
আঁচিল (Wart বা Verruca)
আঁচিল ভাইরাসজনিত একটি সাধারণ চর্ম রোগ। আঁচিলের সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। চামড়ার উপরিভাগে গোটা গোটা যার উপরিভাগ অমসৃণ, খস খসে ও কাটা-কাটা। আঁচিল এমনিতে কোনো সমস্যা করে না তবে খোটাখুটি করলে রক্ত বের হতে পারে এবং ইনফেকশন হলে ব্যথা হতে পারে। এটা অনেক ক্ষেত্রে ছোঁয়াচে।
আঁচিল কেন হয়?
আঁচিল একটি ভাইরাসজনিত চর্মরোগ। এই রোগ বিভিন্ন ধরনের Human Papiloma Virus (HPV) দিয়ে হয়। আঁচিল যেকোনো বয়সে হতে পারে তবে ৫-২০ বছর বয়সে বেশি হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং পানির কাজ করেন তাদের বেশি হয়। খালি পায়ে হাঁটা, মাছ বিক্রেতা, কসাই এদের হয়। যারা প্রেশার দিয়ে হাঁটেন তাদের পায়ে বেশি হয়। ধূমপানকারী ও যৌন সংস্পর্শের মাধ্যমে যৌনাঙ্গের আঁচিল হয়।
আঁচিল কোথায় হয়?
শরীরের যেকোনো স্থানে আঁচিল হতে পারে। সাধারণত হাতের ওপরে ও আঙুলে, পায়ের আঙুল ও তলায়, হাঁটু, কনুই, মুখমণ্ডল, মাথায় ও যৌনাঙ্গে আঁচিল হয়।
আঁচিলের চিকিৎসা কী?
সাধারণত আঁচিলের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। পাঁচ বছরের মধ্যে ৯০ শতাংশ আঁচিল চলে যায়।
যেসব ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়
১. দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটলে
২. আঁচিলে ব্যথা হলে
৩. সামাজিকভাবে বিব্রত বোধ করলে
৪. যৌনাঙ্গের আঁচিলে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকলে
কোন ধরনের চিকিৎসা নেবেন?
১. রোগীর পছন্দ
২. রোগীর বয়স
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা
৪. আঁচিলের ধরন ও অবস্থান
সাধারণ আঁচিল ও মুখমণ্ডলের Flat wart এর ক্ষেত্রে Retin-A Cream, যেমন Tazoskin Cream ইত্যাদি ব্যবহার করতে হয়। ৬-৪০ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড মলম ব্যবহার করা হয় সিলভার নাইট্রো ও কেন্থরিন ক্রিম ব্যবহার করা যায়। সার্জারি-আঁচিল বড় এবং কম সংখ্যক হলে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা যায়।
Cryotherapy- আধুনিক ও ফলপ্রসূ চিকিৎসা
Immunotherapy- যৌনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে Imiquimod Cream ব্যবহার করা হয়। Injection Cardida দেওয়া হয়। Anti Viral Therapy - কিছু কিছু ক্ষেত্রে Cidofovir Cream ব্যবহার করা হয়। HPV 16/18 টাইপ দিয়ে যৌনাঙ্গের আঁচিল হলে Biopsy করে নিশ্চিন্ত হতে হয় ক্যানসারের ঝুঁকি আছে কি না।
আঁচিল একটি সাধারণ ভাইরাসজনিত চর্মরোগ যেসব কারণে এ রোগ হয় বা বাড়ে সেগুলো থেকে বিরত থাকতে হবে। বেশির ভাগ আঁচিলের চিকিৎসার প্রয়োজন হয় না। যৌনাঙ্গের আঁচিল হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ বা সার্জারি বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আঁচিলের চিকিৎসা দীর্ঘ মেয়াদে ধৈর্যসহকারে নিতে হয়। আঁচিলের আধুনিক চিকিৎসা নিয়ে সুস্থ ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করুন।
সিনিয়র কনসালটেন্ট
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।