দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে চিঠি দিয়েছে ভারতের মাছ আমদানিকারক সমিতি।
চিঠিতে সমিতি বলেছে, ‘আমরা ১৯৯৬ সাল থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতিবছর ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি। কিন্তু ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার শুধু দুর্গাপূজার সময় নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়।’
পররাষ্ট্র উপদেষ্টাকে তারা আরও লেখেন, ‘এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।’
এদিকে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেওয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ আমদানিকারকরা। কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে। গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে হঠাৎ ভাটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।