সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহুবছর ধরে দখল ও দূষণের শিকার। উত্তর-দক্ষিণ ১৪ কিলোমিটার দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সরকারি কর্মকর্তা, খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুজন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশ নেন। সবাই মিলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করেন এবং খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।’
নাজমুল শাহাদাৎ জাকির/এমএ/