ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুটি পৃথক বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা ছিল বলে জানিয়েছে দুদেশের কতৃপক্ষ।
শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ রকেট হামলায় ইসরায়েলের মেতুলা শহরের কাছে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন থাই কৃষক নিহত হয়েছেন বলে জানিয়েছে দুদেশের কর্তপক্ষ।
পরে উপকূলীয় শহর হাইফার শহরতলিতে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার ছেলে নিহত হন।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর দিকে তারা রকেট নিক্ষেপ করেছে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করলেও তারা প্রতিহত করতে পারেনি।
এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা তাদের চার নাগরিক নিহত এবং একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ সূত্র জানায়, সীমান্তবর্তী কৃষিজমিতে কাজ করার সময় এই হামলার শিকার হন কৃষকরা।
এলাকাটি একটি সামরিক অঞ্চলের অংশ হলেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের কাজ করার অনুমতি দিয়েছিল বলে জানায় স্থানীয় জরুরি সেবাদাতাদের এক সূত্র।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার বিকেলে কিবুতজের পশ্চিম গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে প্রায় ৫৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কিছু খোলা জায়গায় পড়েছে। সূত্র: বিবিসি
নাইমুর/অমিয়/পপি/