যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুর দিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে থাকলেও তা কিছুটা কমেছে।
বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্যানুযায়ী, ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৩০টি। এর বিপরীতে কমলা পেয়েছেন ১৮২টি ভোট।
প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
সাধারণ ভোটারদের কল্যাণে সিনেট ও হাউজ রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও শুরুর দিকে ট্রাম্প একক আধিপত্য বজায় রাখছিলেন। তবে ডেমোক্র্যাটদের পক্ষে হাওয়ার পালাবদলে ব্যবধান কিছুটা কমে আসতে দেখা যাচ্ছে।
টেক্সাস, অ্যালাবামাসহ রিপাবলিকান ঘাঁটিগুলোর সমর্থনের ওপর ভিত্তি করে ট্রাম্প নির্বাচনের দৌড়ে অনেক দূর এগিয়ে গেলেও কমলার ডেমোক্র্যাটিক পার্টির বিপুল সমর্থন থাকা অঙ্গরাজ্যগুলোর ফলাফলে ব্যবধান কমেছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সাতটি অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশিত হওয়ার আগে অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বড় কোনো অঘটন না ঘটলে ডোনাল্ড ট্রাম্পই চূড়ান্ত বিজয় লাভ করবেন বলে ধারণা করা যায়।
তবে ডেমোক্র্যাট প্রার্থীর ব্যবধান কমিয়ে আনার ঘটনা এ প্রতিদ্বন্দ্বিতা অন্তত একপেশে হবে না বলে আভাস দিচ্ছে।
নাইমুর/অমিয়/