
ইংরেজি বছরের প্রথম দিন আজ। নতুন বছরে নতুন সব ঘটনা হাজির হবে আপনার সামনে। ভালো-মন্দ যে সময়েই আসুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়, এ বছরের দিনগুলোতে কী ঘটবে আপনার জীবনে। তবে রাশিফল অনেকেই বিশ্বাস করেন না। শুধু আগ্রহী পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন। ২০২৫ সালে ১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে, তা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
বৃষ রাশি (Tauras) | ২১ এপ্রিল-২০ মে
প্রভাবকারী গ্রহ: শুক্র
সংখ্যা: ৬
মূল উপাদান: মৃত্তিকা
শুভ দিন: শুক্রবার, বুধবার, শনিবার
শুভ তারিখ: ৫, ৬, ১৪, ১৫, ২৩, ২৪
২০২৫ সাল বৃষ রাশির জন্য বেশকিছু ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হবে। এ বছর আপনার পারিবারিক, সামাজিক, কর্মক্ষেত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। ২০২৫ সালে আপনি ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখতে পারলে সাফল্য ও সম্মান অর্জন করতে পারবেন।
ক্যারিয়ারে বড় সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্তদের বেশ ভালো উন্নতি হবে। সঞ্চয় ও বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে। আর্থিক সৌভাগ্য লাভের সম্ভাবনা বেশি।
বছরের মধ্যভাগে পেশাগত কাজে মানসিক উদ্বেগ ও চাপ বাড়বে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগী হতে হবে। পরিবারে কারও শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় রাখতে পারে।
প্রেম ভালোবাসার জন্য বছরটি অনেকটাই অনুকূল। আপনার জীবনে আবির্ভাব ঘটতে পারে নতুন মুখের। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সঙ্গী-সঙ্গিনী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যেকোনো আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
এ বছর বিদেশ ভ্রমণে সমস্যা ও জটিলতা বাড়তে পারে। বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন। পরিবারের কোনো বিষয় নিয়ে মানসিক টেনশন বাড়বে। উচ্চশিক্ষায় সাফল্য লাভ হবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।
তবে এ বছর উদ্যম ও প্রেরণার অভাবে জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখুন।
গ্রহগত অশুভ অবস্থার কারণে অন্যায়, অনৈতিক পরিবেশের প্রভাব আপনার ওপর পড়তে পারে, এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন।