রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারটি স্থানীয় সময় গত সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় ৪০ মিনিট দেরিতে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেন ইলন মাস্ক।
দুই ঘণ্টার কথোপকথন শেষে মাস্ক ট্রাম্পকে জানান, ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের উত্থান ঠেকাতে তার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে প্রতিশ্রুতি দেন। এ ছাড়া মধ্যপন্থি ভোটারদেরও রিপাবলিকান পার্টিকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকারের শুরুতে গত মাসে পেনসিলভানিয়ায় একটি র্যালিতে দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এটা (বেঁচে ফেরা) একটা অলৌকিক ঘটনা ছিল। আমি যদি সেদিন মাথা সরিয়ে না নিতাম, তাহলে এখন আপনার সঙ্গে কথা বলতে পারতাম না।’
সাক্ষাৎকারে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। ট্রাম্প দাবি করেন, ওয়ালজ এমন একটি আইনে স্বাক্ষর করেছেন, যেখানে পাবলিক বিদ্যালয়গুলোতে ছেলেদের শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন রাখার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের এ আইনে ছেলেদের না কি মেয়েদের শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে, সেটির উল্লেখ নেই। শুধু বলা হয়েছে, বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর প্রয়োজন হবে, তাদের জন্য এটি সহজলভ্য করতে হবে।
অবশ্য ওয়ালজ এই সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেছেন, মেয়েদের মাসিকের পণ্য সহজলভ্য করার কাজ করতে পেরে তিনি গর্বিত।
কমলা হ্যারিস আরও বেশি দীর্ঘ সাক্ষাৎকার না দেওয়ায় তার সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিশ্চিত হওয়ার পর থেকে কমলা কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিচ্ছেন না, যেমনটা এখন তিনি (ট্রাম্প) করছেন।
ট্রাম্প তার স্বভাবগত অভিবাসনবিরোধী নীতি নিয়েও কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, ‘মেক্সিকো সীমান্ত দিয়ে উচ্ছৃঙ্খল প্রকৃতির লোকেরা প্রবেশের চেষ্টা করছে।’ একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাত না। তার এই দাবিকে সমর্থন করেন মাস্ক। মাস্ক তারপর বলেন, ‘ট্রাম্প অসাধারণ একটি পয়েন্ট তুলে ধরেছেন।’
সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি পুতিনকে খুব ভালোভাবে চিনি এবং সে আমাকে সম্মান করে। আমার সঙ্গে মাঝেমধ্যেই পুতিনের কথা হয়। আমরা ইউক্রেন নিয়ে কথা বলেছি। ইউক্রেন তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তাকে সেটি (ইউক্রেনে হামলা) না করতে বলেছি।’ সূত্র: সিএনএন, গার্ডিয়ান