
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচারণায় দেশটির সাবেক প্রেসিডেন্টের ওপর হামলাকারী ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস সেমিঅটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালিয়েছিলেন বলে জানায় এফবিআই।
পেনসিলভেনিয়া রাজ্যের ভোটার স্ট্যাটাস রেকর্ড অনুযায়ী বেথেল পার্কের বাসিন্দা ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘একটি গুলি করা হয়েছিল যা আমার ডান কানের উপরের অংশে বিদ্ধ হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, নিহত বন্দুকধারী হামলা চালানোর জন্য একটি AR-15 সেমিঅটোমেটিক রাইফেল ব্যবহার করেছিলেন।
হামলার পরে সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের নির্বাচনি প্রচার মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুড়েন। সমাবেশস্থলের বাইরে থেকেই এই হামলা চালানো হয়। এ হামলায় মঞ্চের সামনে দর্শকসারিতে থাকা একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
এপি জানায়, ট্রাম্প নিউ জার্সিতে পৌঁছেছেন। মধ্যরাতের পরপরই তার ডেপুটি ডিরেক্টর (মিডিয়া) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এ ভিডিওতে ট্রাম্পকে নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জেট থেকে নামতে দেখা যায়। ট্রাম্পকে স্থির এবং ভালো অবস্থায় দেখা গেছে। তিনি তার নিকটবর্তী প্রাইভেট গলফ ক্লাবে রাত কাটানোর পরিকল্পনা করেছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট
অমিয়/