
ঈদুল আজহার আগে প্রচুর ব্যস্ত থাকতে হয়। কাজের চাপে চেহারায় চলে আসে ক্লান্তির ছাপ। তাই ঈদের আগেই শুরু করতে হবে ত্বকের যত্ন। অন্তত এক সপ্তাহ আগ থেকে একটু সচেতন থাকলেই ত্বক হয়ে উঠতে পারে মসৃণ, উজ্জ্বল ও প্রাণবন্ত। এতে ঈদের সাজে থাকবে পূর্ণতা।
ত্বকের যত্ন
প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা হয়ে থাকে, যেমন- শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক বা মিশ্র। ত্বকের ধরন অনুযায়ী তাই পরিচর্যাও হবে ভিন্ন ধরনের। দিনের শুরুতেই সব ধরনের ত্বকের অধিকারীদের অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। শুষ্ক ত্বক পরিষ্কারে একটি ময়েশ্চারাইজিং ফেসওয়াশ ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের জন্য জেল বেসড ফেসওয়াশ ভালো হবে। মুখ পরিষ্কার করার কিছু সময় অপেক্ষা করে মুখে ও গলায় কোনো ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে হালকা হাতে পুরো মুখে একটু ম্যাসাজ করতে পারেন। ত্বককে সতেজ রাখতে ময়েশ্চারাইজারের ভূমিকা অনেক। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে চাইলে টোনার হিসেবে গোলাপ জল তুলায় ভিজিয়ে মুখে লাগাতে পারেন।
বাইরে এখন প্রচুর রোদ থাকে। তাই বাইরে বের হওয়ার মিনিট ১৫ থেকে ২০ আগেই সানস্ক্রিন পরিমাণমতো লাগিয়ে নিন। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালো কোনো ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে পছন্দসই নাইট ক্রিম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।
সপ্তাহে অন্তত ২-৩ দিন ত্বককে গভীর থেকে পরিষ্কার করার জন্য স্ক্রাবিং ভালো ফলাফল দেয়। এতে ত্বকের মরা কোষগুলো দূর হয়। বাজারে থেকে ভালো মানের কোনো স্ক্রাবার কিনে ব্যবহার করতে পারেন আবার চাইলে চালের গুঁড়া, দই ও সামান্য মধু মিশিয়ে ঘরে স্ক্রাবার তৈরি করে ত্বকে লাগাতে পারেন, এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। পাকা কলা চটকে নিয়ে এর সঙ্গে ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ গ্লিসারিন, একটা ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এছাড়া আপেল সামান্য সেদ্ধ করে তাতে গ্লিসারিন, লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুষ্ক ত্বকের জন্য এটি বেশ কার্যকরী।
তৈলাক্ত ত্বকের অধিকারীরা মুলতানি মাটির সঙ্গে সামান্য গোলাপ জল ও টমেটোর রস মিশিয়ে মুখে, গলায় লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এত ত্বক বেশ নরম ও উজ্জ্বল হয়ে উঠবে।
পার্লারের ট্রিটমেন্ট
এক সপ্তাহ আগে পার্লারে গিয়ে স্পা, হেয়ার স্পা, হেয়ার কাট, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল অতি প্রয়োজনীয় জিনিসগুলো করে নিতে পারেন। এতে করে আপনার সময় বাঁচবে আর আপনাকে প্রাণবন্ত লাগবে। নিজেকে পরিপূর্ণ লুক দিতে চাইলে রূপবিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে পারেন।
চোখের যত্ন
চোখে ডার্ক সার্কেলের সমস্যা থাকলে শসা স্লাইস করে চোখের ওপর রেখে অপেক্ষা করুন ১০-১৫ মিনিট। আবার রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ম্যাসাজ করুন। এটি ডার্ক সার্কেল কমাতে সাহায্য করবে।
চুলের যত্ন
চুল নারীর সৌন্দর্যের অন্যতম অংশ। গরমে চুলের যত্ন নেওয়া প্রয়োজন নতুবা চুলের গোড়া ঘেমে ময়লা জমে হেয়ার ফল বেড়ে যেতে পারে। ঈদের মতো বিশেষ দিন চুল ঝলমলে সুন্দর দেখাতে চাইলে নিয়মিত যত্ন করতে হবে। সম্ভব হলে সপ্তাহে অন্তত দুই দিন চুলে তেল লাগাতে হবে। নারকেল তেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
প্রতিদিন চুলে শ্যাম্পু করা উচিত নয় এরকম ধারণা অনেকেরই। তবে এটি ভুল ধারণা। বরং চুল ভালো রাখতে প্রতিদিন মাথার ত্বকের উপযোগী শ্যাম্পু ব্যবহার করা উচিত। এতে চুলের গোড়া পরিষ্কার থাকে, খুশকিও কমে যায়। সঙ্গে চুল পড়াও কমে।
হাত-পায়ের যত্ন
ঈদের আগে একটু সময় নিয়ে হাত-পায়ের যত্ন নিতে হবে। এতে করে ক্লান্তিও কমবে আর দেখতেও সুন্দর লাগবে। হালকা গরম পানিতে শ্যাম্পু ও লেবুর রস মিশিয়ে তাতে হাত-পা ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালি ঘষে মরা কোষ তুলে ফেলুন। নরম ব্রাশ দিয়ে হাত-পায়ের ত্বক ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে এক দিন মুলতানি মাটি ও হলুদ গুঁড়ার পেস্ট হাত-পায়ে ব্যবহার করতে পারেন।
কলি