
ইংরেজি বছরের প্রথম দিন আজ। নতুন বছরে নতুন সব ঘটনা হাজির হবে আপনার সামনে। ভালো-মন্দ যে সময়েই আসুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়, এ বছরের দিনগুলোতে কী ঘটবে আপনার জীবনে। তবে রাশিফল অনেকেই বিশ্বাস করেন না। শুধু আগ্রহী পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন। ২০২৫ সালে ১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে, তা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
মকর রাশি (Capricorn) | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
প্রভাবকারী গ্রহ: শনি
সংখ্যা: ৮
মূল উপাদান: মৃত্তিকা
শুভ দিন: শুক্রবার, শনিবার
শুভ তারিখ: ৮, ১৭, ২৬
২০২৫ সাল মকর রাশির জাতক-জাতিকার জন্য কর্ম প্রচেষ্টার বছর। এই বছর মকর রাশি প্রত্যাশা অনুযায়ী সফলতা পাবেন। মার্চ মাসের পর থেকে আপনার ওপর সাফল্যের পরিপূর্ণতা উপভোগ করতে পারবেন।
অনেক দিন ধরে চলে আসা সমস্যাগুলো সমাধানের পথে এগোবে। তবে পেশাগত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই অনেক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে।
ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। কম ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। অনেকের কর্মে পদোন্নতি হতে পারে।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক ধারাবাহিকতা সারা বছর বজায় থাকবে। আয়-ব্যয়ের ভারসাম্যতা থাকবে।
স্বাস্থ্যগত বিষয় বছরের মধ্য সময় থেকে ভালো যাবে। সম্পদের বিষয়ে সৌভাগ্যের দুয়ার খুলে যেতে পারে। গবেষণা কর্ম ও উচ্চশিক্ষার জন্য বছরটি অনুকূল।
দাম্পত্য ও পারিবারিক বিষয়ের অতীতের কোনো মতানৈক্য বা ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমিক-প্রেমিকাদের মাঝে মধ্যে অসহিষ্ণুতা বাড়বে।
দৈনন্দিন জীবনযাপনে রুটিন মেনে চলার অভ্যাস করুন। বিশেষ করে এই বছর পাকস্থলীসংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এ বছর আপনাকে প্রতিটি বিষয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে না পারলে সাফল্যের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন না। প্রতিটি কাজে-কর্মে সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।