ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার শক্তিশালী আক্রমণ ঠেকিয়ে রাখছে বলে দাবি করেছেন দেশটির প্রভাবশালী কমান্ডার ওলেক্সান্ডার স্ট্যানিস্লাভোভিচ সিরস্কি।
শনিবার (২ নভেম্বর) টেলিগ্রাম মেসেঞ্জার গ্রুপে তিনি এ কথা জানান।
এদিকে প্রতিবেশি দেশ ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এবারের অভিযানেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে মস্কো।
তবে ওলেক্সান্ডার বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেশ তৎপর রয়েছে। আমরা রাশিয়ার আক্রমণ ঠেকিয়ে রাখতে পারছি।’
২০২২ সালে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হবার পর থেকেই পুতিনের আদেশে রাশিয়ার সেনাবাহিনী পূর্ব-ইউক্রেনের ডোনবাস শিল্প অঞ্চলে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তখন থেকেই অঞ্চলটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) মস্কো দাবি করেছে, ডোনবাসের সম্মুখভাগের আরও দুইটি স্থাপনা দখলে নিয়েছে তারা।
এ ছাড়া রাশিয়ার অন্যতম সংবাদ সংস্থা এজেন্টসভো ইউক্রেনের ভূ-স্থানিক মানচিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, অক্টোবরের ২০ থেকে ২৭ তারিখের মধ্যেই রাশিয়া প্রায় ২০০ বর্গ কিলোমিটার (৮০ বর্গমাইল) ইউক্রেন-অধ্যুষিত এলাকা দখল করেছে।
তবে উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে সৈন্য পাঠানোয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ পর্যায়ে মোড় নিচ্ছে বলে আশংকা করছেন রাশিয়ার বিশ্লেষকরা।
এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপের অনুমতি চেয়ে বিভিন্ন দেশের কূটনৈতিকদের শরনাপন্ন হচ্ছেন। সূত্র: রয়টার্স
নাইমুর/পপি/