উত্তরা, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা, এবং গুলশান সব শাখায় পেয়ে যাবেন এবারের ঈদের পোশাক। ওয়েবসাইট লিঙ্ক

বিশ্বরঙ
ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইনের পোশাক। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে ঈদ আয়োজনে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে। ওয়েবসাইট লিঙ্ক

কে ক্র্যাফট 
ঈদুল ফিতরকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সব বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের নতুন কিছু দেওয়ার জন্য কে-ক্র্যাফট ইতোমধ্যে নানা ধরনের পোশাক নিয়ে হাজির হয়েছে। মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলের সমন্বয় করেছে কে-ক্র্যাফট এবারের ঈদ আয়োজনে।আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, কাফতান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। ওয়েবসাইট লিঙ্ক

রঙ বাংলাদেশ 
প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিম ভিত্তিক কালেশনের দিকেই মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’,‘টি’নালক উইভিং’ও ‘ডিলাইট ইন ডিজাইন - ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’,থিমগুলো নিয়ে  কাজ করেছেন । রাজধানী জুড়ে রঙ বাংলাদেশ এর বর্ণীল অবস্থিতি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকলের জন্য পোশাক রয়েছে।  রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে। ওয়েবসাইট লিঙ্ক 

সেইলর
এবারের ঈদে সেইলরের কিডস এবং নিউবর্ন কালেকশনে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। ফ্যামিলি কালেকশন এবং সিবেলিং কালেকশনের সাথে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে থ্রি-পিস,টু-পিস কুর্তি, ঘাগরা চোলি নানা ধরনের পোশাক আনা হয়েছে।  পোশাকগুলোতে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফ্যাব্রিক  ব্যবহার করা হয়েছে।  পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। ওয়েবসাইট লিঙ্ক

 কলি