-1747296838.jpg)
ক্যানসার প্রতিরোধ করতে মহান আল্লাহতায়ালা খাবারের মধ্যে রেখেছেন অশেষ নেয়ামত। প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু কিছু খাবার যোগ করা উচিত, যা ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যানসার প্রতিরোধে সাহায্য করে এমন কিছু খাবার সম্পর্কে আমরা জেনে নিই।
কলা: কলায় থাকে সেলেনিয়াম যৌগ। রোগপ্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করার পাশাপাশি ক্যানসারের কোষ বিনষ্ট করতে কলা ভূমিকা রাখে।
আপেল: কলার মতো আপেলও সারা বছর পাওয়া যায়। এতে থাকা প্রোসায়ানিডিনস ক্যানসার প্রতিরোধে বেশ কার্যকর।
ডালিম: এই ফলে থাকে ফলিফেনাল যৌগ। এটা ক্যানসার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
কমলা: কমলায় থাকা হাইড্রোক্সিফ্লাভনয়েড উপাদান স্তন ও ফুসফুস ক্যানসার ধ্বংস করতে কার্যকর ভূমিকা রাখে। এ ছাড়া লেবুজাতীয় ফল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
টমেটো: টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার রোধে ভূমিকা রাখে।
বিট: বিটে পর্যাপ্ত পরিমাণে বিটা সয়াবিন থাকায় এটি ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
কাঁচা মরিচ: কাঁচা মরিচে রয়েছে সাইটোকেমিক্যাল, যা ক্যানসারের বিরুদ্ধে লড়ে। আরও রয়েছে ক্যাপসাইনিন, যা ক্যানসারের কোষ ধ্বংস করে।
জিরা: অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ জিরায় রয়েছে থাইমোকুইনান নামক একটি যৌগ, যা প্রস্টেট ক্যানসারের জন্য সেলের ছড়িয়ে পড়া আটকে দেয়।
মৌরি: মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসার প্রতিরোধে খুবই উপকারী। এ ছাড়া মৌরির অ্যানেটহোল ক্যানসার সেলের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।
হলুদ: হলুদে রয়েছে শক্তিশালী কারকিউমিন পলিফেনাল নামক পদার্থ। কারকিউমিন অ্যাপপটোসিস তৈরি করে, যা শরীরে ক্যানসারের জন্ম দেওয়া ক্ষতিকারক সেল মেরে ফেলতে সাহায্য করে।
আদা: জ্বর, ঠাণ্ডা, হার্টের সমস্যা, কোলেস্টেরল কমানো, আর্থাইটিসসহ ক্যানসারের মতো জটিল অসুখ নিরসনে আদা কার্যকর ভূমিকা পালন করে। ক্যানসার নিরাময়ে প্রতিষেধক হিসেবে কেমোথেরাপি থেকে আদা ১০ হাজার গুণ বেশি শক্তিশালী মেডিসিন, যা শরীরের নির্দিষ্ট ক্যানসারের কোষগুলো ধ্বংস করতে সাহায্য করে।
রসুন: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রসুনের অন্যতম প্রধান উপকারিতা হচ্ছে এর বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করা। রসুন এমন একটি উপকারী শক্তিশালী খাদ্য, যার অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্ম শরীরে ক্যানসার কোষের ছড়িয়ে পড়াকে প্রতিরোধ করতে সক্ষম।
গ্রিন টি: গ্রিন টি বেশকিছু ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।
লেখক: নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট, ডলফিন ডায়াগনস্টিক সেন্টার, কুষ্টিয়া