কানাডায় হিন্দু একটি মন্দিরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড করে ভারতের অবস্থান পরিবর্তন সম্ভব নয়। আমরা আশা করছি আইনের সম্মান রক্ষার্থে কানাডা ন্যায় বিচার নিশ্চিত করবে।’
এর আগে ৩ নভেম্বর কানাডার ব্রাম্পটন শহরের একটি হিন্দু মন্দিরে হামলা হয়। মোদি এই হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন।
হামলার ঘটনায় স্থানীয় পুলিশ তিনজনকে আটক করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
চরম্পন্থি ও বিচ্ছিন্নতাবাদীরাই এ ঘটনার পেছনে রয়েছে বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সে বলেছেন, দেশের প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পালন করবেন। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারত ও কানাডার কুটনৈতিক সম্পর্ক বেশ কিছুদিন ধরে তলানিতে। ২০২৩ সালে অটোয়ায় শিখ নেতা হারদিপ সিং নিজ্জর হত্যার পেছনে ভারত সরকারকে দায়ী করার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানপোড়েন শুরু।
দুই দেশের মধ্যে শক্ত বাণিজ্যিক আদান-প্রদানের সম্পর্ক আছে। কানাডায় প্রায় ১৭ লাখ ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান বসবাস করেন। এ অবস্থায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি দুশ্চিন্তায় ফেলেছে বিশ্লেষকদের।
তাদের মতে, দুই পক্ষের কেউই এখনো বাণিজ্যিক সম্পর্কে আঘাত না করলেও ক্রমেই বাড়তে থাকা মনোমালিন্য ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত করবে।
নাইমুর/অমিয়/