ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ দেশত্যাগ করেছেন। তিনি স্পেনে আশ্রয় চাচ্ছেন। গত শনিবার রাতে ভেনেজুয়েলা ও স্পেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিপক্ষে লড়েন বিরোধী প্রার্থী গঞ্জালেজ (৭৫)।
গতকাল রবিবার বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত হওয়ার পর গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নির্বাচনি ফলাফলে সরকার নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনি কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল। তবে বিরোধীদের দাবি, নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, বেশ কয়েকদিন আগে রাজধানী কারাকাসের স্পেনের দূতাবাসে স্বেচ্ছায় আশ্রয় নেওয়ার পর এখন গঞ্জালেজ দেশ ছেড়েছেন। স্পেনের দূতাবাস তার নিরাপদ উত্তরণে সম্মত হয়েছে। পরে তিনি দেশ ছেড়েছেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ‘গঞ্জালেজ কারাকাস থেকে স্প্যানিশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে স্পেনের উদ্দেশে যাত্রা করেছেন। গঞ্জালেজের কাছ থেকে আসা একটি অনুরোধে সাড়া দিচ্ছে মাদ্রিদ। স্পেন সরকার ভেনেজুয়েলার সমস্ত রাজনৈতিক অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্প্যানিশ গণমাধ্যম অনুসারে গঞ্জালেজকে সেখানে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে।’