রাশিয়াকে সামরিক ও শিল্পক্ষেত্রে সাহায্যের অভিযোগে ১৫টি ভারতীয় কোম্পানিসহ ২৭৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
একই অভিযোগে চীন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও তুরস্কের কোম্পানিও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইউক্রেনের বিরুদ্ধে অবৈধভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যারা উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আমেরিকা।
ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি অ্যাডিমো বলেছেন, রাশিয়াকে যুদ্ধ থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হচ্ছে, এবং এই নিষেধাজ্ঞাগুলো সেই প্রচেষ্টারই অংশ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যারা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, রাশিয়াকে সামরিক অস্ত্র উৎপাদনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরবরাহের জন্য চীনের একটি কোম্পানিকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত তালিকায় ভারতীয় যে কোম্পানিগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে- আবহার টেকনোলজিস অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ডেনভাস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এমসিস্টেক, গ্যালাক্সি বেয়ারিংস লিমিটেড, অর্বিট ফিনট্রেড এলএলপি, ইনোভিও ভেঞ্চারস, কেডিজি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, এবং খুশবু হোনিং প্রাইভেট লিমিটেড।
এছাড়াও অন্যান্য ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লোকেশ মেশিনস লিমিটেড, পয়েন্টার ইলেকট্রনিক্স, আরআরজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, শার্পলাইন অটোমেশন প্রাইভেট লিমিটেড, শৌর্য এরোনটিক্স প্রাইভেট লিমিটেড, শ্রীজি ইমপেক্স প্রাইভেট লিমিটেড, এবং শ্রেয়া লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বুধবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ যুদ্ধ পরিচালনার জন্য ৪০০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: এনডিটিভি
তাওফিক/অমিয়/