ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়া বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। ছবি: সংগৃহীত

মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন।

সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়) এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন কীভাবে বিভিন্ন কোষের বিকাশ ঘটে সে সম্পর্কে আগ্রহী ছিলেন।

গত বছর হাঙ্গেরিয়ান-আমেরিকান ক্যাটালিন কারিকো এবং আমেরিকান ড্রু ওয়েইসম্যান কোভিড-১৯ এর মাইক্রো আরএনএ ভ্যাকসিনের উদ্ভাবনের জন্য নোবেল পান।

চিকিৎসাবিজ্ঞানে মনোনীত ২২৭ জন এর আগে ১১৪ বার এই বিভাগে নোবেল পেয়েছেন। যাদের মধ্যে নারী বিজ্ঞানী রয়েছেন ১৩ জন।

সপ্তাহজুড়েই বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হবে। মঙ্গলবার পদার্থবিদ্যা পুরস্কার, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি পুরস্কার এবং ১৪ অক্টোবর অর্থনীতি পুরস্কার ঘোষণা করা হবে।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার ডলার। বাংলাদেশি টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।

বিজয়ীরা আগামী ১০ ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে তাদের পুরস্কার গ্রহণ করবেন।

সাদিয়া নাহার/ অমিয়/

নির্বাচনে ডেমোক্র্যাটদের হারার কারণ বাইডেন: পেলোসি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
নির্বাচনে ডেমোক্র্যাটদের হারার কারণ বাইডেন: পেলোসি
ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হারের জন্য জো বাইডেনকে দায়ি করেছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

শুক্রবার (৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী এই রাজনীতিবিদ বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আরও আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালে অন্য প্রার্থীরাও সুযোগ পেতেন।’ 

এর আগে গত জুলাই মাসে বাইডেন যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। 

পেলোসি বলেন, ‘বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ অসম্ভব হয়ে পড়ে। যদি সবকিছু আরও আগে ঘটত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কমলা যোগ্য প্রার্থী হিসেবেই লড়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মনোনয়ন পেলে তিনি আরও আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন।’ 

এদিকে হ্যারিসের সমর্থকরাও ডেমোক্র্যাটদের হারের পেছনে বাইডেনকেই দায়ি করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেমোক্র্যাট নির্বাচনি প্রচারক বলেন, ‘প্রচারণায় আমরা কোনো খামতি রাখিনি। একমাত্র বাইডেনের কারণেই হ্যারিস ও ডেমোক্র্যাটরা এবার হেরেছেন।’

এ দিকে বাইডেনের সমর্থক এক নির্বাচনি প্রচারক বলেন, ‘হারার পর কমলা অজুহাত দেখাচ্ছেন। এক মিলিয়ন ডলার খরচ করার পরেও কেউ হেরে গেলে দায় তার নিজেরই।’ সূত্র: বিবিসি

নাইমুর/পপি/

ভারতে পিকআপভ্যানের ধাক্কায় ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
ভারতে পিকআপভ্যানের ধাক্কায় ৩ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

ভারতের মালদহে হাঁটতে বের হয়ে পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিলীপ সাহা (৪৯), ফেকন লাল রাম(৬০) ও সুরেশ খৈতান (৬০)।

জানা যায়, তুলসিহাটা গ্রামের কয়েকজন বাসিন্দা জাতীয় সড়কে হাঁটতে বের হলে একটি পিকআপভ্যান তাদের ধাক্কা মেরে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সূত্র: ডেকান হেরাল্ড

মেহেদী/সাদিয়া নাহার/

৫০ বছর পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
৫০ বছর পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন
উইসকনসিনে মেরিকে হিচহাইকিং করার সময় হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনে ৫০ বছর পর মেরি কে. শ্লেইস (২৫) নামের এক নারীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। 

উইসকনসিনের তদন্তকারীরা জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে এ তথ্য খুঁজে বের করেছেন। এ হত্যাকাণ্ডে জন মিলার (৮৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি উইসকনসিনের স্প্রিং ব্রুকের মোড়ের কাছে তার মরদেহ পাওয়া গিয়েছিল।

ডান কাউন্টি শেরিফের তথ্যমতে, ১৯৭৪ সালের ২৫ শিকাগোতে একটি আর্ট শোতে হিচহাইকিং করার সময় তাকে হত্যা করা হয়। 

শেরিফ কেভিন বাইগড জানায়, মিনেসোটার ওয়াটোনার বাসিন্দা জন মিলার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

জন মিলার বর্তমানে মিনেসোটার স্টিল কাউন্টিতে পুলিশ হেফাজতে রয়েছেন।

কয়েক দশক ধরে, গোয়েন্দারা এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, ফরেনসিক জেনেটিক বংশগতি প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ বিশ্লেষণ করে অমীমাংসিত মামলাগুলোও সমাধান করা যেতে পারে। সূত্র: ইয়াহু নিউজ

মেহেদী/সাদিয়া নাহার/

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১১৭

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১১৭
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট তিন হাজার ১১৭ জন নিহত এবং ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গত শুক্রবারও দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে, তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।

তবে হামলা চালানোর আগে শহরের দক্ষিণাঞ্চলীয় উপনগরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইসরায়েলি বিমান বৈরুতের লেবানিজ ইউনিভার্সিটি, বারজ আল-বরাজন ও আল-জামাউস এলাকায় হামলা চালায়।

স্থানীয় সংবাদ সংস্থা জানায়, বৈরুতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। পরে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া শহরের কিছু অংশে ছড়িয়ে পড়ে।

অবরুদ্ধ উত্তর গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা:

বিশ্ব খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি কমিটি ‘দ্য ইন্ডিপেনডেন্ট ফ্যামিন রিভিউ কমিটি’ সতর্ক করে বলেছেন, গাজায় এক মাসব্যাপী ইসরায়েলের সামরিক অবরোধ চলছে। উত্তর গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে কিছুদিনের মধ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই বিপর্যয় থেকে মুক্তি দিতে দ্রুতই ব্যবস্থা নিতে হবে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু এবং নারী। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৩ হাজার ৫০৮ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ দুই হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি অপহৃত হয়েছে। সূত্র: আল-জাজিরা

তাওফিক/অমিয়/

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২৪, আহত ৫০

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২৪, আহত ৫০
বিস্ফোরণে উড়ে গেছে রেলস্টেশন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

কোয়েটার সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ বালচ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের আগে একটি ট্রেন স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

উদ্ধারকারী দলের প্রধান জিসান এ বিষয়ে বলেন, ‘বিস্ফোরণটি রেলওয়ে স্টেশনের অভ্যন্তরে ঘটেছে।’

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড বলেন, পুলিশ এবং অন্যান্য সামরিক ও উদ্ধারকারী বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বোমা নিরোধক স্কোয়াড বিস্ফোরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। তাদের কাছে দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, ‘সাধারণ মানুষকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ জনগণ বিশেষ করে নারী, শিশু এবং শ্রমিকদের ওপর হামলা চালাচ্ছে। যারা এসব করছে তারা ক্ষমার যোগ্য নয়।’

মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের মানুষ বলা যাবে না। তারা পশুর চেয়েও অধম। 

তিনি এ সময় বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং বেলুচিস্তান থেকে আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।  সূত্র: দ্য ডন

সুমন বিশ্বাস/অমিয়/

24 killed, at least 50 injured in blast at Quetta Railway Station