যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রেকর্ডকে ছাড়িয়ে গেল স্পেসএক্সের বাণিজ্যিক মহাকাশযান। পৃথিবীর চারপাশে সর্বোচ্চ কক্ষপথে আরোহণের রেকর্ড গড়ল তারা।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে মহাশূন্যের উদ্দেশে রওনা হন চার বেসামরিক মহাকাশচারী। মহাশূন্যে পৌঁছে তারা স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হন। এর কয়েক ঘণ্টা পরেই রেকর্ডবুকে নাম লেখাল যানটি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে ১ হাজার ৪০০ দশমিক ৭ কিলোমিটার (৮৭০ মাইল) উচ্চতায় পৌঁছায় যানটি। এর আগের রেকর্ড ছিল ১৯৬৬ সালে নাসার গেমিনি-১১ মিশনে ব্যবহৃত মহাকাশযানের। যেটি ১ হাজার ৩৭৩ কিলোমিটার (৮৫৩ মাইল) উচ্চতায় পৌঁছেছিল। স্পেসএক্স ইতিহাসের প্রথম এই বাণিজ্যিক মিশনের নাম দিয়েছে পোলারিস ডন।
এই মিশনটি আরেকটি কারণে তাৎপর্যপূর্ণ। এই মিশনে রওনা হওয়া সব নভোচারীই বেসামরিক ক্রু। প্রথমবারের মতো কোনো বেসামরিক ক্রু এই মিশনের মধ্য দিয়ে মহাশূন্যে হাঁটবেন (স্পেসওয়াক)। স্পেসএক্স এবং পোলারিস ডন মিশনের ক্রুরা এই মাইলস্টোন উদযাপন করলেও পাঁচ দিনব্যাপী এই মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপটি বাকি আছে এখনো।
সাধারণত মহাশূন্যগামী মিশনগুলোতে অবতরণের ধাপটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। সূত্র: সিএনএন