ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

কমলা হ্যারিসের রানিং মেটের নাম ঘোষণা ৫ আগস্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:০৫ পিএম
আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম
কমলা হ্যারিসের রানিং মেটের নাম ঘোষণা ৫ আগস্ট
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী ৫ আগস্ট তার রানিং মেটের নাম ঘোষণা করবেন।

বুধবার (৩১ জুলাই) এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) সাংবাদিকরা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট বাছাইয়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে নেতিবাচক জবাব দেন।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করার কথা ছিল কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনে বিতর্কে হেরে যাওয়ার পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় ডেমোক্র্যাট পার্টি।

পরে গত ২১ জুলাই তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

তারপরই প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়। সূত্র: রয়টার্স

সাদিয়া নাহার/অমিয়/

পার্লামেন্ট ভাঙার আশঙ্কা, জলে কুমির ডাঙায় বাঘ পরিস্থিতিতে নেতানিয়াহু

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
পার্লামেন্ট ভাঙার আশঙ্কা, জলে কুমির ডাঙায় বাঘ পরিস্থিতিতে নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

নিজের জোট ও বিরোধীদের চাপে মারাত্মক বেকায়দায় পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার জোট ছাড়ার হুমকি দিয়ে তার গদি আরও নড়বড়ে করে দিলো কট্টর রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। এছাড়া তৈরি হয়েছে পার্লামেন্ট ভাঙার আশঙ্কা।

গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই যথেষ্ট বেকায়দা অবস্থায় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

এমতাবস্থায় বুধবার (৪ জুন)  ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নেতানিয়াহুর জোট সরকারের শরিক ইউটিজে হুমকি দিয়েছে, ধর্মীয় শিক্ষায় ব্যস্ত কট্টর রক্ষণশীল পুরুষদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের বিধি সংশোধন না করলে তারা জোট ছেড়ে নেতানিয়াহুকে দুর্বল করেই ক্ষান্ত হবে না, বরং আগামী সপ্তাহে বিরোধীদলের প্রস্তাবে সমর্থন জানিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টাও করবে।

কঠোর ধর্ম চর্চারত পুরুষদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিয়ে জোটের মধ্যে কয়েকদিন ধরেই চরম মতবিরোধ চলছে। এরমধ্যে গাজায় নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা নিয়ে বিভিন্ন কারণে নাখোশ থাকায় আগামী সপ্তাহে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করবে প্রধান বিরোধী দল ইয়েশ আতিদ।

বিরোধীদলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ‘এই নেসেট (ইসরায়েলি পার্লামেন্টের নাম নেসেট) শেষ। তাদের সামনে আর কোনও পথ খোলা নেই।’

পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য ১২০ সদস্যের আইনবিভাগের ৬১ জনের সমর্থন প্রয়োজন।

সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, দেশের মানুষের কাছে নেতানিয়াহুর জনপ্রিয়তা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। গাজায় যুদ্ধ এবং জিম্মিদের রক্ষায় নেতানিয়াহু সরকারের পন্থায় ক্ষুব্ধ রয়েছেন অনেক ইসরায়েলি। এ অবস্থায় ভোট হলে নেতানিয়াহুর ক্ষমতা হারানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে।

ইউটিজের নেতা ইতঝাক গোল্ডনোপফের এক মুখপাত্র রয়টার্সকে জানান, তাদের দাবি মেনে না নিলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে বিরোধীদের সমর্থন দেবে ইউটিজে।

অবশ্য,পরিস্থিতি খুব একটা সরলীকরণও করা যাচ্ছে না। বিধি সংশোধন না করলে যেমন কট্টরপন্থিদের সমর্থন হারানোর ঝুঁকি আছে, তেমনি অন্যদিকে, ইউটিজের দাবি মেনে নিলে ধর্মনিরপেক্ষ দলগুলো আবার নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হতে পারে। 

অর্থাৎ, পুরো জলে কুমির ডাঙায় বাঘ পরিস্থিতিতে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

দেশটিতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরেই একের পর এক সংকট কোনও রকম উতরে গিয়ে টিকে আছেন তিনি। 

আগামী সপ্তাহের ভোটের আগে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নেতানিয়াহু আর তার মিত্রদের হাতে আছে খুব অল্প কিছু সময়।
ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘জোট শরিকদের মধ্যে সমঝোতা চলছে।’

পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টরপন্থী ও ধর্মনিরপেক্ষ ডানপন্থি জোটের আট আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইউটিজের দখলে আছে সাতটি এবং আরেক কট্টর দল শাসের আছে ১১টি আসন।

এদিকে,পুরো সংকট নিয়ে নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি শব্দও জানানো হয়নি।

সুলতানা দিনা/

জার্মান শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা আতঙ্ক: ২০ হাজার বাসিন্দা স্থানান্তর

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
জার্মান শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা আতঙ্ক: ২০ হাজার বাসিন্দা স্থানান্তর
ছবি: সংগৃহীত

জার্মানির কোলন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১০ থেকে ২০ টন ওজনের তিনটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ হাজার ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

শহরের কর্মকর্তারা জানান, প্রথমত, তাদের বোমাগুলো নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে আরেকটি বিকল্প হতে পারে নিরাপদে বিস্ফোরণ ঘটানো।

তবে সেটি অনেক বড় একটি অভিযান হবে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি সীমিত করার জন্য এই এলাকায় বালি এবং পানি আনতে হবে। কর্তৃপক্ষ এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছে।

কর্তৃপক্ষ আশা করছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা সময়মতো বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হবেন যাতে বুধবার রাতের মধ্যে মানুষ তাদের ঘরে ফিরে যেতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোলন হচ্ছে প্রথম জার্মান শহর যেটি রয়্যাল এয়ার ফোর্সের ,০০০ বোমারু বিমানের আক্রমণের সম্মুখীন হয়েছিল। ১৯৪২ সালের ৩০শে মে এক রাতে শহরটিতে প্রায় ,৪০০ টন বোমা ফেলা হয়েছিল। তবে আজ যে বোমাগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে সেগুলো কোন অঞ্চলের তা স্পষ্ট নয়।

সোমবার (০২ জুন) ডয়ৎস এলাকার একটি জাহাজ নির্মাণকেন্দ্রে যুক্তরাষ্ট্রের তৈরি এই বোমাগুলো শনাক্ত  করা হয়। বোমাগুলোর এখনও বিপজ্জনক হতে পারে বলে জানায় জার্মানির বোমা নিষ্ক্রিয়কারী সংস্থা।

বুধবার (০৪ জুন)  এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মার্কিন সংবাদ সংস্থা দ্য বস্টন গ্লোব।

বুধবার (০৪ জুন) নিষ্ক্রিয়করণ কাজ শুরুর আগে হাজার মিটার ব্যাসার্ধের একটি এলাকা পুরোপুরি সিল করে দেওয়া হয়। ওই এলাকার আবাসিক ভবন থেকে শুরু করে দোকান, হোটেল, সরকারি ভবন, নয়টি স্কুল এবং ৫৮টি হোটেলসহ একটি বড় হাসপাতাল এবং মেসে/ডয়ৎস ট্রেন স্টেশন খালি করে ফেলা হয়।

কর্তৃপক্ষ জানায়, যদি কেউ নিজ থেকে না বের হয়, তাহলে তাকে পুলিশ জোরপূর্বক সরিয়ে নেবে। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানাও করা হবে।

সকালে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সতর্ক করে দেওয়া হয়। এসময় শহরের ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়। ফিলহারমোনি কনসার্ট হল বিভিন্ন জাদুঘরসহ সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান দিনের বেলায় কার্যক্রম বন্ধ রাখে। এডুয়ারডাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীদের অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এদিকে যেসব মানুষ সময়ে থাকার জায়গা পাচ্ছেন না তাদের জন্য দুটি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, শান্ত থাকুন, আইডি কার্ড, প্রয়োজনীয় ওষুধ এবং পোষা প্রাণী সঙ্গে নিয়ে বের হন।

যদিও কোলন বন বিমানবন্দরে ফ্লাইট চলবে, তবে ট্রেন সড়ক যোগাযোগে বিপর্যয়ের কারণে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

তবে এই অভিযানের কারণে অনেক মানুষের ব্যক্তিগত পরিকল্পনাও ভেস্তে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শহরের ঐতিহাসিক টাউন হল ভবনে বুধবার ১৫টি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেগুলো শহরের অন্য একটি জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: দ্য বস্টন গ্লোব

সুলতানা দিনা/

গাজায় মৃত্যু ও অনাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:১৬ এএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:৪০ এএম
গাজায় মৃত্যু ও অনাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৪ জুন) কাউন্সিলের অন্য ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয়।

এদিকে ত্রাণ অবরোধের মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রস্তাবে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ওয়াশিংটন বলেছে, এটি ‘অসম্ভব প্রস্তাব’ যুদ্ধবিরতির দাবি সরাসরি বন্দিদের মুক্তির সঙ্গে সম্পর্কিত নয়।

ভোটগ্রহণ শুরুর আগে বক্তব্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরোথি শেয়া তার দেশের এই প্রস্তাবের বিরোধিতার বিষয়টি অত্যন্ত স্পষ্ট করে দেন। তিনি বলেন, এটি ‘আশ্চর্যের কিছু নয়’ যে যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে। প্রস্তাবটি ১৫ সদস্যবিশিষ্ট পরিষদের ১০টি দেশ উপস্থাপন করেছিল।

তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে প্রতিরক্ষা ও হামাসবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরেন।

তিনি পরিষদকে জানান, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং এটি নিশ্চিত করা যে, তারা আর কখনও ইসরায়েলকে হুমকি দেওয়ার মতো অবস্থানে থাকবে না।

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘সব ধরনের সীমা অতিক্রম করেছে’ এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, ‘তবুও, একটি দেশের পক্ষপাতদুষ্ট আশ্রয়ে এই লঙ্ঘনগুলো বন্ধ হয়নি বা এর জন্য কাউকে দায়ী করা হয়নি।’

এখানে রাষ্ট্রদূত ফু কং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করছেন, যারা ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং জাতিসংঘে বারবার প্রস্তাবে ভেটো দিয়ে আসছে।

যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েল বারবার কোনো শর্ত ছাড়াই বা স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তাদের দৃঢ় অবস্থান হলো, হামাস ক্ষমতায় থাকতে পারবে না, গাজায়ও নয়।

ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে, যার ফলে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নির্মম অবরোধ অব্যাহত রেখেছে। সেখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তারা শুধু সামান্য ও কঠোরভাবে নিয়ন্ত্রিত ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে।

গাজা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বুধবার অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জনের বেশি আহত হয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে, জাতিসংঘের সাহায্য-প্রধান টম ফ্লেচার আবারও জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীগুলোকে গাজার মানুষকে সহায়তা করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন।

অমিয়/

গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ১০০, আহত ৪৪০

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:০৫ এএম
গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ১০০, আহত ৪৪০
ইসরায়েলি হামলায় নিহত স্বজনদের মৃতদেহ নিয়ে গাজার আস শিফা হাসপাতাল প্রাঙ্গণে কান্না করছেন মৃতদের স্বজনরা। ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ইসরায়েলি হামলায় আরও দুইজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

চলতি বছরের ১৮ মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ৪ হাজার ৩৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১৩ হাজার ৩০০ জনকে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়েছে, যেন তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রগুলোর আশেপাশের সড়কের কাছে না যায়। এসব ত্রাণ বিতরণ কেন্দ্র একদিনের জন্য বন্ধ থাকবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার সুযোগ সৃষ্টির আহ্বানে একটি প্রস্তাবের ওপর ভোট দিতে যাচ্ছে। তবে এই প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের চালানো হামলায় গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬০৭ জনে। আহত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৪১ জন। সূত্র: আল জাজিরা

 

বেঙ্গালুরুতে আইপিএল উদযাপনে পদদলিত হয়ে নিহত ১১

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
বেঙ্গালুরুতে আইপিএল উদযাপনে পদদলিত হয়ে নিহত ১১
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আইপিএলের জয় উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় শহরের এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের খেলোয়াড়দের এক নজর দেখতে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে ভিড় জমান। জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি বিশৃঙ্খল রূপ ধারণ করে। একাধিক প্রবেশপথে জনতা ঢোকার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। এ সময় হুড়োহুড়ির মধ্যে পদদলনের ঘটনা ঘটে।’

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘আরসিবির আইপিএল জয়ের আনন্দ এক মুহূর্তেই শোকাবহ ঘটনায় পরিণত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। দলের প্রতি ভালোবাসা থাকুক, কিন্তু জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আমি সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিট ছাড়াই বহু মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। কেউ কেউ দেয়াল ও বেড়া বেয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ বারবার অনুরোধ করলেও ভক্তরা তা না শুনে আরও অস্থির হয়ে ওঠেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মেট্রো স্টেশন ও রাস্তার ভিড় রাজনৈতিক সমাবেশ বা উৎসবের মিছিলে রূপ নিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জনসমাগমের পূর্বপ্রস্তুতির অভাব ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে

সুমন/