যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে ভোট গণনা। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট কে হবেন তা মূলত নির্ধারণ করবে সুইং স্টেটগুলো (দোদুল্যমান অঙ্গরাজ্য)।
প্রচারণার শুরু থেকেই ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে শব্দবোমার লড়াই চলছে। তখন বুথফেরত সমীক্ষায় দেখা যায়, দুই প্রার্থীর মধ্য ব্যবধান খুবই কম।
তবে ভোট-পরবর্তী ফলাফলে দেখা যাচ্ছে পপুলার এবং ইলেকটোরল, দুই দিকেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।
ইলেকটোরাল ভোটে ট্রাম্প পেয়ছেন ২টি এবং হ্যারিস পেয়েছেন ১৮২টি। হ্যারিস ৪৭ শতাংশ ও ট্রাম্প ৫১ দশমিক ৭ শতাংশ পপুলার ভোট পেয়েছেন।
যিনি ২৭০টি ইলেকটোরাল ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে তেমন কোনো চমক নেই। যে রাজ্যগুলো রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের নিজ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত, সেগুলোয় তারা তাদের জয় ধরে রাখতে পারছে। ফলে যেগুলো সুইং স্টেট রয়েছে সেগুলোর ইলেকটোরাল কলেজ ভোটই মূলত এই নির্বাচনে ভূমিকা রাখবে।
ট্রাম্প যে অঙ্গরাজ্যগুলোয় জয়ী হলেন
সর্বশেষ তথ্যানুযায়ী, ট্রাম্প ওহাইও এবং টেক্সাসে জিতেছেন। ওহাইওতে ১৭টি ইলেকটোরাল ভোট আর টেক্সাসে আছে ৪০টি। দুই রাজ্যে ২০২০ সালেও ট্রাম্প জিতেছিলেন।
ডেমোক্র্যাটদের আশা ছিল, তারা টেক্সাস ছিনিয়ে নিতে পারবে। কারণ, এখানে শহর ও আধাশহরের সংখ্যা বেশি। কিন্তু টেক্সাস ট্রাম্পের ঝুলিতে গেছে। এ ছাড়া ট্রাম্প নর্থ ও সাউথ ডাকোটা, লুইসিয়ানায় জিতেছেন।
কমলা যে অঙ্গরাজ্যগুলোয় জিতলেন
কমলা হ্যারিস নিউইয়র্কে জিতেছেন। এই রাজ্য সাধারণত ডেমোক্র্যাটদের পক্ষে থাকে। তিনি ইলিনয়ে জিতেছেন। এখানে ১৭টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিজের রাজ্য ডেলাওয়ারে হ্যারিস জিতেছেন। ডেমোক্র্যাটদের পক্ষে থাকা আরেক রাজ্য নিউ জার্সিতেও হ্যারিস জিতেছেন। সূত্র: সিএনএন, রয়টার্স, ডিডব্লিউ
তাওফিক/অমিয়/