ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

জাতিসংঘ শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫২ এএম
জাতিসংঘ শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

দক্ষিণ লেবাননে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (১৩ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মহাসচিব মহোদয়, জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্ষতিকর জায়গা থেকে সরিয়ে নিন। এটি এখনই করা উচিত, অবিলম্বে।’ 

এর আগে দক্ষিণ লেবানন থেকে সাধারণ লেবানিজদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রায় কাছাকাছি সময়ে জাতিসংঘ মহাসচিবকে ‘অগ্রহণযোগ্য’ বলে তিরস্কার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। গত সপ্তাহে ইসরায়েল ভূখণ্ডে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার ক্ষোভ থেকে এই মন্তব্য করেন তিনি। 

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ লেবাননের নাকুরা এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচজন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য গুরুতর আহত হন। এর মধ্যে দুজন ইন্দোনেশিয়া এবং দুজন শ্রীলঙ্কার নাগরিক। 

গতকাল শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় ৪০টি দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রকাশিত ৪০টি দেশের এক যৌথ বার্তায় হামলার নিন্দা জানিয়ে বলা হয়, ‘লেবাননে নিযুক্ত শান্তিরক্ষীদের ওপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত। আমরা এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এই বাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

প্রতিরোধের চেষ্টা করছে হিজবুল্লাহ, ২০ দখলদার সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’ লড়াই চলছে। গতকাল দক্ষিণ লেবাননের কাছের একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই হামলায় রামিয়া এলাকায় ২০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল মায়াদিন স্যাটেলাইট নিউজ।

এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। পেয়ায় ২০০ রকেট দিয়ে হিজবুল্লাহ এই হামলা করেছে বলে জানা গেছে। এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সীমান্ত গ্রাম ব্লিদায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে।

আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের তাল আল-মুদাওয়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে এবং মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে ইসরাইলি বাহিনীর একাধিক সদস্য নিহত এবং ১৭ জনেরও বেশি আহত হয়।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের সীমান্তবর্তী বিস্তৃত অঞ্চলে তাদের হামলা বৃদ্ধি করেছে। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলের ভেতরে ও বাইরে বিশেষত শিয়া অধ্যুষিত গ্রামগুলোতে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা। কিছু এলাকায় হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

শত বছরের পুরোনো মসজিদ ধ্বংস
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গতকাল লেবাননের একটি গ্রামে শত বছরের পুরোনো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সৈন্যরা। মসজিদটি কাফার তিনবিত শহরে অবস্থিত। 

শহরটির মেয়র ফুয়াদ ইয়াসিন বলেছেন, ‘বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে। প্রিয় একটি স্থান হারিয়ে আমি বেশ ভেঙে পড়েছি। এটি একটি উল্লেখযোগ্য স্থাপনা ছিল। কারণ বিশেষ অনুষ্ঠানের সময় পরিবারগুলো এর ঠিক পাশের স্কয়ারে জড়ো হতেন। মসজিদটি অন্তত শত বছরের পুরোনো।’ হামলার পরপরই মসজিদের ধ্বংসস্তূপের কাছে শত শত মানুষ জড়ো হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের বাহিনী গত শনিবার গাজায় হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। তারা ট্যাংক নিয়ে জাবালিয়া এলাকার অনেক ভেতরে ঢুকে পড়েছে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, হামাসের যোদ্ধাদের পুনরায় একত্রিত হওয়া ঠেকাতে ইসরায়েল জাবালিয়ায় আক্রমণ চালানোর পর থেকে হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছেন। অক্টোবরের শুরু থেকে দক্ষিণ গাজায় কোনো খাদ্যবাহী যান প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে সেখানে কর্মরত জাতিসংঘের কর্মীরা। সূত্র: আল-জাজিরা, বিবিসি

রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ১৫ কোম্পানি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ১৫ কোম্পানি
হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

রাশিয়াকে সামরিক ও শিল্পক্ষেত্রে সাহায্যের অভিযোগে ১৫টি ভারতীয় কোম্পানিসহ ২৭৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

একই অভিযোগে চীন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও তুরস্কের কোম্পানিও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইউক্রেনের বিরুদ্ধে অবৈধভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যারা উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আমেরিকা।

ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি অ্যাডিমো বলেছেন, রাশিয়াকে যুদ্ধ থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হচ্ছে, এবং এই নিষেধাজ্ঞাগুলো সেই প্রচেষ্টারই অংশ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যারা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, রাশিয়াকে সামরিক অস্ত্র উৎপাদনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরবরাহের জন্য চীনের একটি কোম্পানিকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত তালিকায় ভারতীয় যে কোম্পানিগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে- আবহার টেকনোলজিস অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ডেনভাস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এমসিস্টেক, গ্যালাক্সি বেয়ারিংস লিমিটেড, অর্বিট ফিনট্রেড এলএলপি, ইনোভিও ভেঞ্চারস, কেডিজি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, এবং খুশবু হোনিং প্রাইভেট লিমিটেড।

এছাড়াও অন্যান্য ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লোকেশ মেশিনস লিমিটেড, পয়েন্টার ইলেকট্রনিক্স, আরআরজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, শার্পলাইন অটোমেশন প্রাইভেট লিমিটেড, শৌর্য এরোনটিক্স প্রাইভেট লিমিটেড, শ্রীজি ইমপেক্স প্রাইভেট লিমিটেড, এবং শ্রেয়া লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বুধবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ যুদ্ধ পরিচালনার জন্য ৪০০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: এনডিটিভি
 
তাওফিক/অমিয়/

পেনসিলভেনিয়ায় ডাকে পাঠানো ত্রুটিযুক্ত ভোট বাতিল হচ্ছে না

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
পেনসিলভেনিয়ায় ডাকে পাঠানো ত্রুটিযুক্ত ভোট বাতিল হচ্ছে না
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) করা আপিলের বিরুদ্ধে রায় দিয়ে পেনসিলভেনিয়া প্রদেশে ডাকে পাঠানো ত্রুটিযুক্ত ভোট বাতিল করা হবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১ নভেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।

এ রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভোটাধিকার সংরক্ষণের পক্ষের আইনজীবীরা জয়লাভ করেছেন। 

তারা মনে করেন, ডাকে পাঠাতে গিয়ে একজন ভোটার ছোটখাটো ভুল করতেই পারেন। তাই বলে তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারও থাকতে পারে না।

তবে এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো বক্তব্য দেননি।

এ রায়ের পর রিপাবলিকান ন্যাশনাল কমিটি ক্ষোভ প্রকাশ করলেও একে ভুল বলে জানিয়েছে দেশটির নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ। 

তারা জানায়, ত্রুটিযুক্ত ভোটারদের ভোট পুরোপুরি বাতিল করা হলে এতোদিন ধরে চলতে থাকা নিয়মের ব্যতিক্রম ঘটবে। 

এর আগে প্রাদেশিক আদালত জানায়, ব্যালটের খামে তারিখ, স্বাক্ষরের ভুল অথবা খাম ছাড়া ব্যালট পাঠানোর কারণে কেউ নিজের ভোটাধিকার হারাবে তা হতে পারে না। 

ত্রুটিযুক্ত ব্যালট গোনা উচিত হবে না জানিয়ে তারা বলেন, এই ভোটারদের সরাসরি গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

এর আগে গত ২৮ অক্টোবর রিপাবলিকান ন্যাশনাল কমিটি প্রাদেশিক আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। 

তাদের অভিযোগ, ডাকযোগে পাঠানো ত্রুটিযুক্ত ভোটের আইনগত সমাধান রাখেনি পেনসিলভেনিয়া। সুত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস 

নাইমুর/পপি/অমিয়/

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস
খবরের কাগজ গ্রাফিকস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন-২০২৪ সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রদেশের দিকে তাকিয়ে আছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট পার্টির কমলা হ্যারিস। নির্বাচনে বিজয়ী প্রার্থী ২০২৫-এর জানুয়ারি থেকে শুরু করে চার বছর ক্ষমতায় থাকবেন। ভোটাররা প্রেসিডেন্টের পাশাপাশি কংগ্রেসের প্রার্থী নির্বাচনের জন্যও ভোট দেবেন।

আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। 

এবারের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকরা। 

যুক্তরাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে সব সময়ই নির্দিষ্ট কিছু প্রদেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করে। ওই প্রদেশগুলো ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর জনপ্রিয়তার ভিত্তিতে ভাগ হয়ে থাকে। তবে প্রতিবারই কিছু প্রদেশে প্রত্যাশিত ঘটনার ব্যতিক্রম ঘটিয়ে কম জনপ্রিয় প্রার্থী জেতেন।

এদিকে পেনসিলভেনিয়া ও এর ১৯টি ইলেক্টোরাল কলেজের ভোট গত কয়েকবারের মতো এবারও গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন এবং নেভাডা প্রদেশে ডেমোক্র্যাট দলের বাইডেন খুব কম ব্যবধানে জয়লাভ করেন। তাই এ নির্বাচনে ট্রাম্পের লক্ষ্য থাকবে এ প্রদেশগুলোকে নিজের পক্ষে আনা। 

ফ্লোরিডা এবং ওহাইও আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হলেও সাম্প্রতিক নির্বাচনগুলোতে মজবুত রিপাবলিকান ঘাঁটি হিসেবেই নিজেদের প্রমাণ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা নির্ধারিত সময়ের আগেই পোস্টাল ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোট দিয়ে থাকেন। এতে কোন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তা নিয়ে গুঞ্জন চলতে থাকে সাধারণ মানুষের মধ্যেও। সূত্র: দ্য টেলিগ্রাফ

নাইমুর/পপি/অমিয়/

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ৭

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ৭
ছবি: সংগৃহীত

ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুটি পৃথক বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা ছিল বলে জানিয়েছে দুদেশের কতৃপক্ষ।

শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ রকেট হামলায় ইসরায়েলের মেতুলা শহরের কাছে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন থাই কৃষক নিহত হয়েছেন বলে জানিয়েছে দুদেশের কর্তপক্ষ।

পরে উপকূলীয় শহর হাইফার শহরতলিতে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার ছেলে নিহত হন।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর দিকে তারা রকেট নিক্ষেপ করেছে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করলেও তারা প্রতিহত করতে পারেনি। 

এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা তাদের চার নাগরিক নিহত এবং একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ সূত্র জানায়, সীমান্তবর্তী কৃষিজমিতে কাজ করার সময় এই হামলার শিকার হন কৃষকরা।

এলাকাটি একটি সামরিক অঞ্চলের অংশ হলেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের কাজ করার অনুমতি দিয়েছিল বলে জানায় স্থানীয় জরুরি সেবাদাতাদের এক সূত্র।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার বিকেলে কিবুতজের পশ্চিম গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে প্রায় ৫৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কিছু খোলা জায়গায় পড়েছে। সূত্র: বিবিসি

নাইমুর/অমিয়/পপি/

সার্বিয়ার রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙে নিহত ১৪

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
সার্বিয়ার রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙে নিহত ১৪
ধসেপড়া স্টেশনে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। ছবি: সংগৃহীত

সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের একটি রেলওয়ে স্টেশনের কংক্রিট ছাদ ভেঙে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিচ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুই নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। 

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভুচিক বলেন, আশা করি মৃতের সংখ্যা ১৪-এর বেশি হবে না। নিহতদের মধ্যে পাঁচজনের সঠিক পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। 

তবে এ ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উদ্ধারকাজে ৮০ জনেরও বেশি কর্মী ভারী যন্ত্রপাতি নিয়ে অংশ নিয়েছেন। উদ্ধারকাজ এখনো চলছে।

মিলোশ ভুকেভিচ শুক্রবারকে নোভি সাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে সার্বিয়ার জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।

এ ছাড়া তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

এ ঘটনায় সার্বিয়া সরকার শনিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।

সার্বিয়ার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার নামের সংস্থা জানিয়েছে, কংক্রিটের ছাদটি স্টেশনের সঙ্গে পুনর্নির্মাণ করা হয়নি। এটি ১৯৬৪ সালে নির্মিত হয়েছিল।

এই রেলওয়ে স্টেশনটির ভবন ২০২১ সালে সংস্কার করা হয়েছিল। এ বছর আবারও তা সংস্কার করা হয় এবং গত ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সূত্র: বিবিসি

তাওফিক/অমিয়/পপি/