
গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের উদ্যোগে রাজধানীর তারকাখচিত হলিডে ইন হোটেলে তিনদিন ব্যাপী ‘ব্যাংকক হসপিটাল হেলথ উইক’ চলছে। চিকিৎসা সেবা শুরু করার আগে অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা স্বাস্থ্যসেবা বিষয়ে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ডাক্তাররা চিকিৎসা সম্পর্কে অবগত করেন।
আজ রবিবার (২৬ মে) হেলথ উইকের তৃতীয় দিনে নিউরোলজি বিভাগের ডা. ইয়ুদ্রাক প্রাসার্ট, ডা. চাঞ্জিরা সাতুকিৎচাই ও ডা. চাইসাক রোগী দেখছেন। শুক্রবার (২৪মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই হেলথ উইক শুরু হয়। দ্বিতীয় দিন গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই স্বাস্থ্যসেবা দেয়া হয়। এদিন রুগী দেখেন ব্যাংকক হসপিটালের ডা. পংটরন সিরিথিয়ানচাই, ডা. পানুয়াত সিলাওয়াটশানানাই ও ডা. চাইডেজ সম্বুন।
গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের স্বত্বাধিকারী সৈয়দ ইসহাক মিয়া বলেন, আমাদের দেশের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। এর মধ্যে থাইল্যান্ড অন্যতম। আমরা এই “ব্যাংকক হসপিটাল হেলথ উইক”এ ব্যাংকক হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছি। এখানে তারা ফ্রিতে চিকিৎসাসেবা দিবেন। যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার পরবে তারা যেন থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে পারেন আমরা তাদের সহযোগিতা করবো।
এইবারই প্রথমবারের মত গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম এবং থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিক্স এর যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে সব ধরণের সহযোগিতা পেতে গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের অফিসে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.thaimedics.com এই ওয়েবসাইটে।
জাহ্নবী