
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও অঞ্চলটিতে ইসরাইলি অভিযানের সুযোগ থাকতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ মাসের যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর আগে এমন দাবি করেন তিনি।
তার এভাবে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করে তোলার বিষয়টিকে রাজনৈতিক খেলার অংশ এবং এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধীদল ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ। দেশটির স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নেতানিয়াহু তার রাজনৈতিক খেলার অংশ হিসেবে যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু মীমাংসার অযোগ্য শর্তজুড়ে দিয়েছেন যা ইতিবাচক ফলাফলের ক্ষেত্রে অন্তরায়।’
এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর সম্মেলন শুরু হয়েছে গত সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান ওই সম্মেলনে উপস্থিত রয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গত সোমবার সম্মেলনের ফাঁকে জেবেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি বৃদ্ধির পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে বিবৃতিও দিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টার আরও ৫০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৪৩ জনে। সূত্র: আল-জাজিরা