যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ট্রুথ সোশ্যাল ও ফেসবুকেও চলছে একে অপরের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ।
মঙ্গলবার (৫ অক্টোবর) ট্রাম্প এক্সে এক পোস্টে কমলা ও বাইডেন প্রশাসনকে লাখ লাখ মুসলমানের হত্যাকারী বলে আক্রমণ করেছেন।
তিনি পোস্টে মিশিগানের আরব মুসলিমদের শান্তিপ্রিয় বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি লিখেছেন, মিশিগানের মুসলিম ভোটাররা শান্তি চায় ।
এ ছাড়াও তিনি কমলা হ্যারিস ও বাইডেনের বর্তমান মন্ত্রিসভাকে যুদ্ধবাজ বলে উল্লেখ করে লেখেন, ‘বাইডেন ও হ্যারিস হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভকারী। তারা মধ্যপ্রচ্যে যুদ্ধ বাধিয়েছে এবং মুসলিমদের হত্যা করেছে।’
পোস্টের শেষে ট্রাম্প লেখেন, 'ট্রাম্পকে ভোট দিন এবং শান্তি ফিরিয়ে আনুন।'
ট্রাম্পের এই পোস্টে তিন ঘণ্টার মধ্যে এক মিলিয়নের বেশি লাইক পড়েছে।
ট্রাম্পের এই পোস্টে অনেক সমর্থক ইতিবাচক মন্তব্য করেছেন। ভ্যালেনটিয়া গোমেজ নামে এক সমর্থক লিখেছেন, ট্রাম্প শিশুদের রক্ষাকারী এবং যুদ্ধকে অপছন্দকারী এবং কমলা হ্যারিস শিশু হত্যাকারী এবং যুদ্ধবাজ। তাই ট্রাম্পকে ভোট দিন।
অন্য একজন কমেন্টে ট্রাম্পকে সমালোচনা করে লিখেছেন, ভাই, আপনি কিছুদিন আগেই বলেছিলেন, মুসলিমদের আমেরিকা থেকে বের করে দেবেন! সূত্র-এক্স( টুইটার)
সুমন বিশ্বাস/অমিয়/