
উৎসবপ্রিয় বাঙালির ঈদে নতুন পাঞ্জাবি চাই-ই চাই। শিশু থেকে বৃদ্ধ- সব বয়সী পুরুষের ঈদ নতুন পাঞ্জাবি ছাড়া অসম্পূর্ণ। ঈদে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সুন্দর ও পরিপাটি করে গড়ে তুলতে ফ্যাশন হাউসগুলো আয়োজনের শেষ নেই। এবার ঈদের পাঞ্জাবিতে এসেছে বৈচিত্র্য, বেশি গুরুত্ব কাপড়ে, আরামে। তাই পাঞ্জাবি যেন হয়ে উঠেছে হরেক ডিজাইনারের রং করা ক্যানভাস।
নানা আয়োজনে
টি-শার্ট, জিনস পরলেও তরুণরা ঈদে পাঞ্জাবি পরেন। ঈদের দিন সকালটা থাকে পাঞ্জাবির দখলে। আর এই পাঞ্জাবি প্রতি বছর আসে ভিন্ন ভিন্ন ধারা নিয়ে। কখনো সেটা লম্বা, কখনো খাটো, একবার দেখা যায় ভারী কাজ, আবার হালকা কাজ। তাই পাঞ্জাবি কেনার আগে ট্রেন্ডটা জানা জরুরি। ঈদ উপলক্ষে বর্ণিল নকশার পাঞ্জাবি নিয়ে এসেছে ছোট-বড় সব ফ্যাশন হাউস। বৈচিত্র্যময় পাঞ্জাবিতে নকশা, রঙে এবং কাটছাঁটে রয়েছে বিভিন্নতা। শর্ট আর সেমি লং পাঞ্জাবি দেখা যাচ্ছে। পাঞ্জাবিতে রয়েছে নানা নকশার সমাহার। আর ঐতিহ্য ও আধুনিকতার মিশেল তো রয়েছেই।
যেমন হবে গলা
কয়েক বছর ধরে ব্যান্ড কলারের পাঞ্জাবি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই পাঞ্জাবির কলারে বেশি বৈচিত্র্যতা দেখা যায়। ব্যান্ড কলারের সঙ্গে এমব্রয়ডারি, জারদৌসি কাঁথাস্টিচ, ক্রুশিকাঁটার কারুকাজ করে ভিন্নতা আনা হয়েছে। যারা ব্যান্ড কলারের পরতে চান না তাদের জন্য কলারবিহীন বা গোলগলা, স্যাট কলার, কাবলি, হাইনেক, শাহি কলার পাঞ্জাবিও রয়েছে ফ্যাশন হাউসগুলোর ঈদ সংগ্রহে। এ ছাড়া কাফ বা হাতায় নকশায়ও এসেছে ভিন্নতা। হাতায় সূক্ষ্ম এমব্রয়ডারি করা পাঞ্জাবি ঈদকে জমকালো করে তোলা হয়েছে।

বাহারি রং
ঈদের সকালের জন্য হালকা রঙের পাঞ্জাবি কিনতে পারেন। হালকা কমলা, পিচ, লাইট পিংক, অ্যাকুয়া গ্রিন রংগুলো সকালে স্নিগ্ধতা ছড়াবে। রাতের পাঞ্জাবি হোক গাঢ় রঙের। রাতের আলো-আঁধারিতে উজ্জ্বল রংগুলো আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। কমলা, লাল, হলুদ, গোলাপি, নীল, ধূসর, বাদামি, সবুজ, জলপাই, বেগুনি, ল্যাভেন্ডার ইত্যাদি রং এবং এর বিভিন্ন শেড খুব সহজেই দৃষ্টি কাড়বে।
নানা নকশায়
কাপড় এবং রং ছাপিয়ে পাঞ্জাবির কাটেও থাকছে বৈচিত্র্য। আরামদায়ক ম্যাটেরিয়াল, বৈচিত্র্যময় কাটের পরই নকশার প্রতি মনোযোগ দিয়েছেন ডিজাইনাররা। একেক হাউস একেক রকম নকশা প্রাধান্য দিয়েছে পাঞ্জাবিতে। ফ্যাশন হাউস সারা লাইফস্টাইলের ডিজাইনার শামীম রহমান জানালেন, ঈদের পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়া দিতে এমব্রয়ডারি ও সুই-সুতার কাজ যেমন করা হয়েছে, অন্যদিকে আলাদা কাপড় জোড়া দিয়েও আনা হয়েছে নতুনত্ব। কলার, বাটন প্লেটে কাজ করা হয়েছে। ফুল, লতাপাতাসহ জ্যামিতিক নানা ফর্ম, আন্তর্জাতিক নানা ট্রেন্ড থাকে নকশার মূল উপজীব্য হিসেবে। এ ছাড়া বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহের দিকটাও প্রাধান্য পেয়েছে পাঞ্জাবির নকশায়। প্রিন্টের ডিজাইনের ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্যাশন ধারা থেকে নেওয়া হয়। এবারের আন্তর্জাতিক অঙ্গনে টাইডাইয়ের দাপট দেখাচ্ছে। এই রঙিন নকশাটাই তরুণদের বেশি আমাদের দেশীয় হাউসগুলো ঈদের পাঞ্জাবিতে নিয়ে এসেছে টাইডাইয়ের বিভিন্ন নকশার পাঞ্জাবি। ফিউশনধর্মী পাঞ্জাবিতেও রয়েছে ডিজাইনে নতুনত্ব।
গরমে আরাম
গ্রীষ্মে ঈদ, তাই আরামের বিষয়টা প্রাধান্য দিয়ে পাঞ্জাবিতে সুতি কাপড়ের চাহিদাই বেশি। পাশাপাশি দেখা যাচ্ছে সিল্ক, অ্যান্ডি সিল্ক, মসলিন, জামেবর, জ্যাকার্ড, রাজশাহী সিল্ক, ভিসকস কাপড়। তালিকায় আরও আছে লিনেন, টিস্যু, জর্জেট, ধুপিয়ান সিল্ক, হাফ সিল্ক, সামু সিল্ক ইত্যাদি। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের জন্য এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ‘বালুচর’। ছেলেদের পাঞ্জাবি সম্পর্কে বালুচরের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার শাহীন চৌধুরী জানান দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে ‘বালুচর’ নিজস্ব ধারায় পাঞ্জাবি তৈরি করছে। রেগুলার, স্লিম ও ফিট উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও। বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবির বিশাল কম্বো রয়েছে। সেখান থেকে পছন্দের পাঞ্জাবির পাশাপাশি কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট ডিজাইন করা হয়েছে।
যেখানে পাবেন
ফ্যাশন হাউস বালুচর, লুবনান, আর্টিস্টি, ইনফিনিটি, যাত্রা, ইজি, একস্ট্যাসি, রঙ বাংলাদেশ, অঞ্জন’স বিশ্বরঙসহ দেশি দশের সব শোরুমে পেয়ে যাবেন পছন্দের পাঞ্জাবি। এ ছাড়া আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, পল্টন, গুলিস্তান, পিংক সিটি, রাপা প্লাজা, প্লাজা এআর, মৌচাক মার্কেট, বঙ্গবাজারসহ প্রায় সব মার্কেটেই মিলবে পাঞ্জাবি।
কলি