ঢাকা ৩০ কার্তিক ১৪৩১, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৯:০৩ এএম
যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (২ জুন) ইসরায়েলের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনের সানডে টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে ওফির ফক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত গাজায় যুদ্ধ বন্ধের একটি কাঠামো চুক্তি মেনে নিয়েছে ইসরায়েল। যদিও এটি ‘ভালো প্রস্তাব না’ তবে আমরা সকল জিম্মির মুক্তি চাই।’ 

এ সময় তিনি এই চুক্তিকে ত্রুটিপূর্ণ এবং আরও সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেন। 

ফক আরও বলেন, ‘জিম্মিদের মুক্তি এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার মতো শর্ত থেকে ইসরায়েল নিজেদের মত পরিবর্তন করেনি।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেন, যার সমর্থনে ইসরায়েলের আগ্রাসী আক্রমণে বহু সংখ্যক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিনিই আবার নেতানিয়াহু সরকারের কাছে তিন ধাপের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছেন। 
   
বিবিসি জানায়, ওই প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে- প্রথম ধাপে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গাজা থেকে পুরোপুরিভাবে সেনা সরিয়ে নেবে। ওই সময়টিতে মানবিক সহায়তা দেওয়াও বাড়ানো হবে। পাশাপাশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে কিছু জিম্মিকে। দ্বিতীয় ধাপে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এটি করা হলে চুক্তিটি স্থায়ী রূপ নেবে এবং সব সংঘাত থেমে যাবে। আর চুক্তির তৃতীয় ধাপে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এ ধাপে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের সহায়তায় গাজায় পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান বাইডেন।  

যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণার পর গত শনিবার রাতে অনেক ইসরায়েলি বিক্ষোভ করে চুক্তিটি গ্রহণ করার আহ্বান জানান নেতানিয়াহুর সরকারকে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার ইসরায়েল-হামাসকে প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়ে স্থায়ী যুদ্ধবিরতি এবং সংকট অবসানের আহ্বান জানায়। একই সঙ্গে উভয় পক্ষের জিম্মিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানায়। 

জোট ত্যাগের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীদের
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের উগ্র ডানপন্থী জোটের দুই মন্ত্রী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির নেতানিয়াহুর জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, হামাসকে নির্মুল করার আগে যুদ্ধবিরতির যেকোনো চুক্তির বিরোধী তারা।  

তবে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, ‘নেতানিয়াহু যদি যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন করেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন। কিন্তু গাজায় হামাসের শক্তি পুরোপুরি শেষ না হলে এবং সকল জিম্মিদের মুক্তি না দিলে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় যাবে না ইসরায়েল।’

শনিবার পৃথক এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, ‘হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না এটি নিশ্চিত করা। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ সূত্র: রয়টার্স, বিবিসি, এপি, টাইমস অব ইসরায়েল।

রিপাবলিকানের দখলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
রিপাবলিকানের দখলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিপাবলিকার দলের নেতারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস আনুষ্ঠানিকভাবে দখলে নিলো ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, হাউজের দখল নিতে নূন্যতম কোটা পূরণ করেছে রিপাবলিকান পার্টি। 

মোট ৪৩৫ আসনের মধ্যে অন্তত ২১৮টি আসনে জিতলে হাউজের প্রাধান্য পাওয়া যায়। বুধবার (১৩ নভেম্বর) দিনের শেষভাগে ২১৮ আসন পূরণ করার মাধ্যমে ৬০তম নির্বাচনে ‘ট্রাইফ্যাক্টা’ অর্জন করলো ট্রাম্পের দল।

এ জয়ের পর হাউজের স্পিকার ও রিপাবলিকান সদস্য মাইক জনসন বলেন ‘আমরা ঐক্যবদ্ধ আছি। আমেরিকাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।’

এই জয়ের মাধ্যমে কংগ্রেসের দুই চেম্বারেই সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেলো রিপাবলিকান পার্টি। সরকারের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের মতামতই প্রাধান্য পাবে।

এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিনেটে আধিপত্য নিশ্চিত করে দলটি। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্ দখলের মাধ্যমে ট্রাইফ্যাক্টা অর্জন করলো তারা।  

দেশের অর্থনীতি, অভিবাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ব বজায় থাকবে বলে ধারণা করছেন অনেকেই।  

তবে ডেমোক্র্যাটদের কর্তৃত্ব তুলনামূলক কম হলেও ব্যবধান বেশি না হওয়ায় কোনো প্রশাসনিক নীতিমালা বাস্তবায়বনের ক্ষেত্রে রিপাবলকানদের কিছুটা বেগ পেতে হবে।

এদিকে ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যেই দেশের নীতিমালার ব্যাপক পরিবর্তন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ফেরত পাঠানো পাশাপাশি , ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করার বিষয়ে স্পষ্ট ব্যক্তব্য দেন তিনি। 

ট্রাম্প সমর্থিত বিচার বিভাগের কারণে আইনিভাবে ডেমোক্র্যাটরা খুব একটা সুবিধা করতে পারবেনা বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

২০২৬ এর মিডটার্ম নির্বাচনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণ ক্ষমতা উপভোগ করবে ট্রাম্প ও তার দল রিপাবলইকান পার্টি। সূত্র: বিবিসি

নাইমুর/অমিয়/

চীনের সঙ্গে চাঁদে যাবে পাকিস্তান

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:১২ পিএম
চীনের সঙ্গে চাঁদে যাবে পাকিস্তান
পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের রোভার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) চীনের চ্যাং'ই ৮ মিশনে সহযোগিতার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দেওয়া পাকিস্তানের এক সরকারী বিবৃতিতে জানা যায়, ২০২৮ সালে চীন-পাকিস্তান যৌথ মিশনে সুপারকোর রোভার চাঁদে পাঠাবে।

রোভারটি চাঁদের দূর্গম ভূখণ্ড দক্ষিণ মেরুতে অবতরণ করবে যা পাকিস্তানের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

চীনের সঙ্গে পালিস্তানের এই অভিযান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

এই মিশনে রোভারটি চাঁদের মাটি পরীক্ষা, পৃষ্ঠের নকশা এবং চাঁদে মানুষের বসবাসের জন্য নতুন প্রযুক্তির পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।

বৃহত্তর আন্তর্জাতিক লুনার রিসার্চ স্টেশন প্রকল্পের রোভারটি অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত, যা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে চাঁদে অভিযানের পথ প্রশস্ত করতে পারবে।সূত্র:জিও নিউজ 

মেহেদী/সাদিয়া নাহার/

শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শ্রীলঙ্কানরা। ছবি: খবরের কাগজ

শ্রীলঙ্কার ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাতটা থেকে শুরু হওয়া এই ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আগামীকাল শুক্রবার নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। মোট ১৩ হাজার ৩১৪টি কেন্দ্রে ভোট হচ্ছে।
শ্রীলঙ্কার জাতীয় সংসদে মোট ২২৫টি আসন। এর মধ্যে ১৯৬টি আসনের প্রার্থীরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং বাকি ২৯টি আসনের সদস্যরা জাতীয় তালিকা থেকে মনোনীত হবেন।
 
২২৫ আসনের সংসদে নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসনে জয় পেতে হবে।
 
সবশেষ শ্রীলঙ্কার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে।

দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এল এ এম রত্মানায়েকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ব্যবস্থাসহ প্রায় পাঁচ হাজার পর্যবেক্ষক রাখা হয়েছে। কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ব্যবহার, ছবি বা ভিডিও করা বা অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জনগণকে নির্ভয়ে ভোট দিতে অনুরোধ করা হয়েছে। 

এবারের নির্বাচনে মোট আট হাজার ৮২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে তিন হাজার ৩৫৭ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রাপ্ত।

১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়া দেশটিতে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থা বিদ্যমান। এই ব্যবস্থার অধীনে প্রতিটি জেলায় প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়।

এই নির্বাচনকে মার্কসবাদী নতুন প্রেসিডেন্ট আনুরা কুমারা অনুরা কুমারা দিসানায়েকের দলের ক্ষমতাকে সুসংহত করা ও  অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরোনো দলগুলোকে পেছনে ফেলে জয়ী হয় অনুরা কুমারা দিশানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। তবে সেই নির্বাচনে দিশানায়েকের দল ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় বৃহস্পতিবারের নির্বাচনে তার দলের মধ্যে উদ্বেগ বেড়েছে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত এনপিপির জন্য বড় চ্যালেঞ্জ হলো দলটি শ্রীলঙ্কার রাজনৈতিক দৃশ্যপটে তুলনামূলক নবাগত। এছাড়া দলটির অনেক প্রার্থী ঐতিহ্যবাহী দলগুলোর সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে একেবারে নতুন মুখ।

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী সাজিথ প্রেমাদাসা এবং তার সামাগি জানা বালাওয়েগায়া বা ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টি এনপিপির প্রধান প্রতিদ্বন্দ্বী।

দিশানায়েকে তার দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় ভোটারদের সংসদে নির্বাচিত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। যাতে তিনি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য তাকে একটি জোটের ওপর নির্ভর করতে না হয়।
শ্রীলঙ্কানদের জন্য এই নির্বাচন একটি সিদ্ধান্তমূলক সময়ে সামনে এসেছে। কারণ, সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে দেশটি। এর আগে ২০২২ সালে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেউলিয়া ঘোষণা করা হয়েছিল দ্বীপরাষ্ট্রটিকে। সূত্র: ডেইলি মিরর

সুমন বিশ্বাস/অমিয়

Who are our lawmakers for next five years? People will decide today

বিপজ্জনক অবস্থায় দিল্লির আবহাওয়া

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম
বিপজ্জনক অবস্থায় দিল্লির আবহাওয়া
ঘন কুয়াশা ও ধোঁয়াশাচ্ছন্ন দিল্লির আবহাওয়া। ছবি: এনডিটিভি

ঘন কুয়াশা ও ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই সকালে ঘুম থেকে উঠতে হয়েছে দিল্লিবাসীর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় দিল্লির বাতাসের গুণগত মান সূচক (একিউআই) ছিল ৪৩২, যা ‘বিপজ্জনক’ ক্যাটাগরিতে পড়ে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)।

এদিকে দিল্লি ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ায় দৃষ্টিসীমা কমেছে। ফলে বিমান চলাচলে প্রভাব পড়েছে। এদিন সকালে পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরে শূন্য দৃষ্টিসীমা রিপোর্ট করা হয়। একইভাবে সকাল ৭টায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিমানবন্দরেও শূন্য দৃষ্টিসীমা দেখা যায়।

ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রী সতর্কীকরণ বার্তায় জানায়, আজ সকালে শীতের কুয়াশা অমৃতসর, বারাণসী এবং দিল্লিসহ বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। যাত্রীদের বিমান চলাচল সম্পর্কিত তথ্য মনিটর করতে এবং অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ুদূষণের ভয়াবহতা বেড়ে যায় এবং ৩৬টি মনিটরিং স্টেশনের মধ্যে ৩০টি স্টেশনে ‘বিপজ্জনক’ একিউআই রিপোর্ট করা হয়। 

দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে (একিউআই ৩৭৮), নয়ডায় (একিউআই ৩৭২) এবং গুরগাঁওয়ে (একিউআই ৩২৩) রেকর্ড করা হয়। যা ‘খুবই খারাপ’ ক্যাটাগরিতে পড়ে।
 
আবহাওয়ার এমন খারাপ গুণগতমান দীর্ঘস্থায়ী হলে দিল্লির সুস্থ মানুষেরও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) এবং আইআইটিএম জানিয়েছে, বাতাসের গতিবেগ বাড়ায় আজ থেকে দূষণের মাত্রা কমে যেতে পারে এবং একিউআই ‘খুবই খারাপ’ ক্যাটাগরিতে ফিরে আসার আশঙ্কা রয়েছে।

গতকাল বুধবার এ বছর প্রথমবারের মতো দিল্লির একিউআই ‘বিপজ্জনক’ ক্যাটাগরিতে পৌঁছে।

বায়ু গুণমান নিয়ন্ত্রণ কমিশন (সিএকিউএম) জানায়, এমন ঘন কুয়াশা সত্যিই অবিশ্বাস্য। একে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেছে। সূত্র:এনডিটিভি

তাওফিক/অমিয়/

সিআইএ প্রধান হচ্ছেন জন র‍্যাটক্লিফ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম
সিআইএ প্রধান হচ্ছেন জন র‍্যাটক্লিফ
জন র‍্যাটক্লিফ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএর প্রধান হচ্ছেন জন র‍্যাটক্লিফ। গত মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তার নাম ঘোষণা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে (২০২০ থেকে ২০২১) জন র‍্যাটক্লিফ জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। 

ট্রাম্প এক বিবৃতিতে র‍্যাটক্লিফ সম্পর্কে বলেন, ‘সত্য এবং সততার পক্ষে র‍্যাটক্লিফ সবসময় আমেরিকার জনগণের পক্ষে একজন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। সর্বোচ্চ মাত্রার জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার কাজে তিনি একজন নির্ভীক যোদ্ধার ভূমিকা পালন করবেন।’

র‍্যাটক্লিফ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত টেক্সাসের ৪র্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং হাউস ইন্টেলিজেন্স ও জুডিশিয়ারি কমিটির সদস্য ছিলেন। সূত্র: বিবিসি ও রয়টার্স