
ঈদের আনন্দের বেশ বড় একটা অংশজুড়েই থাকে বাহারি নকশার নতুন পোশাক। তাই দেশীয় ফ্যাশন হাউসগুলো ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনায় রেখে তৈরি করে থাকে নানা ডিজাইনের পোশাক। এবারের পোশাকের রং-ঢং আর ফ্যাশনে দেখা যাচ্ছে নতুনত্ব। আবহাওয়ার সঙ্গে মিল রেখে পোশাকের কাপড় আরামদায়ক করার প্রতি আছে বাড়তি মনোযোগ। খুব জমকালো নয় বরং হালকা নকশার পোশাক দেখা যাচ্ছে। পোশাকে কাট, ছাপা নকশা আর রঙে তুলে ধরা হয়েছে উৎসবের আমেজ।
নতুন পোশাকে ঈদ আনন্দ
ইতোমধ্যে অনেকেই হয়তো ঈদের পোশাক কিনে ফেলেছেন, আবার অনেকে কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ঈদের পোশাক কেনার আগে জেনে নেওয়া দরকার, এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে কোন পোশাকগুলো প্রাধান্য পেয়েছে। এবারের ব্যতিক্রম কাটছাঁটের সালোয়ার কামিজ দেখা যাচ্ছে এবারের ঈদ ফ্যাশনে। লম্বা, খাটো দুই ধরনের কামিজেরই রাজত্ব চলছে। এ ছাড়া গরমের কারণে ঢিলাঢালা পোশাক কো-অর্ড কামিজ প্যান্ট চলছে। বছরের শুরুতে ফ্যাশনে শ্রাগের ব্যবহার দেখা গেছে, সেটা ঈদ ফ্যাশনে অব্যাহত রয়েছে। টপস ও গাউনের গলা, হাতায় রয়েছে বৈচিত্র্যতা। শর্ট স্লিভ, কোয়ার্টার, সেমি কোয়ার্টার ও ফুল স্লিভ সব রকম হাতার পোশাকই রয়েছে। নতুনত্ব এসেছে নেক লাইনেও। বড় গোল গলা থেকে শুরু করে বোট নেক, ব্যান্ড কলার, হাইনেক, শেরোয়ানি, পাঞ্জাবি গলাসহ সবই দেখা যাচ্ছে এবারের ঈদের পোশাকে।
উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে পোশাকে লেইস, ফ্লেয়ার ও ফ্রিল ব্যবহার করা হয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়িদার, ডিভাইডার, পালাজ্জো, স্ট্রেইট প্যান্ট, ধুতি-সালোয়ার, সিগারেট প্যান্ট ও বেল বটম প্যান্ট রয়েছে। এ ছাড়া কুচি দিয়ে নকশা করা প্যান্টের ডিজাইন বেশ চলছে। কাপড়ের ক্ষেত্রে সুতি, লিনেন প্রাধান্য পেলেও নরম সিল্ক, ক্রেপড সিল্ক, ভিসকস, তাঁত, এন্ডি কটন ও সিল্ক, জর্জেট, মসলিন, হাফ সিল্ক কাপড়ের পোশাকের আধিক্য দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে জারদৌসি নকশার পোশাক বেশ দেখা যাচ্ছে।
পোশাকের নকশায় বিভিন্ন ধরনের প্রিন্টের সঙ্গে কারচুপি, এমব্রয়ডারি আর হাতের কাজের ফিউশন ঘটানো হয়েছে। ঈদের দিন গরমের আশঙ্কা থাকার কারণে সাদা ও বেজ রঙের প্রাধান্য রয়েছে। এই রঙের পাশাপাশি অলিভ, কফি, ল্যাভেন্ডার, গোলাপি, পিচ বাদামি, লাল, সবুজ, মেরুন প্রাধান্য পেয়েছে এবারের ঈদ আয়োজনে।
চলতি ধারার পোশাক
এবারও ঈদে উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনায় রেখে পোশাক এনেছে পরিচিত ব্র্যান্ডগুলো। পোশাকের কাপড়ে রাখা হয়েছে কটন, ডবি, জ্যাকার্ড, বিভিন্ন ধরনের জর্জেট, প্রিন্টেড কটন, প্রিন্টেড জর্জেট, নিট, ডেনিম, সাটিন, টিস্যু ইত্যাদি পোশাকগুলো ঈদের সাজে যোগ করবে আভিজাত্য। ঈদ কালেকশনে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, জর্জেট, সিল্ক, হ্যান্ডলুম কটন এবং ডিজাইন্ড কটনের মতো আরামদায়ক ফেব্রিক, যা গরমে আরাম দিয়ে পোশাকে আনবে উৎসবের আমেজ। এ ছাড়া সিল্ক, সাটিন, অরগাঞ্জা এবং হাফ সিল্ক ব্যবহার করা হয়েছে, যাতে পোশাকগুলোর আরাম এবং আয়েশ বজায় থাকে।
পোশাকে বিভিন্ন মোটিফ ব্যবহার করে সৌন্দর্য বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে কাঁথা স্টিচ, ফ্লোরাল, মুঘল, জামদানি, ট্রাইবাল প্রিন্ট। এবারের ঈদ পোশাকের সংগ্রহে ফেব্রিক এবং রঙের সুন্দর একটি মিশেল রয়েছে। যা এই গরমে শরীরের আরাম নিশ্চিত করবে। বিভিন্ন ফ্যাশন হাউসে সুতি, ব্লেনডেড, আর্টিফিশিয়াল সিল্ক, মসলিন সিল্ক এবং ক্রেপড সিল্ক ব্যবহার করা হয়েছে, যা পোশাকগুলোকে আরামদায়ক এবং ট্রেন্ডি করে তোলে। দামও সব ধরনের ক্রেতার জন্য সাশ্রয়ী রাখা হয়েছে। এ ছাড়া ছেলেদের পোশাকে আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্টের পাশাপাশি বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
উৎসবে ফ্যাশন হাউজগুলো
যেকোনো উৎসবে ফ্যাশন হাউসগুলোর আয়োজনের কমতি থাকে না। এবারের ঈদে ভিন্ন ধাঁচের পোশাক তৈরি করে নিজেদের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন দেশের অন্যতম ফ্যাশন হাউস সারা লাইফস্টাইল। তাদের পার্সিয়ান রূপকথার প্রভাব এবারের ঈদে আরেক চমক। এই থিমে পারস্যের মোটিফ এবং রঙের মিশেলে নতুন ধরনের এক ডিজাইন আনা হয়েছে। এই থিমে পুরুষদের জন্য পাঞ্জাবি, কটি, শার্ট, প্যান্টসহ নানা ধরনের পোশাক রয়েছে, আবার মেয়েদের জন্য এথনিক থ্রি পিস, আনারকলি সেট, সিঙ্গেল পিস, কাফতান এবং শিশুদের জন্য ফ্রক, কামিজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্টের সংগ্রহও রয়েছে। বিশেষ করে মসলিনের ডিজাইনও এ সংগ্রহে নতুন সংযোজন হিসেবে এসেছে, যা ঈদের জন্য একদম উপযুক্ত।
পার্সিয়ান থিমে রঙের মধ্যে মেরুন, ম্যাজেন্টা, ব্লু, পিংক, পার্পল, টিল, মাস্টার্ড ইত্যাদি রঙের চমক নিয়ে এসেছে। পার্সিয়ান মোটিফ এবং ট্র্যাডিশনাল প্যাটার্নের সুন্দর মিশেলে এবারের সংগ্রহে বাবা-মা, মা-মেয়ে এবং বাবা-ছেলের জন্য ম্যাচিং পোশাক দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যাশন হাউসে। বলা বাহুল্য, এসব কালেকশন এবার ঈদের আনন্দকে আরও উপভোগ্য করে তুলবে।
সারা লাইফস্টাইলের ডিজাইনার শামীম রহমান এবারের ঈদ সংগ্রহ সম্পর্কে জানান এবারের সারা লাইফস্টাইলের সংগ্রহে পার্সিয়ান রূপকথার মোটিফ এবং রঙের সঙ্গে দেশীয় ঐতিহ্যবাহী মোটিফ, রং এবং কারুকার্যের মিশেল করা হয়েছে।
পোশাকের মধ্যে মসলিনের ব্যবহার এবং ছেলেদের ডাবল ফ্রেঞ্চ কাফ স্লিভ পাঞ্জাবি নতুনত্ব নিয়ে আসা হয়েছে। এ ছাড়া বাবা-ছেলে, মা-মেয়ে মিনিমি সংগ্রহের মাধ্যমে পুরো পরিবারের জন্য একত্রে পোশাক সংগ্রহ করতে সুবিধা হচ্ছে। এই নতুন সংগ্রহ, যা কটন, ব্লেনডেড, আর্টিফিশিয়াল সিল্ক, মসলিন, ক্রেপড সিল্কের মতো বিভিন্ন ফেব্রিকে তৈরি, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
কলি