যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী। তারা নতুন কোনো প্রার্থী নন। বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ছিলেন তারা। এবার আবারও দাঁড়িয়েছেন।
জর্জিয়া থেকে আছেন স্টেট সিনেটর শেখ এম রহমান, ওই একই অঙ্গরাজ্যের অন্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট অঙ্গরাজ্যে রয়েছেন সিনেটর মাসুদুর রহমান, আছেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম ও নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান।
জর্জিয়ার শেখ রহমান পুনরায় নির্বাচন করবেন সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে, নাবিলা ইসলাম অংশ নেবেন একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে, কানেকটিকাটে নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে অংশ নিচ্ছেন মাসুদুর রহমান, ভার্জিনিয়ায় সেলিম সাদ্দাম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পুনর্নির্বাচন করছেন। তারা সবাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী। তবে আবুল বাশার খান রিপাবলিকান। তিনি নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০ থেকে পুনর্নির্বাচন করবেন। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী।
এ ছাড়া পেনসিলভানিয়া, মিশিগান, নিউ জার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যে কাউন্টি ও অন্যান্য পর্যায়ে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী হয়েছেন। সূত্র: সাউথ এশিয়ান আপডেট