ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন: পিটিআই

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম
ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন: পিটিআই
ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআইয়ের সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব সরকারের কাছে এই ‘হুঁশিয়ারি’ দেন। পাকিস্তানের ডনসহ আরও একাধিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

গত বছরের আগস্ট থেকে কারাবন্দি অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে তার সেলের বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে। অতি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। তাকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না এবং হেফাজতে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন ইমরান খানের বোন আলেমা এবং উজমা খান ।

এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বড় বিক্ষোভের মধ্য দিয়ে তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।

সিরিয়ায় ইসরায়েলি দখলদারত্বের নিন্দা আরব লিগের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
সিরিয়ায় ইসরায়েলি দখলদারত্বের নিন্দা আরব লিগের
ছবি: সংগৃহীত

সিরিয়ার গোলান মালভূমিসহ আশেপাশের নিরপেক্ষ অঞ্চলে (বাফার জোন) ইসরায়েলি দখলদারত্বের তীব্র নিন্দা করেছে আরব লিগ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে সিরিয়া ও আশেপাশের অঞ্চলে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে আরব লিগ।

আরব লিগ বলছে ১৯৮১ সালের জাতিসংঘ সনদ ভঙ্গ করে গোলান মালভূমি দখল ইসরায়েল করেছে যা অন্যায় ও অবৈধ।

ইসরায়েল গত কয়েকদিনে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সরকার পরিবর্তনের সুযোগে চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ইসরায়েল সীমান্তবর্তী ও আশেপাশের শহরগুলো দখল করেছে এবং স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি বাহিনী শত শত বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে সিরিয়ার নৌবাহিনী এবং সামরিক ডিপো ধ্বংস করা হয়েছে। 

আরব লিগ এই আগ্রাসনকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে। সূত্র: সিনহুয়া

মাহফুজ/এমএ/

 

টিকটক বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
টিকটক বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে
টিকটক

যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক।

শুক্রবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আদালতে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটডান্সের আবেদন খারিজ হওয়ার পর এই আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর চীনা প্রতিষ্ঠান বাইটডান্স টিকটকের পক্ষে সময় চেয়ে আবেদন করে কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে। 

তবে শুক্রবারের রায়ের মাধ্যমে আবেদনটি খারিজ করে মামলা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে স্থানান্তরের নির্দেশ দেন আদালত। এ বিষয়ে ১৯ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে টিকটক কর্তৃপক্ষকে।

শুক্রবারের রায়ে আদালত জানান, আবেদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য বাতিল না করার মতো যথাযথ কারণ দেখাতে না পারায় এই মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হয়েছে।

 এ বিষয়ে টিকটক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এ পরিস্থিতিতে ১৯ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন না করা হলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।

এই রায় বাস্তবায়ন করা হলে অন্য বিদেশি মালিকানাধীন অ্যাপগুলোও বন্ধ করার প্রবণতা তৈরি হবে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা।

এদিকে বেশ কিছুদিন যাবত মার্কিন নাগরিকদের তথ্য চুরিতে টিকটকের সম্পৃক্ততার বিষয়ে আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, টিকটকে চীনা নিয়ন্ত্রণ থাকায় দেশের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন বিষয়টিকে ভুলভাবে নিচ্ছে মন্তব্য করে টিকটক জানায়, অ্যাপটির কন্টেন্ট-রেকোমেন্ডেশন ইঞ্জিন ও ব্যবহারকারীদের সব তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারেই সংরক্ষণ করা হয়।
 
এই রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ন্যস্ত হয়েছে। তিনি চাইলে টিকটক কর্তৃপক্ষকে ৯০ দিন সময় দিতে পারেন।

প্রেসিডেন্ট না চাইলে টিকটক বন্ধ করার বিকল্প নেই। তবে কোনোভাবে সুপ্রিম কোর্টে আবেদনের সময়সীমা বাড়াতে পারলে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিমাসে গড়ে ১৭০ মিলিয়ন মার্কিন নাগরিক টিকটক ব্যবহার করেন। দেশটিতে টিকটক বন্ধ করা হলে প্রতিষ্ঠানটি বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সূত্র: দ্য গার্ডিয়ান
 
নাইমুর/অমিয়/

পাকিস্তানে পাঁচ দিনে নিহত ৪৩ জঙ্গি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
পাকিস্তানে পাঁচ দিনে নিহত ৪৩ জঙ্গি
পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে গত পাঁচ দিনে ৪৩ জঙ্গি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনীর প্রেস উইং। 

পাকিস্তানের উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা অভিযান (আইবিও) পরিচালনা করা হয়। এই অভিযানে ফিতনা-আল-খোয়ারিজসহ বেশ কিছু সশস্ত্র সংগঠনের ঘাটিতে অভিযান চালায় করে পাকিস্তানের সামরিক দল।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, খাইবার পাতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে ১২ ও ১৩ ডিসেম্বর অভিযান চালানো হয়। এই অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এর আগে ৯ ডিসেম্বর খাইবার পাতুনখোয়ায় আরও ১৮ জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বিবৃতিতে।

এদিকে বেলুচিস্তানের মুসাখের ও পাঞ্জগুর অঞ্চলে পরিচালিত দুটি পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের ১০ সদস্যের মৃত্যুর খবর জানা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুক্রবারের মধ্যে বেলুচিস্তানে মোট ২৫ সন্ত্রাসীর মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং।

এ বিষয়ে আইএসপিআর জানায়, অঞ্চলগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিওরিটি সার্ভিসের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ৯০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাল্লা দিয়ে সন্ত্রাসবিরোধী অভিযানও বাড়িয়েছে প্রশাসন।

কোনো নির্দিষ্ট দল হামলার দায় স্বীকার না করলেও কৌশলগত সুবিধার উদ্দেশ্যেই তারা আক্রমণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জুলাইয়ের পর থেকে এই অঞ্চলে বেসামরিক নাগরিকসহ মোট ৭২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। সূত্র: দ্য গ্লোবাল কাশ্মির

নাইমুর/অমিয়/

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: সংগৃহীত।

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওল। 

শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির আইনপ্রণেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগ চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেন।

দেশটির গণমাধ্যমের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, দেশটির পার্লামেন্টের ৩০০ আইনপ্রণেতার মধ্যে অভিশংসনের পক্ষে ভোট দেন ২০৪জন। বিপক্ষে ভোট পড়ে ৮৫টি।

এ ছাড়া ভোটদান থেকে বিরত থাকেন তিনজন এবং আটটি ভোট বাতিল হয়।

তবে এখনই অপসারিত হচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট। তিনি সাময়িকভাবে দায়িত্ব থেকে অপসারিত হলেও তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির সাংবিধানিক আদালত। এজন্য তাদের ১৮০ দিনের সময় দেওয়া হয়েছে।

এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হান ডাক সুকে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত করা হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউন সুক ইওল। কিন্তু দেশটির আইনপ্রণেতা ও জনগণের তোপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।

এখন সাংবিধানিক আদালত যদি তাকে অপসারণের পক্ষে রায় দেন তবে তিনি হবেন দ্বিতীয় অভিশংসিত প্রেসিডেন্ট।

এর আগে ২০১৫ সালে সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। সূত্র: রয়টার্স।

নাবিল/সাদিয়া/

ইতালির নাগরিকত্ব নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম
ইতালির নাগরিকত্ব নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের হেরার্দো মিলেই ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি। ছবি: সংগৃহীত

ইতালির নাগরিকত্ব নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের হেরার্দো মিলেই। পূর্বপুরুষ ইতালির নাগরিক হওয়ায় তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়।

বিরোধী দলীয় নেতাদের দাবি, এই সিদ্ধান্তে ইতালির প্রেসিডেন্ট দ্বিমুখী নীতি বাস্তবায়ন করছেন।

পূর্বপুরুষ ইতালির নাগরিক হলে সহজেই দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। তবে ইতালিতে জন্ম নেওয়া অভিবাসী বাবা-মায়ের সন্তানদের ক্ষেত্রে এই প্রক্রিয়া বেশ জটিল।

ইতালির অভিবাসন সমর্থনকারী সংস্থাগুলো নাগরিকত্বের প্রক্রিয়া কিছুটা শিথিল করতে স্মারকলিপি জমা দিলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

মিলেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে সাক্ষাৎ করতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন।

ঘটনা প্রসঙ্গে এক সূত্র জানায়, ইতালির সরকার আর্জেন্টিনার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সরকার।

এই খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছেন অনেকেই।

এ প্রসঙ্গে দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতা রিকার্ডো ম্যাগি বলেন, ‘মিলেইকে নাগরিকত্ব দিয়ে হাজার হাজার ইতালির বাসিন্দার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

এর আগে ফেব্রুয়ারি মাসে ইতালি সফরে এসে এক সাক্ষাৎকারে মিলেই জানিয়েছিলেন, তিনি জিনগতভাবে ‘৭৫ শতাংশ’ ইতালির নাগরিক। সূত্র: দ্য গার্ডিয়ান

নাইমুর/অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });