
তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে। চীনবিরোধী ও স্বাধীনতাপন্থি এই নেতা উইলিয়াম লাই নামেও পরিচিত। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে ডিপিপি। শনিবার (১৩ জানুয়ারি) দেশটিতে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সার্বভৌমত্বের প্রশ্নে চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে তাইওয়ানের এ নির্বাচনে জয়ী হন লাই চিং-তে।
স্থানীয় সংবাদ্মাধ্যমগুলো জানিয়েছে, তাইওয়ানে ১ কোটি ৯৫ লাখের বেশি ভোটার রয়েছে। এর মধ্যে ৫০ লাখের বেশি ভোট পেয়েছেন লাই।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এ নির্বাচনকে যুদ্ধ ও শান্তির মধ্যে বিকল্প বেছে নেওয়া বলে মনে করছে চীন।
বিজয়ের পর লাই বলেছেন, ‘আমি চীন থেকে তাইওয়ানকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের গণতন্ত্রে নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাই।’
ভোটের আগে লাইকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে উল্লেখ করেছে বেইজিং।
এবারের নির্বাচনে লাইয়ের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হো ইয়ু ইহ এবং ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে। সূত্র: বিবিসি, রয়টার্স
এমএ/