ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

যুদ্ধবিরতি আলোচনায় নেতানিয়াহুর বাগড়া ‘ইচ্ছাকৃত’ : লাপিদ

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:৫৪ এএম
যুদ্ধবিরতি আলোচনায় নেতানিয়াহুর বাগড়া ‘ইচ্ছাকৃত’ : লাপিদ
ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধীদল ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও অঞ্চলটিতে ইসরাইলি অভিযানের সুযোগ থাকতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ মাসের যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর আগে এমন দাবি করেন তিনি। 

তার এভাবে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করে তোলার বিষয়টিকে রাজনৈতিক খেলার অংশ এবং এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধীদল ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ। দেশটির স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

তিনি  বলেন, ‘নেতানিয়াহু তার রাজনৈতিক খেলার অংশ হিসেবে যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু মীমাংসার অযোগ্য শর্তজুড়ে দিয়েছেন যা ইতিবাচক ফলাফলের ক্ষেত্রে অন্তরায়।’ 

এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। 

দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর সম্মেলন শুরু হয়েছে গত সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান ওই সম্মেলনে উপস্থিত রয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গত সোমবার সম্মেলনের ফাঁকে জেবেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি বৃদ্ধির পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে বিবৃতিও দিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের  নির্বিচার হামলায় গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টার আরও ৫০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৪৩ জনে। সূত্র: আল-জাজিরা 

ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বাঁচলেন এক যাত্রী

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:২৯ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ১০:৩২ পিএম
ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বাঁচলেন এক যাত্রী
ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক যাত্রী। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় রমেশ বিশ্বাস কুমার নামে এক যাত্রীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানােনা হয়।

জীবিত ওই যাত্রী যুক্তরাজ্যে ফেরার পথে ছিলেন। জানা গেছে, তার সঙ্গে তার ভাইও ছিলেন। 

এ বিষয়ে আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, ‘আমরা একজন যাত্রীকে জীবিত উদ্ধার করেছি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।’

এর আগে সংবাদসংস্থা এএফপি আহমেদাবাদের পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে জানিয়েছিল, ‘এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে মনে হচ্ছে। যেহেতু বিমানটি আবাসিক এলাকায় এবং কিছু অফিসের উপর পড়েছে, তাই হতাহতের সংখ্যাও বেশি।’

এই ফ্লাইটের ২৪২ আরােহীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছাড়াও দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন।

জি এস মালিক বলেন, ‘উড্ডয়নের পর বিমানটি এখানে বিধ্বস্ত হয় এবং প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পারি যে, বিমানটি একটি ভবনে বিধ্বস্ত হয়েছে, যা একটি চিকিৎসকদের হোস্টেল। ঘটনার কয়েক মিনিট পরে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে... আমরা প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছি। অ্যাম্বুলেন্স হাসপাতালে যাওয়ার জন্য একটি করিডর তৈরি করতে আমরা সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি চিকিৎসকদের হোস্টেলের উপর।

ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।

এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছিল সেই হোস্টেলের ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে নিহত পাঁচজন মেডিকেল ছাত্রের মধ্যে নিহত চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর স্তরের আবাসিক শিক্ষার্থী। তাছাড়া আহত হয়েছেন অনেকে।

সুমন/

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে ছাত্রাবাসের ৫ শিক্ষার্থী নিহত

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৭:১১ পিএম
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে ছাত্রাবাসের ৫ শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন আবাসিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৪০ জন চিকিৎসক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

নিহতদের মধ্যে চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর স্তরের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ছবিতে দেখা গেছে, বিমানের একটি অংশ বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ভেতরে আটকে রয়েছে। তাছাড়া ছবিতে হোস্টেলের ক্যান্টিনের টেবিলে খাবারের প্লেট এবং গ্লাস পড়ে থাকতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় মেডিকেলের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।

বিজে মেডিকেল কলেজের একজন প্রত্যক্ষদর্শী ডা. শ্যাম গোবিন্দ এনডিটিভিকে বলেন, ‘আমি এবং আমার জুনিয়র ডাক্তার আহত হয়েছি। ৩০-৪০ জন স্নাতকোত্তর চিকিৎসকও আহত হয়েছেন। এক থেকে দুইজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর।’

দুর্ঘটনার সময় হোস্টেলে উপস্থিত এক মেডিকেল ছাত্রের মা রামিলা জানান, তার ছেলে দুপুরের খাবারের বিরতিতে ছিলেন। নিজেকে বাঁচাতে সে ভবনের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন।

লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে  ৮২৫ ফুট উচ্চতা উঠে ধীরে ধীরে নিচে নেমে যায়। পরে এটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়।

এই বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

> এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের কোনো আরোহী বেঁচে নেই

অমিয়/

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের কোনো আরোহী বেঁচে নেই

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের কোনো আরোহী বেঁচে নেই
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক।

সংবাদসংস্থা এএফপি আহমেদাবাদের পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে জানায়, ‘এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে মনে হচ্ছে। যেহেতু বিমানটি আবাসিক এলাকায় এবং কিছু অফিসের উপর পড়েছে, তাই হতাহতের সংখ্যাও বেশি।’

এই ফ্লাইটের ২৪২ আরােহীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছাড়াও দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন।

জি এস মালিক বলেন, ‘উড্ডয়নের পর বিমানটি এখানে বিধ্বস্ত হয় এবং প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পারি যে, বিমানটি একটি ভবনে বিধ্বস্ত হয়েছে, যা একটি চিকিৎসকদের হোস্টেল। ঘটনার কয়েক মিনিট পরে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে... আমরা প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছি। অ্যাম্বুলেন্স হাসপাতালে যাওয়ার জন্য একটি করিডর তৈরি করতে আমরা সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি চিকিৎসকদের হোস্টেলের উপর।

ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।

এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছিল সেই হোস্টেলের ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে নিহত পাঁচজন মেডিকেল ছাত্রের মধ্যে নিহত চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর স্তরের আবাসিক শিক্ষার্থী। তাছাড়া আহত হয়েছেন অনেকে।

>> এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ

অমিয়/

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ
ছবি: খবরের কাগজ

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার যে ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়েছে, এর যাত্রীদের জাতীয়তা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১২ জুন) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি স্টুডেন্ট হোস্টেলের কাছে।

এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইট এআই১৭১ আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।

এই ফ্লাইটে সব মিলিয়ে ২৪২ জন আরােহী ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয় ছিলেন। ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। তাছাড়া, দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন।

এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।

দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি নেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার পর বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) বোয়িংয়ের একটি সম্ভাব্য কারিগরি দলের সাথে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে বলে আশা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্মকর্তারা এখনও কোনো বিবৃতি প্রকাশ করেননি।

> ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

অমিয়/

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২:৫৬ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি শহরের মেঘানি এলাকায় আছড়ে পড়ে।

ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) তথ্য অনুযায়ী, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী, দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু।

বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।

দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি নেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার পর বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

উদ্ধারকাজ চালানোর জন্য দুর্ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন এবং বহু অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) বোয়িংয়ের একটি সম্ভাব্য কারিগরি দলের সাথে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে বলে আশা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্মকর্তারা এখনও কোনো বিবৃতি প্রকাশ করেননি।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক রুটে বেশি জ্বালানি নেওয়ার ফলে আগুন নেভানো উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এয়ার ইন্ডিয়া তাদের প্রথম আনুষ্ঠানিক বার্তায় বলেছে, ‘আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক পরিচালিত ফ্লাইট AI171, আজ, ১২ জুন ২০২৫ তারিখে ঘটনায় পতিত হয়েছে। এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

অমিয়/