ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার (২ জুন) ইসরায়েলের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনের সানডে টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে ওফির ফক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত গাজায় যুদ্ধ বন্ধের একটি কাঠামো চুক্তি মেনে নিয়েছে ইসরায়েল। যদিও এটি ‘ভালো প্রস্তাব না’ তবে আমরা সকল জিম্মির মুক্তি চাই।’
এ সময় তিনি এই চুক্তিকে ত্রুটিপূর্ণ এবং আরও সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেন।
ফক আরও বলেন, ‘জিম্মিদের মুক্তি এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার মতো শর্ত থেকে ইসরায়েল নিজেদের মত পরিবর্তন করেনি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেন, যার সমর্থনে ইসরায়েলের আগ্রাসী আক্রমণে বহু সংখ্যক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিনিই আবার নেতানিয়াহু সরকারের কাছে তিন ধাপের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছেন।
বিবিসি জানায়, ওই প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে- প্রথম ধাপে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গাজা থেকে পুরোপুরিভাবে সেনা সরিয়ে নেবে। ওই সময়টিতে মানবিক সহায়তা দেওয়াও বাড়ানো হবে। পাশাপাশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে কিছু জিম্মিকে। দ্বিতীয় ধাপে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এটি করা হলে চুক্তিটি স্থায়ী রূপ নেবে এবং সব সংঘাত থেমে যাবে। আর চুক্তির তৃতীয় ধাপে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এ ধাপে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের সহায়তায় গাজায় পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান বাইডেন।
যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণার পর গত শনিবার রাতে অনেক ইসরায়েলি বিক্ষোভ করে চুক্তিটি গ্রহণ করার আহ্বান জানান নেতানিয়াহুর সরকারকে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার ইসরায়েল-হামাসকে প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়ে স্থায়ী যুদ্ধবিরতি এবং সংকট অবসানের আহ্বান জানায়। একই সঙ্গে উভয় পক্ষের জিম্মিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানায়।
জোট ত্যাগের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীদের
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের উগ্র ডানপন্থী জোটের দুই মন্ত্রী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির নেতানিয়াহুর জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, হামাসকে নির্মুল করার আগে যুদ্ধবিরতির যেকোনো চুক্তির বিরোধী তারা।
তবে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, ‘নেতানিয়াহু যদি যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন করেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন। কিন্তু গাজায় হামাসের শক্তি পুরোপুরি শেষ না হলে এবং সকল জিম্মিদের মুক্তি না দিলে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় যাবে না ইসরায়েল।’
শনিবার পৃথক এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, ‘হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না এটি নিশ্চিত করা। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ সূত্র: রয়টার্স, বিবিসি, এপি, টাইমস অব ইসরায়েল।