ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০
গত বুধবার সিরিয়ার আজাজে একটি ট্রাকবোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৩ জন আহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ট্রাকবোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গত বুধবার ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন তুরস্ক সমর্থিত ‘সিরিয়ান ন্যাশনাল আর্মি’র সদস্য।

বিস্ফোরণের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বিস্ফোরণস্থলে শেল নিক্ষেপ করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে এসডিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার আলেপ্পো প্রদেশে অবস্থিত আজাজ শহরটি সিরীয় সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দিশ বাহিনী সরাতে স্থল অভিযান পরিচালনা করে আসছে তুরস্ক।

জুলাই মাসে উত্তর ও উত্তর-পশ্চিম সিরিয়ায় তুরস্কবিরোধী প্রতিবাদ হয়েছে। আঙ্কারা নিয়ন্ত্রিত এলাকাজুড়ে শত শত মানুষকে এ সময় রাস্তায় নেমে আসতে দেখা যায়। কিছু সশস্ত্র প্রতিবাদকারী তুরস্কের ট্রাক, সামরিক পোস্ট ও পতাকা নামিয়ে ফেলে। অনেকে সীমান্ত পারাপার এলাকাও অতিক্রম করার চেষ্টা করে। সংঘর্ষে জড়ায় তুরস্কের সীমান্তরক্ষীদের সঙ্গে। সূত্র: এএফপি

আরজি কর কাণ্ড : ভারতজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
আরজি কর কাণ্ড : ভারতজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি
চিকিৎসক আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা ভারত

হাসপাতালে চিকিৎসক আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রয়েছে কলকাতা। এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আন্দোলন-প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনার নিন্দায় ও চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ভারতজুড়ে এক ঘণ্টার কর্মবিরতি পালন করে সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১২-১টা দেশজুড়ে একঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। মানববন্ধন করে, কালো ব্যাচ পরে ডিউটি করে প্রতিবাদ জানানো হয়েছে। 

একই সঙ্গে তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ করে, দোষীদের শাস্তি না দেওয়া হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

এদিকে আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসকদের সংগঠন। ভারতের প্রসিদ্ধ সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিংকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। তার আগেই বড় পদক্ষেপ জুনিয়র ডক্টরস ফ্রন্টের।

দিল্লির জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ)’ পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সঙ্গে দিল্লি প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক বৈঠক করেছে।

মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কাজে যোগ না দেওয়ার জন্য কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়র চিকিৎসকদের শীর্ষ আদালতে অস্বস্তিতে পড়তে হতে পারে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে যৌথ সাংবাদিক বৈঠকে বাংলার জুনিয়র চিকিৎসকদের সুরে সুর মিলিয়েই আরডিএর প্রতিনিধিরা সোমবার আরজি কর-কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।

সালমান/

 

ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন
ইরানে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে অনশন করেছেন এভিন কারাগারে বন্দি ৩৪ নারী কারাবন্দি। ছবি: সংগৃহীত

ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৪ নারী কারাবন্দি অনশন করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ কথা জানান।

দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে পুলিশ গ্রেপ্তার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেপ্তারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয়। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেপ্তার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।

ফাউন্ডেশন থেকে বলা হয়, ‘আজ (১৫ সেপ্টেম্বর) এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা (জিনা) আমিনি হত্যার স্মরণে অনশন করছেন।’

এ দিকে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন। সূত্র: এএফপি

সাদিয়া নাহার/অমিয়/

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের প্রাণহানি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের প্রাণহানি
শনিবার নাইজেরিয়ার জামফারা প্রদেশের নৌকা ডুবে ৬৪ জন মারা যাওয়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জামফারা প্রদেশের যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬৪ জনেরও বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার ৭০ জন কৃষক নিয়ে নৌকাটি জামফারা রাজ্যের গুম্মি নদীর ওপারে তাদের খামারে যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে যায়।

বন্যাকবলিত গুম্মি জেলার রাজনৈতিক প্রশাসক না'আল্লাহ মুসা বলেন, ‘দুর্ঘটনার পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে যাত্রীদের মরদেহ সন্ধান করছে। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

মুসা আরও বলেন, নৌকাটি ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করছিল। তাই এটি উল্টে যায়।

রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বন্যা ও কৃষকদের মৃত্যুতে সমবেদনায় প্রকাশ করেছেন। টিনুবু ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি গুম্মি এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় ১০ হাজারের বেশি লোক অন্যত্র সরে গিয়েছে। সূত্র: রয়টার্স

সাদিয়া নাহার/অমিয়/

চীনে বাড়ির দাম ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমেছে

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
চীনে বাড়ির দাম ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমেছে
চীনের শানডং প্রদেশে আবাসন খাতের কেনাকাটার একটি কার্যালয়ে দর্শনার্থীরা।  ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্টে চীনের নতুন বাড়ির দাম গত ৯ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। গত শনিবার দেশটির একটি সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটির খবরে বলা হয়, আবাসন খাতের উন্নতিতে চীন সরকারের প্রণোদনাসহ সহায়ক পদক্ষেপগুলো সত্ত্বেও অর্থপূর্ণ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয় খাতটি। এই কারণে দেশটিতে বাড়ির দাম কমেছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের পরিসংখ্যান বলছে, চলতি বছরের আগস্টে দেশটিতে নতুন বাড়ির দাম গত বছরের তুলনায় ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। সে হিসাবে ২০১৫ সালের মে মাসের পর এবার দাম সবচেয়ে বেশি কমেছে। এর আগে জুলাই মাসে দাম কমেছিল ৪ দশমিক ৯০ শতাংশ। মাস অনুযায়ী দেখলে নতুন বাড়ির দাম ১৪ মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। এমনকি চলতি মাসেই দাম প্রায় দশমিক ৭০ শতাংশ কমেছে, যা গত জুলাই মাসের একই সময়ের সমান।

খবরে বলা হয়, আবাসন বাজার বেশ কয়েকটি কারণে ভুগছে। এর মধ্যে রয়েছে চরমভাবে ঋণগ্রস্ত ডেভেলপার, অসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট এবং ক্রেতার আস্থা হ্রাস। এর ফলে দেশটির আর্থিক ব্যবস্থা কিছুটা চাপে পড়েছে এবং চলতি বছরের জন্য নির্ধারিত ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে দূরে সরে গেছে চীন।

রয়টার্সের একটি জরিপে ভবিষ্যদ্বাণী করে বলা হয়, চীনের বাড়ির দাম ২০২৪ সালে ৮ দশমিক ৫০ শতাংশ কমবে এবং ২০২৫ সালে এটি কমবে ৩ দশমিক ৯০ শতাংশ। কারণ বর্তমানে আবাসন খাতটি স্থিতিশীল হওয়ার জন্য সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে।

আবাসন খাাতের কোম্পানি সেন্টালাইনের প্রধান বিশ্লেষক ঝাং দাওয়েই বলেছেন, চীনের আবাসন বাজার এখনো ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। কারণ বাড়ির ক্রেতাদের চাহিদা, আয় ও আস্থা পুনরুদ্ধার হতে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, বাজারটি একটি শক্তিশালী নীতির জন্য উন্মুখ হয়ে আছে।

শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে বিবিসি জানায়, আগস্টে চীনের আবাসন খাতের বিনিয়োগ কমেছে ১০ দশমিক ২০ শতাংশ এবং প্রথম আট মাসে বাড়ির বিক্রি এক বছর আগের তুলনায় ১৮ শতাংশ কমেছে।

চীনের নীতিনির্ধারকরা বন্ধকি ঋণের (মর্টগেজ) সুদহার কমানো এবং বাড়ি কেনার খরচ কমানোসহ এই খাতে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করেছে, যা আংশিকভাবে প্রধান শহরগুলোতে চাহিদা পুনরুজ্জীবিত করেছে। যেসব ছোট শহরে বাড়ি কেনার ক্ষেত্রে কম বিধিনিষেধ রয়েছে এবং যেখানে অবিক্রীত বাড়ির সংখ্যা বেশি, সেসব শহর বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। এটি বিভিন্ন অঞ্চলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষের সম্মুখীন চ্যালেঞ্জগুলোকে আরও স্পষ্ট করেছে।
 
এনবিএসের সমীক্ষা করা ৭০টি শহরের মধ্যে মাত্র দুটিতে আগস্টে মাসিক ও বার্ষিক উভয় ক্ষেত্রেই বাড়ির মূল্যবৃদ্ধির কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে জাপানভিত্তিক বৃহত্তম বিনিয়োগ ব্যাংক ও ব্রোকারেজ গ্রুপের মালিকানাধীন আবাসন খাতের কোম্পানি নোমুরা হোল্ডিংস বলেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে নতুন নতুন সমস্যার কারণে চীনের অর্থনীতির বৃদ্ধির হার আরও কমে যাবে। এই পরিস্থিতিতে বেইজিংকে বাধ্য হয়ে আগাম বিক্রি হওয়া আবাসিক প্রকল্পগুলোতে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। অর্থাৎ যখন আর কেউ এই প্রকল্পগুলোকে টাকা দেবে না, তখন চীনের সরকারকেই এই প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দ দিতে হবে।

ব্লুমবার্গ নিউজ অনুসারে চলতি মাসের প্রথম দিকে চীন বকেয়া থাকা মর্টগেজের ওপর সুদের হার ৫ ট্রিলিয়ন ডলারের বেশি পরিমাণে কমাতে পারে।

অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের অর্থনীতিবিদরা গত শুক্রবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলেছেন, মর্টগেজের সুদের হার কমানোর জন্য সেপ্টেম্বরে ৫ বছর মেয়াদি লোন প্রাইম রেট (একটি নির্দিষ্ট সময়ের জন্য সর্বনিম্ন সুদহারে দেওয়া ঋণ) কমানোর সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে মধ্যম মেয়াদি ঋণ সুবিধা (এমএলএফ) ২০ বেসিস পয়েন্ট এবং রিজার্ভ রিকোয়ারমেন্ট অনুপাত (কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রাখা বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের শতকরা হার) ৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে।

দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা
ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস হেরে যেতে পারেন, যদি না তিনি দুটি ভুল থেকে বেরিয়ে আসেন। এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত কিম ডরিচ। আটলান্টিকের উভয় পাড়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছেন।

ডরিচ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। একটি রাষ্ট্রীয় গোপন ই-মেইল ফাঁস হওয়ার জেরে তিনি ২০১৯ সালে পদত্যাগ করেন, যেখানে তিনি তৎকালীন ট্রাম্প প্রশাসনকে ‘আনাড়ি এবং অযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন। বর্তমানে ট্রাম্প সম্পর্কে ডরিচের এই ধারণার কোনো পরিবর্তন হয়নি বরং আরও নেতিবাচক হয়েছে। ডেইলি অবজার্ভারে প্রকাশিত এক নিবন্ধে আগের তুলনায় ট্রাম্প এখন ‘খুবই দুর্বল প্রচারক’ আখ্যা দিয়ে ডরিচ বলেন, ‘২০১৬ সালের তুলনায় এখন তিনি খর্ব শক্তির, বিভ্রান্তিকর, অভিযোগে ভরা একটি বিশৃঙ্খল হৃদয়ের অধিকারী। এখনও তার নীতি বা কৌশল বলে কিছু নেই।’ তবে এই ট্রাম্পই আবার ক্ষমতায় আসতে পারেন যদি কমলা দুটি ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন।

কিম ডরিচের মতে, প্রথমত কমলা ট্রাম্পের তুলনায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর (সুইং স্টেট) বিষয়ে কম মনোযোগী। তিনি মনে করেন, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো রাজ্যগুলোর মানুষের উদ্দেশে যদি ‘কিছু মুখরোচক প্রতিশ্রুতি এবং তাদের প্রত্যাশা সম্পর্কে যদি নির্দিষ্ট ও লক্ষ্যপ্রসূত কোনো কৌশল হাজির করতে না পারেন তবে এসব অঙ্গরাজ্যের মানুষ ট্রাম্পের দিকে ঝুঁকে পড়তে পারেন।’ যারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছিলেন।

ডরিচের মতে কমলার দ্বিতীয় ভুল হচ্ছে তিনি মিডিয়ার চৌহদ্দি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, যে ভুলটি ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন করেছিলেন। ২০১৬ সালে মিডিয়ায় ট্রাম্পের সর্বময় উপস্থিতি তাকে নির্বাচনে জেতাতে ভূমিকা রেখেছিল বলে মনে করেন ডরিচ। ডরিচের মতে, ‘কমলা যেন হিলারির নির্দেশিত পথই অনুসরণ করছেন।’  সূত্র: দ্য গার্ডিয়ান