ঢাকা ৩০ ভাদ্র ১৪৩১, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আরেকটি ‘রক্তাক্ত দিন’ পার করল গাজা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম
আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১০:০০ এএম
আরেকটি ‘রক্তাক্ত দিন’ পার করল গাজা
ইসরায়েলে বৃহস্পতিবারের হামলায় ২৭ জন নিহতের ঘটনায় দিনটিকে ‘বিশেষভাবে রক্তাক্ত দিন’ বলে অভিহিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তত ২৭ জন মারা গেছে ইসরায়েলি আক্রমণে। দিনটিকে ‘বিশেষভাবে রক্তাক্ত দিন’ বলে অভিহিত করা হয়েছে।

নিহতদের মধ্যে এক ফিলিস্তিনি মা ও তার চার সন্তান রয়েছে যারা ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের থাকার তাঁবুটি। তারা নিহত হয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসে।

উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, সেখানে বড় মাপের সামরিক অভিযান পরিচালনা করা হবে।

ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত নির্যাতন খতিয়ে দেখতে প্যালেস্টিনিয়ান প্রিজনারস সোসাইটি থেকে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলে আক্রমণের মুখে ফিলিস্তিনে তাদের পোলিও মহামারি ঠেকানোর কর্মসূচি কঠিন হয়ে উঠেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৩৯ হাজার ৬৯৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৯১ হাজার ৭২২ জন। অন্যদিকে ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে আঘাত হেনেছিল, তাতে মারা যায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন।

এদিকে হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনাওয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার এক সামরিক ঘাঁটিতে উপস্থিত হয়ে বলেন, ইসরায়েল নিজেকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের রক্ষায় আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দুই দিক থেকেই প্রস্তুত।’ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সিনাওয়ারকে খুঁজে বের করে তাকে হত্যা করতে এবং হামাসকে নতুন নেতা খুঁজে নিতে বাধ্য করবে।

সিনাওয়ার ২০১৭ সাল থেকে হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্তহত্যায় নিহত হন। ইসরায়েল তাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কিছু বলেনি। সূত্র: আল-জাজিরা, এএফপি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কড়া ভাষায় প্রত্যাখ্যান ভেনেজুয়েলার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কড়া ভাষায় প্রত্যাখ্যান ভেনেজুয়েলার
ভেনেজুয়েলার সংসদ ভবন

ভেনেজুয়েলার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে দেশটি।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘একতরফা, অবৈধ ও বলপ্রয়োগমূলক পদক্ষেপ’ এবং ‘আগ্রাসনের নতুন অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন আবারও ‘আন্তর্জাতিক আইন, জনগণের নিয়ন্ত্রণ এবং ভেনেজুয়েলানদের গণতান্ত্রিক ইচ্ছার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা’ প্রদর্শন করেছে। মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এই নিষেধাজ্ঞা ২০২৩ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার চুক্তির লঙ্ঘন।

এর আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিভিন্ন শাখায় কর্মরত ১৬ কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করা কর্মকর্তারা ভেনেজুয়েলার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ‘গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছে এবং নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে।’ তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ছিলেন দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিসের সভাপতি ক্যারিসলিয়া রদ্রিগেজ এবং জাতীয় পরিষদের প্রথম ভাইস প্রেসিডেন্ট পেদ্রো ইনফান্তে। সূত্র: এপি

উত্তর কোরিয়া নিষিদ্ধ ইউরেনিয়াম সাইটের ছবি প্রকাশ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ এএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ এএম
নিষিদ্ধ ইউরেনিয়াম সাইটের ছবি প্রকাশ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির একটি অজ্ঞাত স্থানে পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট ও অস্ত্র তৈরির পারমাণবিক উপকরণ উৎপাদনের ঘাঁটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি শুক্রবার এই ছবি প্রকাশ করে

প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির নেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ করবে এমন একটি সাইট পরিদর্শন করেন। পরে সে ছবি প্রকাশ করা হয়।

পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদন করে সেন্ট্রিফিউজ। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওই সাইট পরিদর্শনের সময় কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এ জন্য তিনি আরও বেশিসংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন পারমাণবিক অস্ত্রবিষয়ক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন। 

প্রতিবেদনে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে। 

উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক সংস্থার প্রস্তাবের অধীনে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হয়। তবে কিমের ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট পরিদর্শনের সময় ও অবস্থান সম্পর্কিত তথ্য প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। সূত্র: রয়টার্স

ন্যাটো মিত্রদের পুতিনের হুঁশিয়ারি, ৬ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ এএম
ন্যাটো মিত্রদের পুতিনের হুঁশিয়ারি, ৬ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার
রাশিয়ার কারস্ক অঞ্চলে পড়ে আছে ইউক্রেনের হামলায় বিধ্বস্ত ট্যাংক। কারস্কে ইউক্রেনীয় আক্রমণের তীব্রতা ফুঁটিয়ে তুলেছে বিষয়টি। সংগৃহীত

পশ্চিমকে সতর্ক করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে এক বক্তব্যে তিনি গত বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হলে তা হবে যুদ্ধ-কর্মকাণ্ডের শামিল।

পুতিন সাংবাদিকদের বলেন, ‘এর অর্থ হলো ন্যাটো দেশগুলো– যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো– রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে। আর এ রকমটি হলে মনে রাখবেন আমাদের ওপর আসা হুমকি মোকাবিলায় আমরাও প্রতিক্রিয়ায় যথাযথ সিদ্ধান্ত নেব।’

পুতিনের মন্তব্য এমন একটি সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্র অংশীদাররা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চাইছে। ওই অস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামোতে আঘাত হানতে পারবে। কিয়েভ যুদ্ধের শুরু থেকেই এটি নিয়ে প্রকাশ্যে চাপ দিয়ে আসছে ন্যাটো মিত্রদের।

কিয়েভে সাম্প্রতিক এক সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহ প্রশ্নে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এদিকে, ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। সেখানে থেকেই তিনি পুতিনের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবিসির খবর বলছে, হুমকি খুব একটা আমলে নেননি স্টারমার। ইউক্রেনের প্রতিরক্ষা ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের নিজেকে রক্ষার অধিকার রয়েছে। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও জানিয়েছেন, পুতিনের হুঁশিয়ারিতে তিনি উদ্বিগ্ন নন। 

এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘এটি খুব জরুরি যে ইউক্রেন ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্রের সব বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তবে আমি প্রেসিডেন্ট পুতিনের সর্বশেষ বিবৃতিকে বেশি গুরুত্ব দেব না। রাশিয়া যে যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটিই উঠে এসেছে তাদের বক্তব্যে।’

ছয় ব্রিটিশ কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কার
রাশিয়ার এফএসবি নিরাপত্তা সেবা গত শুক্রবার ছয় ব্রিটিশ কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনের অভিযোগ এনেছে তারা। 

এ প্রসঙ্গে মস্কোর ব্রিটিশ দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সোভিয়েত ইউনিয়নের আমলে গোয়েন্দা সংস্থা হিসেবে গোটা বিশ্বেই পরিচিতি লাভ করেছিল কেজিবি। পরে দেশটি ভেঙে রাশিয়া হওয়ার পর কেজিবির উত্তরসূরি হয় এফএসবি। 

গোয়েন্দা সংস্থাটি বলছে, তাদের কাছে অভিযোগের সত্যতা নিশ্চিত করছে এ রকম নথি রয়েছে। এ রকমই এক নথির বরাতে তারা জেনেছে, পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি প্রতিকূল করে তোলার পেছনে ভূমিকা রাখছে লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে কাজ করছিল। 

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। 

এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা বলেছে, ‘রাশিয়ার কর্তৃপক্ষ গত মাসে যুক্তরাজ্যের ৬ কূটনীতিকের কূটনৈতিক মর্যাদা বাতিল করেছে। ইউরোপ ও যুক্তরাজ্যে রাশিয়া যে কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটির প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্র সরকার যা করেছে তারই জেরে ওই ঘটনা ঘটিয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি, রয়টার্স

পশ্চিমবঙ্গে কর্মবিরতিতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মমতার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
পশ্চিমবঙ্গে কর্মবিরতিতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মমতার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে এখন পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ওই ২৯ জনের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মমতা বলেন, ‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দুই লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’

আরজি করে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে তারা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদে বসেছেন। গতকাল প্রতিবাদের চতুর্থ দিন ছিল। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ছয় মাস বিনা বিচারে জেলে থাকার পর কারামুক্ত হতে যাচ্ছেন দেশটির আম আদমি পার্টির (এএপি) প্রধান এই নেতা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি সরকারের মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত মার্চে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে কারাগারে আছেন তিনি।

গত জুনে নিম্ন আদালতে তিনি জামিন পেলেও কারামুক্ত হওয়ার আগ মুহূর্তে তার জামিন আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। তাদের যুক্তি শুনে দিল্লি হাইকোর্ট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করেন। পরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই পদক্ষেপের বৈধতা তুলে উচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি।

গতকাল সকালে কেজরিওয়ালের দুটি আবেদনের বিষয়ে পৃথক আদেশ দিয়েছেন দুই বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও সূর্য কান্ত। তবে দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল তার অফিসে বা দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না এবং ফাইলে স্বাক্ষর করতে পারবেন না।