
ঈদ আনন্দের একটি বড় অংশ হলো শপিং করা। তাই মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। রোজা রেখে এ সময় তড়িঘড়ি ঘরে ঈদ শপিং করা বেশ ঝক্কির কাজ। ঈদ আনন্দের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে অনেকেরই ছোটখাটো ভুল হয়ে যায়। তাই কেনাকাটার সময় ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে খেয়াল রাখাতে পারলে ঝামেলাহীন ঈদের কেনাকাটা করা সম্ভব।
বাজেট তৈরি করুন
কেনাকাটার জন্য কত বাজেট রাখবেন, সেটি আগে থেকেই নির্ধারণ করুন। নয়তো পরে দেখা যাবে, অনেক অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়ে গেছে, কিন্তু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আর টাকা নেই। তখন সমস্যায় পড়তে হবে। বাজেট অনুযায়ী কেনাকাটা করলে সামর্থ্যের মধ্যেই সেরাটা কেনার সুযোগ হতে পারে। আবার কারও বাদ পড়ারও ভয় থাকবে না। তাই ঈদের কেনাকাটা করতে যাওয়ার আগে অবশ্যই বাজেট তৈরি করে নিন।
কতটুকু প্রয়োজন
জিনিস কেনার আগে তার প্রয়োজনীয়তা চিন্তা করে নিন। ঈদে উপহার দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন যাকে দিচ্ছেন তার জন্য সেই জিনিসটি কতটুকু প্রয়োজন। যে ধরনের পোশাক বছরে একবারও পরা হয় না, সে ধরনের পোশাক না কেনাই ভালো। এর বদলে মাঝে মাঝেই ব্যবহার করা যায় এমন পোশাক কিনলে কাজে লাগবে। এ ছাড়া প্রয়োজনের বাইরে কেনাকাটা করা থেকেও বিরত থাকুন। এক গাদা কেনাকাটার পর দেখা যাবে তার বেশির ভাগই আর কোনো কাজে লাগবে না।
অতিরিক্ত দামে কিনবেন না
পছন্দ হয়েছে বলেই কোনো জিনিস অতিরিক্ত দামে কিনে আনবেন না। যে জিনিসটি কিনছেন সেটির বাজারমূল্য সম্পর্কে ধারণা রাখতে হবে। পছন্দ, বাজেট এবং জিনিসটির মূল্যে সামঞ্জস্য হলেই কেবল কিনুন। অতিরিক্ত দামে কোনোকিছু কেনার মানে হলো অপচয়।
ভিন্ন ভিন্ন তালিকা করুন
ঈদে খরচ থাকে অনেক বেশি। ব্যক্তিগত কেনাকাটা, খাবারদাবার, ঘরের জিনিস, পরিবারের সব সদস্যের কেনাকাটা, প্রিয়জনের জন্য উপহারসহ অনেক কিছু রয়েছে। তাই প্রতিটি খাতের, আলাদা তালিকা বানিয়ে নিন। এতে কেনাকাটা করতে সুবিধা হবে, আর পরিচিত কেউ বাদ পড়বে না।
কেনাকাটার জায়গা নির্ধারণ
কোথায় কেনাকাটা করতে যাবেন তা আগেই সিদ্ধান্ত নিন। এতে আপনার সময় বাঁচবে। এ ছাড়া নিজের বাজেট অনুযায়ীও কিনতে পারবেন। এ ছাড়া যেকোনো দোকানে একটি জিনিসের দরদাম হয়ে গেলে, সেটা পরিবর্তন করে অন্যটা নিতে যাবেন না। তাহলে আগের পণ্যের চেয়ে এটার দাম বেশি চেয়ে বসবে। তাই প্রয়োজনে দরদাম সম্পন্ন করার আগে ভেবে নিন।
যাচাই করে কেনা
বাজারে এখন চড়া দাম। তাই দেখেশুনে কেনাকাটা করুন। কয়েকটি দোকান যাচাই করে কেনাকাটা করুন। যেকোনো জিনিস কেনার সময় রসিদ সংগ্রহ করতে হবে। যাতে ঠিকঠাক জিনিস কেনা যায় কিংবা প্রয়োজনে বদলানো যায়। এই সুযোগ থাকলে আপনার পোশাক কিনে ঠকে যাওয়ার ভয় থাকবে না। এ ছাড়া দোকানমালিকরা এ সময় পণ্যের দাম বাড়িয়ে দেন। পণ্য কেনার আগে যাচাই-বাছাইয়ে সতর্ক থাকুন।
শেষমুহূর্তে কেনাকাটা
শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বাড়ির আশপাশের মার্কেট বা শপিং কমপ্লেক্স বেছে নিন। তাহলে খুব দ্রুত আর ঝামেলাহীন শপিং করতে পারবেন। শপিংয়ে যাওয়ার সময় সঙ্গে বন্ধু বা পরিবারের কাউকে নিয়ে যান। তাহলে দ্রুত শপিং সম্পন্ন করতে পারবেন, আবার শপিং ব্যাগগুলো ধরার জন্যও কাউকে পাবেন। এতে আপনি বিভিন্ন পণ্য ভালোভাবে দেখে ও বুঝে কিনতে পারবেন। সঙ্গে একজন থাকলে শপিংয়ের সময় নানা ধরনের বুদ্ধি বা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন।
কলি