
শালীনতা বজায় রাখা এবং পর্দা করার উদ্দেশ্যে আবায়া ও হিজাব ব্যবহার করা হয়। তবে শালীনতা বজায় রেখে আবায়া ও হিজাবের সঙ্গে আজকাল গুরুত্ব পাচ্ছে ফ্যাশনের বিষয়টিও। আর তাই বোরকা ও হিজাবে নিত্যনতুন আসছে নতুনত্ব। যোগ হচ্ছে স্টাইল ও অনুষঙ্গ। ঈদ উপলক্ষে আবায়া ও হিজাবের খোঁজ জানাচ্ছেন- ফারজানা ফাহমি
সময়ের সাথে সাথে বোরকা ও হিজাবের প্রতি এখন অনেক নারীই আগ্রহী হয়ে উঠছেন। রোজকার যাতায়াত থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের মতো জমকালো অনুষ্ঠান, পার্টিতেও এখন অনেকেই আবায়া ও হিজাব পরতে পছন্দ করেন।
বিগত কয়েক বছরে দুনিয়াজুড়ে হিজাবি ফ্যাশনের ক্ষেত্রে দারুণ একটা বিপ্লব ঘটে গেছে। আমাদের দেশে নারীরা প্রতিদিনের কর্মস্থল, স্কুল-কলেজে হিজাব পরলেও আজকাল বিভিন্ন পার্টি থেকে শুরু করে অনেক বিয়ের অনুষ্ঠানে হিজাব পরতে দেখা যায়।
নানা রকম আবায়া
এক সময়ের শুধু কালো বোরকা ছাপিয়ে এখন বিভিন্ন ধরনের রঙ ও ডিজাইনের বোরকা পাওয়া যায় বাজারে। যার মধ্যে অন্যতম হল আবায়া। লং, সেমি লং আবায়া , কুচি দেয়া আবায়া , কোটি, কাফতান , আবায়া বোরকা, স্ট্রেচড আবায়া, ডাবল লেয়ার আবায়া সহ বিভিন্ন ডিজাইনের আবায়া এখন মার্কেট এ পাওয়া যায়। ঈদের জমকালো পার্টিতে পরতে পারেন পছন্দের আবায়া কিংবা কাফতান স্টাইলের বোরকা।
হিজাবে নতুনত্ব
আজকাল হিজাবের ডিজাইনের কোনো কমতি নেই বাজারে। নিত্যনতুন স্টাইলিশ হিজাব যেমন পাওয়া যাচ্ছে তেমনি বিভিন্ন ধরনের উপকরণ দিয়েও হিজাব বাঁধছেন নারীরা। কটন, সার্টিন, সুতি, জর্জেট, লিনেন, নেটসহ বিভিন্ন কাপড়ের হিজাব পাওয়া যায়। প্রিন্টের হিজাবের মধ্যে ডোরাকাটা, জ্যামিতিক এবং ফ্লাওয়ার প্রিন্ট এখন বেশ জনপ্রিয়। স্টাইলিশ হিজাবের মধ্যে পাওয়া যাবে শিমারি ম্যাক্সি হিজাব, কটন শিমারি সিক্যুয়েন্স হিজাব, স্টোন সেটিং হিজাব, গ্লিটার হিজাব, পার্টি হিজাব, নেট হিজাব প্রভৃতি। যারা হিজাব ভালোমতো বাঁধতে পারেন না, তারা কিনে নিতে পারেন রেডি হিজাব কিংবা টার্সেল হিজাব।
হিজাবের অনুষঙ্গ
হিজাবের সঙ্গে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের স্টাইলিশ হিজাব ক্যাপ, টিউব ক্যাপ প্রভৃতি পাওয়া যায়। এগুলো দিয়ে চুল সেট করে তার ওপর হিজাব বাঁধতে হবে। এতে হিজাব ভালোমতো সেট হবে আর দেখতেও সুন্দর লাগবে। বিভিন্ন ধরনের হিজাব ক্যাপের মধ্যে রয়েছে জিগজ্যাগ হিজাব ক্যাপ, পার্ট হিজাব ক্যাপ প্রভৃতি। হিজাব সেট করতে বর্তমানে লেসের ফুলের, পমপমের হিজাব পিন, স্টোন-পার্ল-পুঁতি পিন, ব্যান্ড, ঝুমকা, মালা, টিকলি হিজাব পিন প্রভৃতি পাওয়া যায়। এছাড়া স্টোন, পার্ল, ক্রিস্টাল, মেটাল, ডায়মন্ড কাট স্টোন সেটিং ব্রোচসহ বিভিন্ন ধরনের ব্রোচ দিয়েও সেট করতে পারেন হিজাব। জমকালো হিজাব ব্রোচ ব্যবহার করুন পার্টিতে। দৈনন্দিন ব্যবহারের জন্য বেছে নিন হালকা নকশার হিজাব পিন।
হিজাব ও আবায়া গুলো স্থানীয় মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া, ঢাকার বসুন্ধরা শপিং মল,নিউমার্কেট,গাউছিয়া ও বিভিন্ন অনলাইন পেজ থেকে পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন আপনার পছন্দ সই অবায়া ও হিজাব।
/ফারজানা ফাহমি