সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের একটি রেলওয়ে স্টেশনের কংক্রিট ছাদ ভেঙে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিচ এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুই নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভুচিক বলেন, আশা করি মৃতের সংখ্যা ১৪-এর বেশি হবে না। নিহতদের মধ্যে পাঁচজনের সঠিক পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
তবে এ ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উদ্ধারকাজে ৮০ জনেরও বেশি কর্মী ভারী যন্ত্রপাতি নিয়ে অংশ নিয়েছেন। উদ্ধারকাজ এখনো চলছে।
মিলোশ ভুকেভিচ শুক্রবারকে নোভি সাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে সার্বিয়ার জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।
এ ছাড়া তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ঘটনায় সার্বিয়া সরকার শনিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।
সার্বিয়ার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার নামের সংস্থা জানিয়েছে, কংক্রিটের ছাদটি স্টেশনের সঙ্গে পুনর্নির্মাণ করা হয়নি। এটি ১৯৬৪ সালে নির্মিত হয়েছিল।
এই রেলওয়ে স্টেশনটির ভবন ২০২১ সালে সংস্কার করা হয়েছিল। এ বছর আবারও তা সংস্কার করা হয় এবং গত ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সূত্র: বিবিসি
তাওফিক/অমিয়/পপি/