তাইওয়ান বিমানবাহিনীর একটি মিরেজ যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এর পাইলট অক্ষত রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সরকারি কেন্দ্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলছে, ফ্রান্সের তৈরি মিরেজ-২০০০ রাত্রিকালীন মহড়া চালাচ্ছিল। হঠাৎ এটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। পরে উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা পর পাইলটকে দেখতে পায় এবং একটি উপকূলরক্ষী জাহাজের সাহায্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, বিমানটি তাইওয়ানের উত্তর-পশ্চিম উপকূলে সিনচু থেকে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এটি প্রধান বিমান ঘাঁটি।
তাইওয়ানের বিমানবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে মিরেজ পূর্ব উপকূলে সমুদ্রে বিধ্বস্ত হওয়ায় অন্য বিমানগুলোকে গ্রাউন্ড করা হয়েছিল।
তাইওয়ান ১৯৯৭ সালে ৬০টি মিরেজ-২০০০ জেট কেনে। যদিও তারপর থেকে সেগুলো বেশ কয়েকবার আপগ্রেড করা হয়েছে। এর পর থেকে অন্তত সাতজন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তাইওয়ানের বিমানবাহিনী প্রশিক্ষিত। গত পাঁচ বছরে দ্বীপের কাছে চীনা সামরিক বিমান উড়তে দেখে বারবার ধাওয়া দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-সিক্সটিন যুদ্ধবিমান তাইওয়ানের বিমানবাহিনীর প্রধান ভিত্তি। রয়টার্স
অমিয়/