বাংলাদেশে সম্ভাব্য ‘উগ্রবাদের’উত্থান নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুল আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে। ভারত বর্তমান সরকার ও পরবর্তী অন্যান্য সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম হবে। নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম হবে ভারত।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে একথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের এক বেসরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল। মঙ্গলবার সেই সফর শেষ হয়।
এর আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে সেদেশের একদল আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। রাহুল সে বিষয়ে বলেন, আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে আমরা বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরি। তারাও এ বিষয়ে কথা বলেছেন।
রাহুল জানান, আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। আমরা তা বন্ধ করতে চাই। সত্যি বলতে যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা।
এ ছাড়াও রাহুল ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা না করা, ইসরাইল ইস্যু ও বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতিসহ ভারতের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটবদ্ধ। সূত্র: এনডিটিভি