মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন।
সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়) এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন কীভাবে বিভিন্ন কোষের বিকাশ ঘটে সে সম্পর্কে আগ্রহী ছিলেন।
গত বছর হাঙ্গেরিয়ান-আমেরিকান ক্যাটালিন কারিকো এবং আমেরিকান ড্রু ওয়েইসম্যান কোভিড-১৯ এর মাইক্রো আরএনএ ভ্যাকসিনের উদ্ভাবনের জন্য নোবেল পান।
চিকিৎসাবিজ্ঞানে মনোনীত ২২৭ জন এর আগে ১১৪ বার এই বিভাগে নোবেল পেয়েছেন। যাদের মধ্যে নারী বিজ্ঞানী রয়েছেন ১৩ জন।
সপ্তাহজুড়েই বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হবে। মঙ্গলবার পদার্থবিদ্যা পুরস্কার, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি পুরস্কার এবং ১৪ অক্টোবর অর্থনীতি পুরস্কার ঘোষণা করা হবে।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার ডলার। বাংলাদেশি টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।
বিজয়ীরা আগামী ১০ ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে তাদের পুরস্কার গ্রহণ করবেন।
সাদিয়া নাহার/ অমিয়/