অন্যান্য দিনের মতো আজকের দিনটিও ভালমন্দ মিশিয়ে কাটবে। কোন রাশির জন্য দিনটি কেমন? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
মন-মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। ভুল বোঝাবুঝির অবসান হবে। অর্থনৈতিক বিষয় শুভ। প্রেম ও রোমান্স শুভ। প্রতিবেশীর সাহায্য পাবেন। পড়াশোনাসংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
ব্যবসায়িক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আপনার ব্যয় বেশি হবে। মনের কোনো আশা-আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কেউ কেউ নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন।
মিথুন | ২১ মে-২০ জুন
আর্থিক অবস্থা ভালো যাবে। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। প্রেম ও রোমান্সে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে। পড়াশোনার বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে, বিশেষ করে উচ্চশিক্ষাসংক্রান্ত বিষয়ে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। প্রিয়জনের কোনো বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অংশীদারী ব্যবসায় কোনো সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
মানসিক দিক দিয়ে চাঙ্গা থাকার চেষ্টা করবেন। অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। প্রেম ও রোমান্স আপনার জন্য শুভ। কারও কারও ক্ষেত্রে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
স্পষ্টভাবে কথা বলা থেকে বিরত থাকুন। রোগব্যাধি দুশ্চিন্তা বাড়াতে পারে। ব্যবসায় বিভিন্ন সম্ভাবনা তৈরি হতে পারে। কারও কারও ক্ষেত্রে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। পড়াশোনার বিষয় নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। অর্থভাগ্য ভালো হলেও ব্যয় বেশি হতে পারে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
অর্থভাগ্য ভালো যাবে। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। বিদেশসংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করবেন। কেনাকাটায় লাভবান হতে পারেন। প্রেম ও রোমান্স শুভ। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সাবধানে চলাচল করবেন। শারীরিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে টেনশন বাড়তে পারে। বিদেশ যাত্রা শুভ নয়।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অর্থভাগ্য মোটামুটি ভালো। দাম্পত্য ও পারিবারিক জীবনে সমন্বয় করে চলুন। লেখাপড়ায় উন্নতির সম্ভাবনা আছে। প্রেম ও রোমান্স শুভ। কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করবেন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। সংসারে শান্তি-শৃঙ্খলা বাড়বে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। অন্যমনস্কতার জন্য পড়াশোনার বিষয় নিয়ে জটিলতা তৈরি হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হোন। ভ্রমণসংক্রান্ত বিষয়ে সফলতা কম।