যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পূর্বাভাসের পর পরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাত পৌনে তিনটার দিকে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে এ বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যে এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।
তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, বলে উল্লাস করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।
বক্তব্যের এক পর্যায়ে ভোটার ও স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন তিনি। তুমুল করতালির মধ্য থেমে থেমে বক্তব্য দেন ট্রাম্প।
ফক্স নিউজের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিপাবলিকান দল ২৭৭ ইলেকটোরাল ভোট পেয়েছে আর ডেমোক্র্যাট দল পেয়েছে ২২৬ ইলেকটোরাল ভোট। সূত্র: ফক্স নিউজ
তাওফিক/ সাদিয়া নাহার/অমিয়/