বর্ষীয়ান রিপাবলকান ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, তিনি আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নয়। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ডিক চেনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সম্পর্কে চেনি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশের ২৪৮ বছরের ইতিহাসে এমন কোনো ব্যক্তিই নেই যিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রজাতন্ত্রের জন্য বেশি হুমকিস্বরূপ।’
চেনি আরও বলেন, ভোটাররা ট্রাম্পকে প্রত্যাখ্যান করার পর নিজেকে ক্ষমতায় রাখার জন্য মিথ্যা ও সহিংসতার মাধ্যমে গত নির্বাচন চুরি করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাকে আর কখনো বিশ্বাস করে ক্ষমতায় ফিরিয়ে আনা যাবে না।’
চেনি আরও বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য সংবিধান রক্ষার জন্য দেশকে পক্ষপাতের ঊর্ধ্বে রাখা। তাই আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমার ভোট দেব।’
এদিকে চেনির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে হ্যারিস শিবির। কমলার প্রচারাভিযান ম্যানেজার জেন ও’ম্যালি ডিলন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) চেনির সমর্থন পেয়ে আমরা গর্বিত। এ ছাড়া দেশকে দলের ওপরে রাখার জন্য তার সাহসের প্রশংসা করেছেন তিনি।
এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি বলেছিলেন, আসছে নির্বাচনে তার বাবা ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীকে সমর্থন দেবেন। লিজ চেনি নিজেও গত বুধবার কমলাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নৈরাজ্য সৃষ্টি করার পর থেকে তার বড় সমালোচক হয়ে ওঠেন লিজ।
ডিক চেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেন, চেনির বক্তব্য ‘অপ্রাসঙ্গিক’। এ ছাড়া ট্রাম্প চেনিকে ‘নামমাত্র রিপাবলিকান’ বলে তিরস্কার করেন। সূত্র: আল-জাজিরা